রাত ফুরোলেই দিন। আচ্ছা এমন যদি হয় রাতের পর রাত, শুধুই রাত! কেমন হবে? ওই যে উত্তর-দক্ষিণ মেরু; ছয় মাস রাত আর ছয় মাস দিন। আমার খুব দেখতে ইচ্ছে করে ওই দৃশ্য। জীবনে অদ্ভূত কিছু দেখার আগ্রহ নিয়ে বয়সটাকে বাড়তে দিচ্ছি। তবে দেখার পাল্লাটা ভারী আদৌ হবে কিনা সেটা জানিনা। ভাগ্যিস স্বপ্ন দেখার জন্য ট্যাক্স [ বিস্তারিত ]