ন্যায্যতার কথা ভাবতে ভাবতে ঘুমুতে ইচ্ছে করছে না, আজ আর, সুখ-মৌমাছি, স্বপ্নের মৌ-মৌ মৌচাক! নাহ্, সব পানসে, বীর-দর্পে খেলে যাচ্ছে/খেলে দিচ্ছে করোনা! যতই ভাবি/বলি করোনা তোমার খাওয়া নেই, কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে। (তাচ্ছিল্যের ক্রুর হাসি, করোনা-মুখে) দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে [ বিস্তারিত ]