আজ ২৩ সেপ্টেম্বর সোনেলা ব্লগ প্রতিষ্ঠার অষ্টম বর্ষে পদার্পণ করলো। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। সোনেলার সকল ব্লগার লেখক, পাঠক, শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী, ব্লগ পরিচালক, মডারেটর, ডেভলপার, গ্রুপ এডমিন, উপদেষ্টা সহ সবাইকে সোনেলা ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
২০১২ সনের আমাদের প্রিয় সোনেলা অনলাইন জগতে পদার্পন করেছিলো। একটি ব্লগ সার্থক হয় ব্লগের ব্লগারদের মূল্যবান লেখার কারণে। প্রতিষ্ঠার পরে থেকে আজ পর্যন্ত যে সমস্ত ব্লগারদের পদচরনায় মুখরিত হয়ে আছে এই ব্লগ সাইট। যাদের কারণে সোনেলা আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
সোনেলার জন্মমাসে বর্তমানে একটিভ প্রায় সমস্ত ব্লগার সোনেলাকে নিয়ে পোস্ট দিয়েছেন। একটু উৎসবে পরিনত হয়েছে সোনেলা ব্লগের উঠোন। আপনারা সোনেলাকে নিয়ে আরো লিখতে পারেন। জন্মদিন পর্যন্তই যে লিখতে হবে এমন নয়, জন্মমাসে বা তার পরেও যে কেহ ইচ্ছে পোস্ট দিতে পারেন।
সোনেলার জন্মমাস উপলক্ষে প্রকাশিত লেখার লিংক, ব্লগারের নাম সহ এই পোস্টে যুক্ত করা হবে। সমস্ত লেখা নিয়ে আমাদের একটি পরিকল্পনা আছে, যা উপযুক্ত সময়ে পোস্ট দিয়ে জানিয়ে দেয়া হবে।
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং।
=============================================
সোনেলার জন্ম মাসে প্রকাশিত পোষ্ট সমূহ, ব্লগারের নাম ও শিরোণাম সহ।
পোষ্ট প্রকাশের তারিখ অনুযায়ী লেখার ক্রম করা হয়েছে, তবে একই ব্লগারের একাধিক পোষ্ট গুলো ব্লগারের নামের নিচেই সংযুক্ত করা হয়েছে।
*তৌহিদঃ
সোনেলার জন্মমাসে পদার্পণ-
সোনেলার জন্মদিনে আমার অনুভূতি
সোনেলার কেক উৎসবে সোনালিরঙা ঘণ্টিবাদক!
সোনেলা ব্লগের অষ্টমবর্ষে পদার্পন এবং জন্মোৎসব উৎযাপনের সাফল্যগাঁথা-
*মনির হোসেন মমিঃ
সোনেলার “জন্ম মাস” এবং আমার কিছু স্মৃতি-আক্ষেপ এবং চাওয়া।
সোনেলার সোনালী অতীত এবং নতুনদের জয়গান
শুভ জন্মদিন “তোমার”
আরজু মুক্তাঃ সোনেলার জন্মমাস
ইঞ্জাঃ সোনেলার আমি – আমার সোনেলা
রেহানা বীথিঃ ভালোবাসার উঠোন, সোনেলা
শবনম মোস্তারীঃ সোনেলায় আমার পথচলা-
নাজমুল হুদাঃ শুনতে পাও এখন; সোনেলা
নাজমুল আহসানঃ সোনেলা প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
নিতাই বাবুঃ সোনেলার বুকে আমি একজন অচেনা অতিথি
ছাইরাছ হেলালঃ
সোনেলা সোনেলা
অতঃপর সোনেলা
শামীম চৌধুরীঃ ফিরে আসুক দিনটি বার বার।
শাহরিনঃ দাদার পাগলামির সোনেলা
মোস্তাফিজুর খাঁনঃ সোনালী সোনেলা
জিসান শা ইকরামঃ
সোনেলাঃ আনন্দ বেদনার কথা -১ ( আজ আনন্দের কথা )
সোনেলাঃ আনন্দ বেদনার কথা -২ ( আনন্দের কথা )
সোনেলাঃ আনন্দ বেদনার কথা -৩ ( আনন্দের কথা )
সোনেলাঃ আনন্দ বেদনার কথা-৪ (আজ বেদনার কথা)
সোনেলাঃ আনন্দ বেদনার কথা-৫ (আনন্দের কথা)
সাবিনা ইয়াসমিনঃ ‘আমি ও আমার নির্বাক রুদ্ধতা’ ( শুভ জন্মদিন সোনেলা )
শিপু ভাইঃ সোনেলার জন্মদিনে একটি ছোটগল্প- ধার
মোঃ মজিবর রহমানঃ
সোনেলায় আমার পদার্পন
সোনেলার সোনালী জন্মদিন।
বন্যা লিপিঃ সোনেলার জন্মমাসে অনুরাগ//
প্রদীপ চক্রবর্তীঃ শুভ জন্মতিথি সোনেলা
ব্লগ সঞ্চালকঃ সোনেলা ব্লগের আট বছরে পদার্পনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
হৃদয়ের কথা : সোনেলা ব্লগ ও আমি, (শুভ জন্মদিন সোনেলা ব্লগ)
মারজানা ফেরদৌস রুবাঃ অষ্টম বছরে সোনেলা!
মাছুম হাবিবীঃ আই লাভ সোনেলা
৪৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
🇧🇩শুভেচ্ছা সোনেলাকে জন্মদিনের। ❤🇧🇩💙💚💜💟
ব্লগ সঞ্চালক
আপনাকেও শুভেচ্ছা সোনেলার অষ্টম বছরের পদার্পণে।
মোঃ মজিবর রহমান
সকলেই শুভেচ্ছায় মাতামাতি করি। সোনেলা ভাল থাকুক।
মনির হোসেন মমি
শুভেচ্ছা
শুভ জন্মদিন🌷🌷
ব্লগ সঞ্চালক
সোনেলার জন্মদিনের সোনালী শুভেচ্ছা 🌺🌺 নিন।
সাবিনা ইয়াসমিন
জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সোনেলা ব্লগ ❤❤
সকলের ভালোবাসায় বেঁচে থাকুক, উচ্ছল-আনন্দে ভরে থাকুক আমাদের সোনেলা ব্লগ পরিবার 🌺🌺🌺🌺🌺
ব্লগ সঞ্চালক
আপনি সহ সবাই সোনেলাকে হাত ধরে এতটা পথ নিয়ে এসেছেন, সোনেলার উঠোন সোনালী করে রাখছেন।
সোনেলার অষ্টম বছরে পদার্পণে সোনালী শুভেচ্ছা শুভেচ্ছা 🌺🌺
বন্যা লিপি
ব্লগের পরিবেশ দেখে এখানেই থেকে যেতে ইচ্ছে করছে।জন্মদিনের অজস্র শুভেচ্ছা অভিনন্দন। সোনেলা সফলতার শীর্ষে অবস্থানে এগিয়ে যাক। সকল সোনালী সৈনিক নিয়ে।
ব্লগ সঞ্চালক
আপনি সহ সকলের চেষ্টায়ই সোনেলা এই পর্যায়ে পৌছাতে সক্ষম হয়েছে। সোনেলার জন্মদিনের সোনালী শুভেচ্ছা 🌺🌺
ছাইরাছ হেলাল
এমন ক্ষণে সোনেলার সাথে থাকতে পেরে আনন্দ-ধন্য হচ্ছি।
অব্যাহত থাকুক এ আনন্দ-ধারা সর্বাগ্রে এ কামনা করি প্রাণে-মনে।
ব্লগ সঞ্চালক
সোনেলার সবার পক্ষ থেকে আপনাকেও সোনালী শুভেচ্ছা 🌺🌺
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন সোনেলা।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
ব্লগ সঞ্চালক
সোনেলার পক্ষ থেকে আপনাকেও সোনালী শুভেচ্ছা 🌺🌺
ইঞ্জা
সোনেলার জন্মদিনে সোনেলা ব্লগ পরিবার, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও শুভকামনা।
LOVE YOU SONELA. ❤❤❤❤❤❤❤
ব্লগ সঞ্চালক
আপনাকেও সোনেলার জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা 🌺🌺
ইঞ্জা
ধন্যবাদ। 😍
তৌহিদ
সোনেলার জন্মদিনে আমাদের পরিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এমন দিনে পাশে থাকতে পেরে সত্যি আনন্দিত। 💜
ব্লগ সঞ্চালক
সোনেলাও আনন্দিত সবার পোষ্ট এবং শুভেচ্ছা দেখে। শুভেচ্ছা 🌺🌺 আপনাকেও।
নিতাই বাবু
সোনেলার জন্মদিনে সোনালি উঠোনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
ব্লগ সঞ্চালক
আপনাকেও সোনেলার জন্মদিনের শুভেচ্ছা 🌺🌺
রেহানা বীথি
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সোনেলা এবং তার পরিবারের সকলকে।
ব্লগ সঞ্চালক
আপনাকেও সোনেলা পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা 🌺🌺
শবনম মোস্তারী
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 🌹🌹
সোনেলার পথপলা হোক অনন্তকাল।
ব্লগ সঞ্চালক
সোনেলার জন্মদিনে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা 🌺🌺
মাছুম হাবিবী
আমার পরীক্ষা খুব ব্যস্ত সময় পার করছি। তাই প্রিয় ব্লগ সোনেলাকে নিয়ে কিছু লিখতে পারলাম নাহ। ক্ষমা করবেন প্লীজ। শুভ জন্মদিন সোনেলা
আ ই লা ভ সোনেলা
ব্লগ সঞ্চালক
পরীক্ষার পরে ব্যস্ততা কমলে লিখবেন, এই মাসেই বা জন্মদিনের দিনই লিখতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই।
সোনেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা 🌺🌺
রেজওয়ান
😍অফুরন্ত ভালবাসা সোনেলার জন্য❤
ব্লগ সঞ্চালক
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা 🌺🌺
রেজওয়ান
সোনেলা চলুক আপন শক্তিতে❤ব্লগার ভাই/আপুদের জন্য শুভকামনা😇
হৃদয়ের কথা
শুভ হোক সোনেলার জন্মদিন। সবাইকে শুভেচ্ছা।
ব্লগ সঞ্চালক
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা 🌺🌺
জিসান শা ইকরাম
সোনেলার সকল ব্লগার লেখক, পাঠক, শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী, ব্লগ পরিচালক, মডারেটর, ডেভলপার, গ্রুপ এডমিন, উপদেষ্টা সহ সবাইকে সোনেলা ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
মাস জুড়েই সোনেলাকে নিয়ে লেখা যাবে? নাকি সমস্ত বছরই লেখা যাবে?
মনির হোসেন মমি
লেখা চলুক অনবরত দিন ক্ষণ মাস বছর বলে কিছুই নেই তবে যদি বাছাইকৃত লেখা নিয়ে কিছু আয়োজনের চিন্তা থাকে তবে এ মাসটিই আমি মনে করি যথেষ্ট সময়।
ব্লগ সঞ্চালক
সোনেলা নিয়ে সারা বছরই লেখা যাবে, অষ্টম বছরে পদার্পন করেছি আমরা। লিখতে থাকুন আরো।
শুভেচ্ছা 🌺🌺
ব্লগ সঞ্চালক
সারা বছরই লিখতে পারেন যে কোনো ব্লগার, শুভেচ্ছা 🌺🌺
মনির হোসেন মমি
চমৎকার সংযোজন। ধন্যবাদ।
ব্লগ সঞ্চালক
আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা 🌺🌺
তৌহিদ
লেখাগুলি একপোষ্টে সংযোজন করা খুবই চমকপ্রদ হয়েছে। ব্লগ সঞ্চালকের ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। ☺☺
ইয়ে মানে বলছিলাম কি, সোনেলার জন্মদিনের কেক কাটা নিয়ে যে হইহই রইরই কান্ড হলো সেটি নিয়ে একটি রম্য লিখেছেন সোনেলার একজন নগন্য লেখক। সেটি কি এখানে স্থান পাবে? দয়া করে তাকেও একটু জায়গা দিয়েন কেমন?
ব্লগ সঞ্চালক
পোস্ট সংযোজন করা হয়েছে। শুভেচ্ছা 🌺🌺
তৌহিদ
ধন্যবাদ জানবেন।🌹
আরজু মুক্তা
সকল ব্লগারকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ব্লগ সঞ্চালক
আপনাকেও সোনেলার পক্ষ থেকে শুভেচ্ছা 🌺🌺
দালান জাহান
সোনেলা বেঁচে থাকুক পাঠকের হৃদয়ে হৃদয়ে।
অনেক অনেক শুভকামনা
ব্লগ সঞ্চালক
সোনেলা ব্লগের পক্ষ হতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনি লিখছেন এখানে- সোনেলা সমৃদ্ধ হচ্ছে আপনার লেখায়।
চাটিগাঁ থেকে বাহার
যেখানে বাংলা ব্লগ সাইট একে একে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে সোনেলার গৌরবের সাথে টিকে থাকা অত্যন্ত গর্বের বিষয় বলে আমি মনে করি।
স্যালুট জানাই নিবেদিত প্রাণ মডারেটর টিম ও কলাকৌশলীদের।
শুভেচ্ছা সকল ব্লগার ভাই ও বোনদের।
ব্লগ সঞ্চালক
আপনাদের আস্থা এবং ভালোবাসা সোনেলার প্রাণ। একারনেই সবার হৃদয়ে স্থান পেয়েছে সোনেলা।
ব্লগ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাকে।
শাহরিন
সবাইকে শুভেচ্ছা। লিংক দেয়ার আইডিয়াটি খুবই ভালো হয়েছে।
ব্লগ সঞ্চালক
আপনাকেও সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
লিংক দেয়ার আইডিয়াটি আপনার দাদা এবং বোনের 🙂