১০ শতকের দিকে জার্মানরা পূর্ব দিকে তাদের রাজ্য বিস্তার করতে থাকলে এত অধিসংখ্যক স্লাভে Slav নাগরিকদের ধরে ক্রীতদাস বানানো হয় যে তাদের নামেই ক্রীতদাসদের নাম হয়ে যায় স্লেভ Slave। একই সময়ে কৃষ্ণসাগর অঞ্চলে ক্রীতদাসদের চালান দেওয়া হয়ে দাঁড়ায় রাশিয়ার একটি বড় আয়ের পথ এবং এর ওপর রাশিয়ার অর্থনীতি অনেক ক্ষেত্রেই নির্ভর করে। ভূমধ্যসাগরের দক্ষিণে আরব [ বিস্তারিত ]