স ০৪২৩৪০১।।
৫০ টাকার একটি প্রাইজবন্ড। যেদিন কেউ আমাকে প্রাইজবন্ডটি দিয়েছিলো, আমি তাকে বলেছিলাম এটি আমি কখনও হারাবোনা, অল্প বয়সের আবেগ, ২১ বছর আগের কথা। প্রিয় ডায়েরির ভাজে রাখা ছিলো, ডায়েরি সহ কখন, কবে সেটা হারিয়ে গেছে বলতে পারবোনা। হারিয়ে যাবার সময় মনে করে আমার মাথা থেকে নাম্বারটা নিয়ে যায়নি। মস্তিস্ক থেকে যদি কম্পিউটার তৈরি হয়, ফাইল ডিলিট অপশন থাকে, তবে এই মাথা থেকে কেনো তা করা যাচ্ছেনা? অপ্রয়োজনীয় ফাইলে মাথা ভর্তি, মায়া নামক ভুলে ঘর ভর্তি, এই সব জ্যামের জন্য কোন ট্রাফিক রুলস আছে? হলুদ আলোর সতর্কবার্তা, সময় এলো থামার?
বেছে বেছে ইনপুট সিস্টেম, ভাইরাস ফ্রি? হ্যাং হয়ে যাবার আগে সতর্কতা আবশ্যক 🙂

৪৪৬জন ৪৪৬জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ