বাবা মা হারানো একটি শিশুর দিন শুরু হয় রাস্তায়,শেষ ও হয় সেথায়। ক্ষুধার কাতর প্রানে তার মুখের আহার হয় , ডাস্টবিনে ফেলে রাখা বাসি পচা রুটি তার নেই কেউ স্বজন মমতাময়ী , যে বেধে দিবে উস্কো সস্কো চুলে রঙিন ঝুটি। সেই শিশুটির বাসস্থান হয় গাছতলায় ছেড়া জামা পরে দিন কাটে অজানায়। কখনো গায়ে ধুলি মেখে [ বিস্তারিত ]