গত ২৩শে সেপ্টেম্বর ‘সোনেলা ব্লগ’ অষ্টম বছরে পদার্পণ করেছে।
আর সোনেলা ব্লগে আমার জন্ম প্রায় পাঁচবছর আগে অর্থাৎ আমার বয়স এখন চারবছর নয়মাস চব্বিশ দিন।
জন্মলগ্নে সোনেলার উঠুনে লেখতে বসে খুঁজে পেয়েছিলাম একঝাঁক নবীন প্রবীণ লিখিয়েদের। ভালো লাগতো সোনেলার সে উঠুন আড্ডা। মনে হতো সবাই মিলেই বাড়ির আঙিনায় আড্ডা বসিয়েছি।
সময়ের অভাবে মাঝখানে অনেকদিন বসা হয়নি তেমন। কম বেশি লিখি এখনও। বলা যায়, সোনেলার উঠুনে বসে লেখতে লেখতেই একসময় লেখাটা নেশা হয়ে উঠেছিলো।
আমার বেশিরভাগ লেখাই সমসাময়িক বিষয়বস্তু নিয়ে।
আজ ঢুঁ মেরেই দেখলাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেশ একটা হৈ-হুলুস্থুল হয়ে গেলো। ইতোমধ্যে সাত ছাড়িয়ে গেছে।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী সোনেলা ব্লগ। ব্লগের সবাইকে শুভেচ্ছা।
হ্যাপি ব্লগিং…

৭৩৭জন ৬১৩জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ