হারিয়ে গেলি

শুন্য শুন্যালয় ২৩ নভেম্বর ২০১৪, রবিবার, ০৭:৫০:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৫ মন্তব্য

হারিয়ে গেলি।।
কোন মন্ত্রবলে পারলি নিজেকে হারাতে যদি বলে যেতিস।
আয়নাটা কেমন করে লুকিয়ে রাখিস?
তোর ছায়া পরেনা তাতে?
ভেঙ্গে চুড়ে শুধু নিজের ছায়া বাড়িয়ে যাস,
তবুও কেমন দিব্যি এড়িয়ে যাস।
কেমন করে?
সদ্য শান্ত হওয়া পুকুর ঘাটে, দেখি গাছের ছায়া, আকাশের ছায়া
দেখি জোড়া জলকাঁকড়া,
কিশোরের ঢিল ছুড়ে ব্যাঙ্গাচির লাফ দিয়ে যাওয়া
কেউ পারেনি বাঁধতে নিজেকেই নিজের দেখতে চাওয়া।
তুই কেমন করে পানিতে নিজের ছায়াটা এড়িয়ে যাস?
রাতের অন্ধকারে যখন ঘরের কাঁচ আয়না হয়ে যায়,
তুই কেমন করে ঘর ছেড়ে যাস?
ঘর হারিয়ে, সব ছাড়িয়ে তুই নিজেকে নিয়ে কোথায় যাস?
একা হলেই সবকিছু এসে ভিড় করে, বুঝলিরে???

উৎসর্গঃ বুনো দি।

৬০৯জন ৬১১জন
0 Shares

৫৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ