বাড়ি থেকে বলছি-১ : পিকনিক

মেহেরী তাজ ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১২:৩১:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

আমাদের বুড়া এ প্লাস পাইছে। খবরটা গত কালই বলতাম কিন্তু আজকের মজা টা মিস করবো না বলে আজ বলছি।

সকলে উঠে দেখি বুড়া আমার বেডের পাশে কোন কথা না বলে দাড়ায়ে আছে।
– কি রে বুড়া? কনগ্রেচুলেশন!
– ওঠেন। পিকিনিক টিকনিক কিছু হবে না হবে না?
– তোর মিষ্টি কই রে।
– পরে খায়েন। এখন বলেন পিকিনিক হবে?
– হবে তো, বা হওয়ার কি আছে। কিন্তু মিষ্টি কি চাইপা যাচ্ছিস না কি? ( আমি যত বার বলি মিষ্টি সে ততবার বলে পিকিনিক)
– পরে পরে। আগে বলেন চাদা কত?
– কত আর? মেনু বল। তার উপর চাদা।
– সাদা ভাত, সালাদ, মাংস ভুনা, মাছ ভাজি,ডিম, দই,আর কোক। কিছু টকা বাঁচলে পটকা নিতাম।
– তাইলে আড়াইশ টাকা। আর মিষ্টি তোর।
– ওরে বাপ। কিছু মিছু কম করেন।
– আচ্ছা দেখা যাবে। যা ওদের সবাই কে বলে আয়।
– আমি তো সাইকেল নিয়ে আসছি দেরি হবে না আপনি তারাতারি উঠে ফ্রেশ হন আমি গেলাম।

পিকিনিক পিকিনিক পিকিনিক 🙂
\|/

গতকাল বাড়ি এসেছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে 🙂
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা -{@

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ