কবিতা আমার প্রাণের খাবার, মনের ক্ষুধার অতৃপ্ত আহার। কবিতা আমার রন্ধ্রে রন্ধ্রে, নিউরনের সেলের প্রাণ । কবিতা আমার কথায়-চলায়, বলায়-কওয়ায় খাওয়ায়-দাওয়ায়! কবিতা আমার রাতের সঙ্গি, নিঝুম রাতের নির্ঘুম যাত্রী ! কবিতা আমার পাপের মোচন, অসাধ্য হয় তাতেই সাধন ! কবিতা আমার মনের ভাষা, সুখের স্বপ্নে প্রাণের আশা । কবিতা আমার দুখের শান্তি, নিসর্গ দিনের পরম [
বিস্তারিত ]