সুতো

জিসান শা ইকরাম ৯ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ১২:৩১:০৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

কতটা দূরে আমায় নিয়ে যাবে ?
যতটা দূরে  যেতে চাই আমি
সমস্ত অলিগলি ছুঁয়ে ?

গভীর থেকে গভীরতম ভালবাসার
অতল ছুঁয়ে ,
উন্মত্ত হয়ে নিঃশেষ হতে চাই ছায়াপথে ।

বাঁধা পড়েই বাঁধতে চাই
নিরন্তর নিজেকেই ;
বিনি-সুতোয় ।

উৎসর্গ সবচেয়ে প্রিয় বন্ধু ছাইরাছ হেলাল কে , যে আমাকে বুঝে, যাকে আমি বুঝি ।

সোনেলায় অকবিতা নামে কোন বিভাগ নেই , তাই বাধ্য হয়ে কবিতা বিভাগে প্রকাশ করা হলো ।

৬৫৪জন ৬৫৪জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ