আমার সত্যি আকাশ ছিলো ছিলো বদ্ধঘর বাকুম-বাকুম আমাদের ঘ্রাণমাখা কম্বল সংবাদ - "রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলেছে বিরোধীরা" সম্পর্কহীন বগিরা দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে সামনের রেল রাস্তা ঝিমায় কর্মহীন... তারপর পথ ভুলে যাই বিপন্ন বোধ করি... তোমায় ছুঁয়ে থাকা নিদ্রাচিত্রে ডুবে থাকি কেউ জাগাতে পারে না না সুখ, না দুঃখ...