[caption id="attachment_36157" align="aligncenter" width="458"] নিখাঁদ রাত্রি...[/caption] ভুলের ভেতর ফুল হয়ে ফোঁটার অপচেষ্টায় ব্রত আস্ত একটি গোলমরিচ জীবন। তবু উড়ুক্কু ডানার ভাঁজে ভাঁজে রক্তচন্দন ঘ্রাণ নিতে নির্জন নগ্নতায় সাঁতার কাটে নি:শ্বাস; নোখের ভেতরে উঠে আসা উত্তপ্ত মূহুর্ত শূণ্য হাত দিয়ে ধরে রাখা কথাগুলো হাসে বাঁকা ঠোঁটে। পাওয়া হয়না কিছু; অবোধ জ্যোৎস্না শ্বেতপদ্মের শরীরে আছড়ে পড়ে তছনছ [ বিস্তারিত ]