রংছুট ভোর

শুন্য শুন্যালয় ২৯ আগস্ট ২০১৪, শুক্রবার, ০২:৪৬:০৮অপরাহ্ন কবিতা ৫০ মন্তব্য

উছাল ঝড়ে ভাঙ্গাচোড়া পথে রাতের পায়ের চিহ্ন।
ভোর আজ চোখ খুলেছে দোমড়ানো ঠকঠকানো শব্দাবশেষ নিয়ে
বাহুর আগলে তখনও ঘুমন্ত পরী,
কলির মতো নাফোঁটা চোখে অদেখা
ভোরের চোখের তলে ছাইরঙা স্বপ্নগুলো এইমাত্র রংফেলে স্বপ্নছুট,
কোথাও হুটোপুটি নতুন আশংকাবিহীন আশ্রয়ে,
দল বাঁধার সময় নতুন দলে।
ভোর আজ রংছুট, সময় ফেলে, কোন রাতের হাত ইশারায়?

৭১২জন ৭১২জন
0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ