আমাদের বুড়া এ প্লাস পাইছে। খবরটা গত কালই বলতাম কিন্তু আজকের মজা টা মিস করবো না বলে আজ বলছি।
সকলে উঠে দেখি বুড়া আমার বেডের পাশে কোন কথা না বলে দাড়ায়ে আছে।
– কি রে বুড়া? কনগ্রেচুলেশন!
– ওঠেন। পিকিনিক টিকনিক কিছু হবে না হবে না?
– তোর মিষ্টি কই রে।
– পরে খায়েন। এখন বলেন পিকিনিক হবে?
– হবে তো, বা হওয়ার কি আছে। কিন্তু মিষ্টি কি চাইপা যাচ্ছিস না কি? ( আমি যত বার বলি মিষ্টি সে ততবার বলে পিকিনিক)
– পরে পরে। আগে বলেন চাদা কত?
– কত আর? মেনু বল। তার উপর চাদা।
– সাদা ভাত, সালাদ, মাংস ভুনা, মাছ ভাজি,ডিম, দই,আর কোক। কিছু টকা বাঁচলে পটকা নিতাম।
– তাইলে আড়াইশ টাকা। আর মিষ্টি তোর।
– ওরে বাপ। কিছু মিছু কম করেন।
– আচ্ছা দেখা যাবে। যা ওদের সবাই কে বলে আয়।
– আমি তো সাইকেল নিয়ে আসছি দেরি হবে না আপনি তারাতারি উঠে ফ্রেশ হন আমি গেলাম।
পিকিনিক পিকিনিক পিকিনিক 🙂
\|/
গতকাল বাড়ি এসেছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে 🙂
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা -{@
১৪টি মন্তব্য
বনলতা সেন
আমাদের নিয়ে গেলেন না কেন?
মেহেরী তাজ
চলে আসুন আপু। বাড়ি থেকে বলছি চলবে 🙂
মরুভূমির জলদস্যু
আগামী ৯ তারিখে একটা পিকনিক টাইপ ভ্রমণের সুযোগ হতে পারে। \|/
মেহেরী তাজ
ভ্রমন আনন্দময় হোক -{@
লীলাবতী
বাড়ি চলেই গেলেন শীতের পিঠা খেতে? গিয়েই বুড়াদের সাথে পিকনিক? ভালো ভালো।
মেহেরী তাজ
বাড়িতেই শান্তি সব 🙂
ব্লগার সজীব
ওস্তাদ একা একা পিকনিক করলেন? আপনার এই শিষ্যকে একটু মনেও পরলো না? 🙁
শুভ নববর্ষ -{@
মেহেরী তাজ
মনে পরেছেতো।তোমাকে দাওয়াত আমাদের বাড়িতে।ফটো দিচ্ছি,দেখো কত সুন্দর গ্রাম আমাদের।নবর্ষের শুভেচ্ছা। -{@
প্রহেলিকা
নূতন বছরের শুভেচ্ছা রইলো কিন্তু একা একা এইডা করা ভালা হইলো না।
মেহেরী তাজ
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া -{@ । নজর দিয়েননা ভাইয়া 🙁
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে। এত আনন্দ দূর থেকে দেখেই যাচ্ছি।
মেহেরী তাজ
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন
আমাদের পিকনিক কবে আপু?
মেহেরী তাজ
যেদিন আপনি বলবেন সেদিন 😀