অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে, ফিরে যেতে চায় দূর-অতীতে, সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে; অবিমিশ্র একাকীত্ব-সান্নিধ্যের নিবিড়-পরম একাত্বতায়। ভয়ংকর জাল-ফেলা বিরুদ্ধতা হাসে পাশ ফিরে শুয়ে, আাত্মগ্লানি চেপে রেখে, ফিরে আনা স্বপ্ন রুখে সে দেবেই নিপীড়নের নিখাদ-নিভাঁজ অ-নির্বিষ মধু-ঢেলে; আপাত-অদৃশ্য এ-এক আতঙ্কজনক নিশপিশ মিশ্রতা। ছবি......নেটের।