স ০৪২৩৪০১।।
৫০ টাকার একটি প্রাইজবন্ড। যেদিন কেউ আমাকে প্রাইজবন্ডটি দিয়েছিলো, আমি তাকে বলেছিলাম এটি আমি কখনও হারাবোনা, অল্প বয়সের আবেগ, ২১ বছর আগের কথা। প্রিয় ডায়েরির ভাজে রাখা ছিলো, ডায়েরি সহ কখন, কবে সেটা হারিয়ে গেছে বলতে পারবোনা। হারিয়ে যাবার সময় মনে করে আমার মাথা থেকে নাম্বারটা নিয়ে যায়নি। মস্তিস্ক থেকে যদি কম্পিউটার তৈরি হয়, ফাইল ডিলিট অপশন থাকে, তবে এই মাথা থেকে কেনো তা করা যাচ্ছেনা? অপ্রয়োজনীয় ফাইলে মাথা ভর্তি, মায়া নামক ভুলে ঘর ভর্তি, এই সব জ্যামের জন্য কোন ট্রাফিক রুলস আছে? হলুদ আলোর সতর্কবার্তা, সময় এলো থামার?
বেছে বেছে ইনপুট সিস্টেম, ভাইরাস ফ্রি? হ্যাং হয়ে যাবার আগে সতর্কতা আবশ্যক 🙂
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমাদের সাহস করে আগে বলুন ,কে দিয়েছিল এটি ?
শুন্য শুন্যালয়
🙂 তারপর উত্তর পাবো তো ?
ছাইরাছ হেলাল
সত্য বলতে হবে ।
শুন্য শুন্যালয়
মুভি রিভিউ লিখছি, জানিনা কেমন হবে, কাল দিয়ে দেব আশা করছি…
ছাইরাছ হেলাল
আনন্দ সংবাদ , কেমন হওয়ার কিছু নেই ।
আমরা আমরাই এখানে ।
মা মাটি দেশ
এত চমৎকার কথা বলতে পারেন,সত্যি ইউ আর -{@ (y)
শুন্য শুন্যালয়
এত্তো দিনে বললেন? 😮 , সত্যি ইউ আর 🙂
জিসান শা ইকরাম
এত বছর আগের নাম্বার মনে রাখা কঠিন।
মেমোরীতে একটু সার্চ দিয়ে দেখবেন নাকি, ডায়েরিতে কি লেখা ছিলো? পাওয়া গেলে কপি এন্ড পেস্ট করিয়েন।
মায়া আপনার কাছে ভুল নাকি?
তাহলে ডিলিট দিতে কোন লাইটের দরকার হবে না।
শুন্য শুন্যালয়
কিছু মায়া অবশ্যই ভুল, আবার মায়ার জন্যই কিন্তু জীবন এতো মায়াবী… ডিলিট দেয়ার অপশন আপনার জানা আছে নাকি? আমার কিন্তু নেই 🙂 মেমোরি তে আপনিও একটু সার্চ দিয়ে দেখুন না, ছোটবেলার অনেক কিছুই পাবেন, তবে সব যে প্রকাশ করা যায়না এটাও কিন্তু সত্যি । শুভকামনা ভাইয়া।
জিসান শা ইকরাম
ডিলিট দেয়ার অপশন আমার জানা নেই ।
চেষ্টাও করিনা ।
আচ্ছা সার্চ দিয়ে দেখবো , মেমোরিতে কি কি আছে ।
রিমি রুম্মান
আহা… ২১ বছর আগের নাম্বার এখনো মস্তিস্ক থেকে ডিলিট হয়নি ! আমার তো কিছুই মস্তিস্কে সেভ থাকে না… অটো সিস্টেমে ডিলিট হয়ে যায় … :p
শুন্য শুন্যালয়
এরকম অনেক কিছুই ঢুকে আছে, মস্তিস্কে আর জায়গা কোথায়? ডিলিট তো পরের কথা এখন আর কিচ্ছু মনে রাখতে পারছিনা, নতুন করে ফরম্যাট যদি দেয়া যেতো !!! অনেক ধন্যবাদ আপু। নিয়মিত আসলে কি হয়?
ওয়ালিনা চৌধুরী অভি
থামবেন কেনো ?
শুন্য শুন্যালয়
বেশি ফাইলে হ্যাং এ হয়ে যাবার সম্ভাবনা 🙂
ছাইরাছ হেলাল
এবারে সিগন্যালটি সবুজ করে আমাদের নূতন কিছু পড়ার সুযোগ দিন ।
শুন্য শুন্যালয়
শেষ কবে লিখেছেন, মনে আছে? ৯ জুন 🙁
ছাইরাছ হেলাল
আমিতো আপনার লেখা পড়তে চাই ।
মশাই
Thik thik thik Ajke 18th june…..
মশাই
Amra apnar lekha porte chai na seta ki bolechi kokhono?
শুন্য শুন্যালয়
না কক্ষনোই বলিনি …
ছাইরাছ হেলাল
এ দেখি কোরাস………