নারী তুমি আসলে কি ?
তুমি কি মদের পেয়ালার শেষ পিপে মদ ?
নাকি কূল কিনারা হীন অথৈ সুমুদ্দুর। তুমি কি বিপথগামী যুবকের ছিন্ন স্বপ্ন ?
নাকি তুমি তার বেচে
থাকার একমাত্র অবলম্বন।
তুমি কি স্বপ্নে বাঁচো ? নাকি স্বপ্নগুলো তোমার মাঝে বেচে থাকে।
তোমাকে ঘিরে কি কারো
পূর্নিমার চাদেঁর আলোর জোসনা বিলাসের স্বপ্ন বুনে
আপন মনে?????
তোমার হাসিতে কি বৈশাখী ঝড় উঠে ?
নাকি দগ্ধ হয় শুষ্ক অনাঞ্চল।
তোমার চোখে কি বেদনায় অশ্রু ঝড়ে ?
নাকি অশ্রুর বদলে রক্ত।
তুমি কি আনন্দ পাও ?
নাকি সকল আনন্দ
তোমাকে ঘিরে আবর্তিত।
তুমি কি কখনো বই পড় ?
নাকি সকল পুস্তক তোমার
গুণগানে রচিত।
তুমি কি কখনো কোন নরের প্রেমে পড় ?
নাকি সকল নর তোমার প্রেমে মাতোয়ারা।
তুমি কি কখনো কোন নর কে বল ভালবাসি ?
নাকি সকল নর তোমার সামনে নতজানু হয়ে বলে ভালবাসা চাই।
তুমি কি সুন্দরের পূঁজা কর ?
নাকি সুন্দরের বিমূর্ত প্রতীক ভেবে
তোমাকেই পূঁজা করে প্রতিক্ষণে।
যদি প্রতিটি নর তোমার পূঁজা করে তবে সেই সমাজ ব্যবস্থায় নর কি করে
এত বেশি ক্ষমতাশালী।
কি করে নর তাদের পেশী শক্তি দিয়ে
তোমাদের নির্যাতন করে….
আমার খুব, খুব বেশি জানতে
ইচ্ছে করে……..
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
নারী একজন মানুষ
পুরুষের পাশে থাকা সহযোদ্ধা
নারী পুরুষ একে অন্যের পরিপূরক ।
লেখা ভালো হইছে ।
খসড়া
ণারী সমাজের ধারক বাহক
স্বপ্ন
নারীকে আপনি যেভাবে দেখতে চাইবেন , আপনার কাছে নারী তেমন ।
মশাই
শেষ আমি শেষ!!! না আর বুঝি সম্ভব না মুক্তি পাওয়া। ছলে-বলে-কৌশলে একটু কাছে যেতে চেয়েছিলাম। আপনার এই লেখা যদি আমার উনি পড়ে তখন আমার কপালে যে নারী আসবে না সেটা আমি নিশ্চিত। দাম তার আকাশচুম্বী। হায়, হায়রে!! এই জীবনে আর কি হবে না তার মোলাকাত??? রাজবাড়ির আশেপাশে ঘুর-ঘুর করে দিন কাটায়, নজরে আসলেই আমি গেছি। জানি আমার কথার কোনো আগা মাথা পাচ্ছেন না, পাইবেন ক্যামতে? ফালাইছেন তো আমারে জানে মাইরা। ….করল্লার কেজি আগে ছিল ১৫টাকা এখন কিন্তু ঠিকই দাম বাড়ব।
আপনার লেখা কিন্তু অসাধারণ সেটা স্বীকার করতে হবে সবাইকেই।
মশাই
শুনেন আপনি কিন্তু আবার রাগ করবেন না বলে দিচ্ছি। নিজের দুঃখের কথা বলে গেলাম আর কিছুই না।
নিশিথের নিশাচর
দাদা নারী আমাদের জীবনের এক মহামূল্যবান অংশ? ???
নিশিথের নিশাচর
খসড়া ভাই নারী এখন ক্ষমতায় 🙁
নিশিথের নিশাচর
স্বপ্ন. .. আমি নারী কে একজন মমতাময়ী মা একজন প্রেমিকা একজন আদর্শ স্ত্রী ….হিসেবে দেখি….
নিশিথের নিশাচর
মশাই …আপনি মশাই কি লিখিলেন সত্যি আমি বুঝিনি. .. 🙁