নারী

নিশীথের নিশাচর ১৫ মে ২০১৪, বৃহস্পতিবার, ১১:৩৩:০৮পূর্বাহ্ন বিবিধ ৯ মন্তব্য

নারী তুমি আসলে কি ?
তুমি কি মদের পেয়ালার শেষ পিপে মদ ?
নাকি কূল কিনারা হীন অথৈ সুমুদ্দুর। তুমি কি বিপথগামী যুবকের ছিন্ন স্বপ্ন ?
নাকি তুমি তার বেচে
থাকার একমাত্র অবলম্বন।
তুমি কি স্বপ্নে বাঁচো ? নাকি স্বপ্নগুলো তোমার মাঝে বেচে থাকে।
তোমাকে ঘিরে কি কারো
পূর্নিমার চাদেঁর আলোর জোসনা বিলাসের স্বপ্ন বুনে
আপন মনে?????
তোমার হাসিতে কি বৈশাখী ঝড় উঠে ?
নাকি দগ্ধ হয় শুষ্ক অনাঞ্চল।
তোমার চোখে কি বেদনায় অশ্রু ঝড়ে ?
নাকি অশ্রুর বদলে রক্ত।
তুমি কি আনন্দ পাও ?
নাকি সকল আনন্দ
তোমাকে ঘিরে আবর্তিত।
তুমি কি কখনো বই পড় ?
নাকি সকল পুস্তক তোমার
গুণগানে রচিত।
তুমি কি কখনো কোন নরের প্রেমে পড় ?
নাকি সকল নর তোমার প্রেমে মাতোয়ারা।
তুমি কি কখনো কোন নর কে বল ভালবাসি ?
নাকি সকল নর তোমার সামনে নতজানু হয়ে বলে ভালবাসা চাই।
তুমি কি সুন্দরের পূঁজা কর ?
নাকি সুন্দরের বিমূর্ত প্রতীক ভেবে
তোমাকেই পূঁজা করে প্রতিক্ষণে।
যদি প্রতিটি নর তোমার পূঁজা করে তবে সেই সমাজ ব্যবস্থায় নর কি করে
এত বেশি ক্ষমতাশালী।
কি করে নর তাদের পেশী শক্তি দিয়ে
তোমাদের নির্যাতন করে….
আমার খুব, খুব বেশি জানতে
ইচ্ছে করে……..

৬৩৫জন ৬৩৫জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ