আমি তোমার হিমু হবো, তোমার স্বপ্নের হিমু হবো। আর তুমি রূপার মতো আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। মন ভুলানো কথা বলছি না তোমাকে। যা বলছি তা আমি করবই, আমি তোমার ইচ্ছা পূরণ করবই। সেদিন নিশ্চয়ই তুমি খুব খুশি হবে। তোমার ঠোঁটে ঐ হাসির ঝিলিক দেখার জন্যই একবার চেষ্টা করে দেখতে চাই। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, আমার নামকে নয়। হিমুরা তো পরিব্রাজক হয়, তাই না? আমিও তাই বেরিয়ে পড়লাম। আমার জন্য ভেবো না। আজ নীল একটা শাড়ি পড়ো রূপা, কপালে একটা নীল টিপ দিও। কেন জানি মনে হচ্ছে নীলের মাঝে রূপা আরও বেশি উদ্ভাসিত হবে। পারলে চোখে গাঢ় করে কাজল লাগিয়ো। এই কথা গুলো আমার অবচেতন মন বলছে।। কিন্তু বাস্তবে রুপা জানো তোমাকে বেধে রাখার কোন কিছুই আমার কাছে নেই, কোন শক্তি নেই কোন যোগ্যতা নেই,হিমুরা কারো যোগ্য হতে পারে না,হিমুরা কাওকে ভালবাসতে পারে না,কারো মায়ায় জড়ায় না, হিমুরা সারাজীবন এই ভাবে ভবঘুরে থেকে যাই,তাই আমি ও হিমু হয়ে গেলাম আর ভবঘুরে হয়ে থাকবো,দূর থেকে তোমার সুখ দেখবো…
ভালো থেকো রুপা ।।
ইতি- হিমু
বিঃ দ্রঃ ব্লগে কি কোন রুপা আছে থাকলে আওয়াজ দিয়েন আমার একজন রুপা কে দরকার যে কিনা আমাকে একটি হলুদ পাঞ্জাবী উপহার দিতে পারবে ।
আমার না হলে নিজে আবার ক্রয় করতে হবে …………
১১টি মন্তব্য
নীলকন্ঠ জয়
রূপা নামে কোন আইডি দেখলাম না। আপনার কপাল খারাপ। বঙ্গবাজারে সস্তায় পাওয়া যায়। একটা কিনে নিয়েন।
চিঠিতে অনেক ভালো লাগা।। -{@
নিশিথের নিশাচর
হা হা হা ধন্যবাদ ভাই আচ্ছা কিনবার চেষ্টা করবো কিন্তু পকেটে টাকা নেই 🙁
তাই ভাবলাম রুপা যদি দিতো।
জিসান শা ইকরাম
হিমু হওয়া কষ্টের
ব্যাক্তি , সমাজ , রাস্ট্রের সমস্ত কষ্ট তাঁকে বহন করতে হয়।
তবে একজন রুপা সাথে থাকলে সমস্যা নেই তেমন ।
একজন রুপা আসুক তাঁর জীবনে ।
লেখা ভালো হয়েছে —
নিশিথের নিশাচর
আসবে না দাদা রুপা নামে কেউ নেই তাই খুঁজছি।
তবে যত বাধা আসুক আমাকে হিমু হতেই হবে।
শুন্য শুন্যালয়
এক পাঞ্জাবির জন্য রূপার খোজ চলিতেছে …কেউ কি আছেন? থাকলে বেচারাকে একটা পাঞ্জাবি কিনে দেন…
লেখা (y)
নিশিথের নিশাচর
জি ভাই এক পাঞ্জাবীর জন্য রুপা খুঁজছি, তাছাড়া এখন যে সময় তাতে হিমুর জন্য অপেক্ষা করা রুপা খুঁজে পাওয়া দুস্কর।
ব্লগার সজীব
কল্পনা বাস্তব হোক । ভালো লাগলো লেখা ।
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা, কল্পনা মনে হচ্ছে না বাস্তব হবে।
খসড়া
স্বপ্নের রূপার কাছে লেখা কল্পনার চিঠি? খুব কঠিন নামের দারুন পোস্ট।
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা কিন্তু মন খারাপ রুপা কে পেলাম না ।
ছাইরাছ হেলাল
রুপা বিহীন হিমু ঠিক মানাচ্ছে না , যেমন মানাচ্ছে না হলুদ পাঞ্জাবী বিহীন হিমু ।
আহারে , রুপা তুমি কোথায় ?