২০০৮ এ যেবার শেষবারের মতো দেখা, সেবার বাবা জোর করে প্রতিশ্রুতি আদায় করে নিলেন__ প্রতিরাতে এক মিনিটের জন্য হলেও ফোন করি যেনো। কতো ছোট্ট আকুলতা, চাওয়া ছিলো আমার বাবার_!! এদেশে ফিরে ব্যস্ততা, সংসার,বাস্তবতায় প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে রইলাম। আমার বাবার রাত যে আমার দিন__!! হন্তদন্ত হয়ে ছেলেকে স্কুল থেকে পিকআপ করা, গোসল করানো, লাঞ্চ করানো__ [
বিস্তারিত ]