আমি থেকে শুরু করে সবকিছুর ডিজিটাইলেজেসন হয়েছে, হচ্ছে। চিঠি থেকে মেইল, মেইল থেকে মেসেজ, এরপর ইনবক্স থেকে চ্যাটিং। সময় বাঁচানোর দৌঁড়ঝাপে নিজেকে খন্ড খন্ড করে ফেলছি।
good থেকে gud এরপর Gdn8. how r u থেকে এখন hru (হারু)। চ্যাটিং এ একবার একজন asl লিখেছিল দেখে গালি ভেবে উইন্ডো বন্ধ করেছিলাম আজ থেকে আটবছর আগের কথা। আর এখন স্মাইলি/ইমো ব্যবহার রীতিমতো গ্রীন হাউজ ইফেক্টের মতোই। নিত্য নতুন স্মাইলি সংস্করনে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেখানে আমাগোর সোনেলা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে একই স্মাইলি ব্যবহার করে করে নিজেদের গোঁড়াপত্তন করিয়াছেন।
চিন্তা কী, ম্যা হু না? স্মাইলি/ইমো বদলের যুদ্ধ এই এক্ষন থেকে শুরু করলাম। আমার সাথে কে কে আছে এই যুদ্ধে, হাত তোলো……
গুডমর্নিং এভ্রিওয়ান। আনন্দ আর হাসির ইমো 🙂
আজ আমার মন ভালো নেই। দুঃখের ইমো 🙁
আমি সোনেলার সোনা, কোন ভেজাল নাই, ১০০% গিনিসোনা। জিহ্বা বের করার ইমো এম্নে দেয়া যায়না? :p
চিন্তায় থুতনি কিংবা মাথা না চুলকাইয়া বাট তো চুলকানোই যায়, তাইনা? ;?
আমার চোখের জলে কান্দে আকাশ, কান্দে ধরনী। কান্দোনের ইমো ;(
কী কইলা, আমি ঝগড়াইট্টা? গরররররর। এংরি ইমো :@
বহুল ব্যবহৃত লাল পান হার্টের ইমো (3
এবং অবধারিত কিছুদিন পর হার্টব্রেকের ইমো (-3
নতুন সংযোজন উম্মার ইমো। কারো কারো এইটা ছাড়া চলেই না, হি হি। :*
মাথা বিগড়াইলে যাদের চুল ছিঁড়তে ইচ্ছে করে তারা এইরকম মাথা আউলানো ইমো দিতারে। ^:^
খালি চা এর অফার না কইরা এখন থেকে বিস্কুট অফার করা যায়না? :T
কী, তুমি সোনেলা ব্লগের নাম শোন নাই!! অবাক আর তাজ্জব হইবার ইমো 😮
যারা কনফিউজ এর ইমো ব্যবহার করতে চায়, তারা এইটা তো দিতেই পারে। কোন ফুলে যামু? এইটা না অইটা? :-s
ব্লগার সজুর পোস্ট পড়তে গেলে এই ইমো লাগবেই লাগবে। লোল ইমো :D)
শুধু গোলাপ কেন? অন্য ফুল দেয়া যাবেনা? হ্যাপ্পি ব্লগিং প্রিয় সোনেলার সকল ব্লগার। -{@
অঃকঃ ১। যারা স্মাইলি ব্যবহার করতে জানেনা তাদের লইগ্যা এই যে এই বুদ্ধ….
২। বুদ্ধের ছবি কার্টেসি, গুরুজি
৪৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কী, তুমি সোনেলা ব্লগের নাম শোন নাই!! অবাক আর তাজ্জব হইবার ইমো 😮 দারুন!
শুধু গোলাপ কেন? অন্য ফুল দেয়া যাবেনা? হ্যাপ্পি ব্লগিং প্রিয় সোনেলার সকল ব্লগার। -{@ ভাল লাগলো।
শুন্য শুন্যালয়
থ্যাংকস মজিবর ভাইয়া। ভালো লাগলেই আমি খুশি। খুশির ইমো ইমুপাখি 🙂
মৌনতা রিতু
হাসতে হাসতে শেষ। সবগুলো এখন ফেসবুকে ব্যবহার করুম।
তোমার মাথায় এতো বুদ্ধি! সোনেলার নাম শোনে নাই!
বাহ! বাহ! বাহ!
শুন্য শুন্যালয়
এতদিনে বুঝলা ভাবীজান? কইরো ব্যবহার যতখুশি।
ইশ মন্তব্যের ঘরে যে ক্যান ছবি দেয়া যায়না!!
খেয়ালী মেয়ে
\|/ এই ইমোটা কেনো বাদ গেলো ;?
শুন্য শুন্যালয়
ইশ তাইতো নাঁচের ইমোতো দেয়া যেতো। 🙁
তুমি নাই নাঁচবে কে?
নিহারীকা জান্নাত
হাসতে হাসতে মরলাম। কিছু কি বাদ গেলো? মনে হয় না 😀
শুন্য শুন্যালয়
গেছেতো আপু অনেক কিছু। কানে আঙ্গুল দেয়া, থাম্বস আপ/ ডাউন। দেখি ভবিষ্যতে পাই কিনা 🙂
ইকরাম মাহমুদ
ভেংচি কাটার ইমো টা বেশি দরকার
শুন্য শুন্যালয়
কেন সারাক্ষন ভেংচি দেন? ওকে কাজে লাগান 🙂
ছাইরাছ হেলাল
যে করেছে পণ
শিখবেনা সে কিছুতেই ইমোর
কোন ক্ষণ,
ছবির ফাঁদ!!
সে তো বিলাশ-ব্যসন।
শুন্য শুন্যালয়
যে করেছে পণ
পড়বেনা কোন ফাঁদে
সবার আগেই সেই বুদ্ধু বগা
ফান্দে পড়ে কাঁদে।
ইমোর উপর এতো রাগ ক্যান? 🙂
ছাইরাছ হেলাল
খুব কঠিন, তাই।
জিসান শা ইকরাম
ভাবছি কত ছবি তোলেন আপনি, তোলা ছবি থেকে ইমোর সাথে যায় এমন ছবি বাছাই করা, খুবই পরিশ্রম এবং মেধার কাজ।
আমার তো মনেই থাকেনা কেমন ছবি তুলেছি, এক্সপ্রেশন অনুযায়ি মিলানো তো পরের কথা,
মনে রাখার অসীম ক্ষমতা আপনার।
ঝগড়াইট্টা ইমোটা সবচেয়ে ভাল লেগেছে 🙂
শুন্য শুন্যালয়
আপনার যে এইটা ভাল্লাগবে তা কিন্তু জানি। ঝগড়াইট্টা না আপনি 🙂
মনে রাখা মাঝে মাঝে ঝামেলাও সৃষ্টি করে। 🙂
ইঞ্জা
আসলেই আপু মাঝে মাঝে বিরক্ত হই যখন আদিকালের ইমোটিকন ইউজ করি আমাদের প্রিয় বল্গে, নেক্সট টাইম ডেভেলপার চিকনা কুদ্দুসরে পাইয়া লই হাতে ধবল ধোলাই দিতে হপে। :p
আপু দারুণ সব ইমো এনেছেন, LOL, ভেংচি, আউলা ইমো সহ সব গুলাই জব্বর হয়েছে আর নাচের ইমো আমাদের যেইটা আছে ওইটা থাকুক। \|/
শুন্য শুন্যালয়
নাচের ইমো খুঁজে দেখতে হবে, পাওয়ার তো কথা।
থাক বেচারার বিয়ে, ওরে আর মাইরধোর দিয়েন না। 🙂
ইঞ্জা
ওহ হো তিনি আবার পলাশীর যুদ্ধে যাইতেছেন, তাহলে তো ওখানেই শহীদ হপেন, আমরা আপাতত ছাইড়া দিলাম। :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দারুণ সব ইমো ব্যাবহার তবে সোনেলাকে একটা খোচাঁ মেরে দিয়েছেন।গরীবের সংসারে যা আছে তাতেই খুশি।ছবিগুলো চমৎকার।
শুন্য শুন্যালয়
খোঁচাখুচি নিজের জায়গায় করাই যায়। থাংকু মনির ভাই।
লীলাবতী
এখন থেকে তাহলে মাথা চুলকানোর ইমোর পরিবর্তে ক্যঙ্গারুর ব্যাক সাইড চুলকানোর ইমোই দেব :D) এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে আপনি? (3
শুন্য শুন্যালয়
বুদ্ধি রে কোলবালিশ বানাইয়া ঘুমাই। মাশাল্লাহ আমার ঘুমে কেউ নজর দিতারে না।
নীলাঞ্জনা নীলা
হাসতে হাসতে আমি শেষ! :D) :D)
তুমি এতো দুষ্টু ক্যান? মাগো পেটে ব্যথা হয়ে যাচ্ছে হাসতে হাসতে। :D) :D)
মাথা আউলানো পোষ্ট। তাজ্জব হবার ইমোটা কিন্তু ফাটাফাটি। :D) :D)
শুন্য শুন্যালয়
লোল ইমো ইউজ কইরো বেশি কইরা।
ইয়ে এইখানে কিন্তু একটা ইমো তোমার কথা ভাইব্যা দিছি, কওতো কোনডা?
নীলাঞ্জনা নীলা
সারছে আমারে ভাইব্যা!!! কোনটা কও তাড়াতাড়ি, প্লিজ!
শুন্য শুন্যালয়
আচ্ছা থাক 🙂
নাসির সারওয়ার
ভারী সমেস্যা! “মাথা বিগড়াইলে যাদের চুল ছিঁড়তে ইচ্ছে করে তারা এইরকম মাথা আউলানো ইমো দিতারে।”
যাহারা এই কর্মটি করিতে বিশেষ ভাবে অপারগ, তাহাদের কি হইবে! এই ইমোর সম্পূরক ইমো থাকা দরকার। এই যেমন, চুল গজাইবার ইমো……।………
শুন্য শুন্যালয়
চুল গজাইবার ইমো? (-3
স্বয়ং জুকার সাহেব এইবার আমার মাথা বিগড়ানোর ইমো ব্যবহার করবে।
ইয়ে কাঙ্গাগুর ইমোটা ব্যবহার করলে কেমন হয়? 🙂
নাসির সারওয়ার
বুঝতাম পারছি। যাহারা অপারগ তাহারা কাঙ্গাগুর সাথেই গপসপ করুক। মন্দের ভালো। কিছু একটা তো করা যাবে।
শুন্য শুন্যালয়
এতো ইমো থাকতে মাথার চুলই কেন ছিড়তে হইবেক শুনি? আপনি না পারিলে এংরি ইমোটা ব্যবহার করে দেখতে পারেন। 🙂
অপার্থিব
ঝগড়াইট্টা আর তাজ্জব হবার ইমো দুইটা পছন্দ হইছে। ইমোটিকন চেইঞ্জের দাবী দ্রুত মানা হোক।
শুন্য শুন্যালয়
থ্যাংকু পাশে থাকার জন্য 🙂
চাটিগাঁ থেকে বাহার
ইমেজ গুলোকে ইমুর আকারে প্রেজেন্টেশন করা হোক। আমাদের দাবী।
শুন্য শুন্যালয়
হ্যাঁ সবাই মিলে বললে কার্যকর তাড়াতাড়ি হবে। 🙂
আবু খায়ের আনিছ
আপনার এমন উদ্ভাবনী চিন্তা ভাবনায় আমি বিমুগ্ধ, কবে থেকে কার্যকর হচ্ছে বিষয়টা জানালে উপকৃত হইতাম। :D)
শুন্য শুন্যালয়
এইতো অতিসত্বর, নইলে মডুদের খানাপিনা বন্ধ 🙂
আবু খায়ের আনিছ
১৪৪ ধারা জারি করা হোক, আমি ব্যাটেলিয়ন রেডি করব।
শুন্য শুন্যালয়
মডুরা ভয়প্রুভ হয়ে গেছে মনে হচ্ছে 🙁
মিষ্টি জিন
কত প্রতিভা মানুষের।
আমি কিছু কইলেই কইবেন ভাল কিছু কইতারি না। 🙁
সোনেলায় সব ইমো থাকলেও চোখ টিপার ইমো নাই, আপনি একটু সদয় হলে এই সমস্যার সমাধান হইতো আফা। :D)
শুন্য শুন্যালয়
কী তুমি চোখ টেপার ইমো চাও? তোমার তেনার নাম্বার দাও, এক্ষুনি দাও। মাথা বিগড়ানো ইমো যদি সে লাইক না করছে তাইলে আমারে কইয়ো।
আহা তুমি মন্দ আর কতটুকু কী ই কইবা? কও ই না।
এক চোখ নাকি দুই চোখ টেপার ইমো খুঁজুম?
রিফাত নওরিন
হা হা ভালো লাগলো আপু…মজা পেলাম অনেক৷
শুন্য শুন্যালয়
থ্যাংকস আপু 🙂
নীরা সাদীয়া
দারুন মজা পেলাম।
কামাল উদ্দিন
খুবই মজাদার হয়েছে ভাইজান।