অকালে আকালের বোধন

নীলাঞ্জনা নীলা ২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১১:৫৮:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৬ মন্তব্য
অকাল-বোধন...
অকাল-বোধন…

দাগহীন হৃদয় বড়ো বিরল পৃথিবীর বুকে
নিস্তরঙ্গ জলের মতো মানুষই বা কোথায়!
ধূসর রাতের মতো জীবনের অলি-গলি,
সূর্যের তেজের মতো নিঃশ্বাস কোথায়!

তবুও প্রেম র’য়েই যায়।
দূরত্ত্বে কিংবা অবহেলায়।

##তবে একটি কথা, ঘৃণা কিংবা বিতৃষ্ণা এলে প্রেম আর থাকেনা। তখন গাছ কিংবা পাখী কারোও সাথেই আর কথা বলতে ভালো লাগেনা। না বলেও পারছিনা চলে এলো দুটো লাইন, লেখার আকাল চলছে বড়ো, কিভাবে ফেলে দেই? তাই তুলেই দিলাম।

 

**স্মৃতিকাতর মন গাছের সাথেই কথা কয়
                                               আজ আমি কেবলই সময় কাটানো সময়।

~~আমার হাসিগুলো নাকি বড্ড বোকা
তাই এমন অস্থিরতা
এদিকে যে কিছু শব্দ নীরবতা ভেঙ্গে জাগছে
আমি নাকি আমার ঠোঁট হাসছে!
নাকি মন!
কি জানি কোন জন!!

আকালের অক্ষর…
আকালের অক্ষর…

 

হ্যামিল্টন, কানাডা
২১ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

৫৮০জন ৫৮০জন
0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ