বয়ে যাওয়া সময়-স্রোত শুধুই জেগে থাকে স্মৃতিতে, অনড় একাকীত্বে, স্মৃতির সংরাগ/সংযোগে, জোড়া বেঁধে গেঁথে আছে অবকাশে জেগে থাকা স্মৃতির কল-কল্লোলে স্বপ্ন বাস্তবতার হাতছানিতে; এ এক অদ্ভুত জোড়াতালি, এতটা নদী-হীনতা কী করে কেমন করে এলো! আকাশের নীল-বনে গা-সওয়া গায়ে-গায়ে লেগে থাকা স্বপ্নদের উঁকিঝুঁকি বিদীর্ণ স্মৃতি ভেদ করে ছায়া উধাও এ নিবিড় পৃথিবীতে। নীলের সমুদ্রে ডুবছে [ বিস্তারিত ]