গত ২৩শে সেপ্টেম্বর ‘সোনেলা ব্লগ’ অষ্টম বছরে পদার্পণ করেছে।
আর সোনেলা ব্লগে আমার জন্ম প্রায় পাঁচবছর আগে অর্থাৎ আমার বয়স এখন চারবছর নয়মাস চব্বিশ দিন।
জন্মলগ্নে সোনেলার উঠুনে লেখতে বসে খুঁজে পেয়েছিলাম একঝাঁক নবীন প্রবীণ লিখিয়েদের। ভালো লাগতো সোনেলার সে উঠুন আড্ডা। মনে হতো সবাই মিলেই বাড়ির আঙিনায় আড্ডা বসিয়েছি।
সময়ের অভাবে মাঝখানে অনেকদিন বসা হয়নি তেমন। কম বেশি লিখি এখনও। বলা যায়, সোনেলার উঠুনে বসে লেখতে লেখতেই একসময় লেখাটা নেশা হয়ে উঠেছিলো।
আমার বেশিরভাগ লেখাই সমসাময়িক বিষয়বস্তু নিয়ে।
আজ ঢুঁ মেরেই দেখলাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেশ একটা হৈ-হুলুস্থুল হয়ে গেলো। ইতোমধ্যে সাত ছাড়িয়ে গেছে।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী সোনেলা ব্লগ। ব্লগের সবাইকে শুভেচ্ছা।
হ্যাপি ব্লগিং…
২৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আপনার এই লেখাতে অনেক খুশি হলাম আপু। শুভ ব্লগিং। ভাল থাকুন।
মারজানা ফেরদৌস রুবা
শুভ ব্লগিং মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি শ্রদ্ধা রইল।
ইঞ্জা
আপনাকেও সোনেলা শুভেচ্ছা আপু।
মারজানা ফেরদৌস রুবা
শুভেচ্ছা আপনাকেও
ইঞ্জা
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
প্রায় পাঁচ বছর হয়ে গেলো আপনার সোনেলার ব্লগ জীবন,
মনেই হয়না এতদিন ধরে আছেন এখানে।
সোনেলার অষ্টম বছরে পদার্পণে শুভেচ্ছা আপনাকে।
আপনার সমসাময়িক লেখাগুলো সোনেলাকে সমৃদ্ধ করেছে।
শুভকামনা।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ। শুভেচ্ছা জিসানভাই।
মনির হোসেন মমি
জি আপু শুভ কামনা রইল আপনার জন্য।
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা।
তৌহিদ
আপনাকেও সোনালি শুভেচ্ছা রইলো। আপনার সমসাময়িক কিছু লেখা পড়েছি, অনেক ভালো লেখেন আপনি।
আশাকরি নিয়মিত আপনাকে পাবো সোনেলায়।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ অনেক।
মোহাম্মদ দিদার
বেশ গুছিয়ে লিখেছন।
ভালো লাগলো।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
নিতাই বাবু
সোনেলা অষ্টম বছরে পদার্পণ, ব্লগ-সহ ব্লগের সবার জন্য শুভকামনা। জয় হোক সোনেলা পরিবারের সকলের।
মারজানা ফেরদৌস রুবা
শুভ ব্লগিং!
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক শুভ কামনা আর শুভেচ্ছা জানাই আপু। সোনেলার জয়যাত্রা নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে চলুক এটাই আমাদের সবার প্রত্যাশা।
শুভ হোক হ্যাপি ব্লগিং 🌹🌹
মারজানা ফেরদৌস রুবা
শুভ ব্লগিং
চাটিগাঁ থেকে বাহার
আমার ব্লগিং জীবন ১২/১৩ বছর তো হবেই। তবে সোনেলাতে আমার ৩ বছর ১ মাস ২৭ দিন।
আপনার জন্য শুভ কামনা।
অব্যাহত থাকুক হৃদি ব্লগিং…
মারজানা ফেরদৌস রুবা
বাহ! হ্যাঁ, অব্যাহত থাকুক।
শাহরিন
শুন জন্মদিন সোনেলা। সকল ব্লগারদেরও অভিনন্দন।
মারজানা ফেরদৌস রুবা
শুভেচ্ছা!
আরজু মুক্তা
শুভ ব্লগিং
মারজানা ফেরদৌস রুবা
শুভেচ্ছা।
ফয়জুল মহী
জয়তু সোনেলা । ভালোবাসা অবিরাম ।