আজ বন্ধু দিবস । এই দিবসে আমার সমস্ত বন্ধু , সোনেলার সমস্ত ব্লগার, পাঠক, শুভাকাংখি এবং ব্লগটিমের সবাইকে আওন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেন সবাই বন্ধু হয়ে থাকি সবার। জয়তু বন্ধুতা (3
বন্ধু দিবসে আমার প্রিয় কিছু গানের লিংক নিয়ে এসেছি আপনাদের সামনে।
প্রিয় গানের শুরুতেই চন্দ্রবিন্দুর বন্ধু তোমার গানটি শুনুন।
ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।
* যেদিন বন্ধু চলে যাবো ….. মনে রেখো শুধু একজনই ছিলো …… ভালোবাসতো শুধুই তোমাদের ।
জেমসের এই গানটি আমার অত্যন্ত প্রিয়
* বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও ……. হেমন্তের এই গান ভাবায় আমাকে খুব
* বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে …….. কৃষ্ণকলির এই গানটি কার ভালো লাগেনা ?
* এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা ……….. শায়ন এর এই অসাধারন গানটি ভালো লাগবে সবার আশাকরি
* আরে আইল না …… আমার বন্ধু কেনো আইল না …… ইন্ডিয়ান ওসেন এর ভিন্ন ধরনের এই গানটিও ভালো লাগবে আপনাদের
* একলা ঘড় ধুলো জমা গিটার …… বন্ধু তোকে মিস করছি ভীষণ…….পার্থর গান
* কেনো পিরিতি বারাইলারে বন্ধু ……….. হাবিবের কন্ঠে শাহ আবদুল করিমের গান
বন্ধুকে নিয়ে এত বেশী গান যে কোনটা রেখে কোনটা দেই হিসেব করা যায়না। কমেন্টে কেউ যদি প্রিয় গান লিখে দেন, তবে তা পোষ্টে এনে দেবো।
ব্লগার্স চয়েজ:
শুন্য শুন্যালয় আপুর পছন্দের দুটো গান –
যত দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে… কবির সুমনের গাওয়া গানটি আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে
৬১টি মন্তব্য
স্বপ্ন
কয়েকটি গান এই প্রথম শুনলাম। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, আরে আইল না …… আমার বন্ধু কেনো আইল না ……প্রথম শুনলাম। আপনাকে ধন্যবাদ আপু । শুভেচ্ছা বন্ধু দিবসের।
লীলাবতী
আপনাকেও শুভেচ্ছা স্বপ্ন ভাইয়া ।
আগুন রঙের শিমুল
আপনাকেও শুভেচ্ছা 🙂
লীলাবতী
শুভেচ্ছা শিমুল ভাইয়া। বিশেষন আজ দিলাম না :p
শুন্য শুন্যালয়
বাহ চমৎকার সব গানগুলো মনে করিয়ে দিলেন।
যত দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে…
হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি…..
সুমনের এদুটো আমার পছন্দের খুব. সুযোগ পেয়েই বলে ফেললাম 🙂
শুভ বন্ধু দিবস লীলাবতী দি আর এতো সুন্দর গানগুলোর জন্য অন্য ধন্যবাদ।
লীলাবতী
শুভেচ্ছা আপু। আপনার পছন্দের গান দুটো পোষ্টে দিয়ে দিলাম। ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
এত্তো গুলো ধন্যবাদ ঢঙ্গি লীলাবতী দি… আমি বলিনাই ( আপনি বলছেন কে যেন বলছে) 🙂
লীলাবতী
আপনি যে বলেননি তার কোন প্রমান আমি পাইনি আপুনি :p
বনলতা সেন
এত্ত এত্ত গান কোনটা রেখে কোনটা শুনি তাই ভাবনা , প্রথম থেকেই শুরু করলাম , সব শুনব ।
এগুলোই আজকে চলবে । অবশ্যই শুভেচ্ছা আপনি সহ সবাইকে এই বন্ধু দিবসে ।
লীলাবতী
ব্লগার্স চয়েজে আরো গান আসবে আপু 🙂 শুভেচ্ছা আপনাকেও।
শুন্য শুন্যালয়
কেনো পিরিতি বারাইলারে বন্ধু গানটা অনেক বার শুনেছি, ভিডিওটা আজ প্রথম দেখলাম। অসাধারন করেছে। থাংকু লীলাবতী বতী দি 🙂
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ আপু।
পুষ্পবতী
আপনার প্রতিও রইলো বন্ধু দিবসের শুভেচ্ছা।
লীলাবতী
শুভেচ্ছা আপু।
ছাইরাছ হেলাল
পার্থর গানটি অসম্ভব প্রিয় একটি গান আমার । শুনছি এখন ।
গান নির্বাচনে আপনাকে বেশ পটু মনে হচ্ছে । অবশ্য এই দিনে এমন গান ই শোনা উচিৎ ।
আপনাকেও শুভেচ্ছা অনেক ।
লীলাবতী
পার্থর গানটি আমারও খুব প্রিয়। ইন্ডিয়ান ওসেনের গানটি শুনুন ভাইয়া। ভাবছি ইন্ডিয়ান ওসেন নিয়ে একটি আলাদা পোষ্ট দেবো। অনেকেই এদের সম্পর্কে জানে না । শুভেচ্ছা ভাইয়া।
ছাইরাছ হেলাল
হ্যাঁ ,ওদের গান নিয়ে আপনি একটি লেখা দিতেই পারেন ।
শুনলাম , গানগুলো বেশ বড় বড় ।
মা মাটি দেশ
শুভেচ্ছা এবং ধন্যবাদ -{@
লীলাবতী
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া ।
শুন্য শুন্যালয়
সবার পছন্দের গান নিয়ে যখন এই পোস্ট, বন্ধু দিবসের জন্য পোস্ট টিকে স্টিকি করলে কেমন হয়?
লীলাবতী
সেটা বলতে পারে মডুরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর আমরা নিতে পারি ? 🙂
শুন্য শুন্যালয়
মটুড়া আই মিন মডুরা কেউ কি আছে? থাকলে একটু নজর আর আওয়াজ দিন… কিছু বলতেছি আমরা।।
লীলাবতী
আপু আপনিও নাকি মডু ? আকাশে বাতাসে কেমন একটি আওয়াজ পাচ্ছি :p
ছাইরাছ হেলাল
মডু মডু ডাক পারি , মডু থাকে কার বাড়ী ?
প্রজন্ম ৭১
শুন্য আপু মডু নাকি ? এখন থেকে মডু আপু ডাকা শুরু করি তাহলে ? 🙂
কেমন জানি ভয় ভয় করছে 🙁
ষ্টিকি করা হোক ।
জিসান শা ইকরাম
যাক এতদিনে পরে একটু মডু মডু বাতাস পেলাম। আমি কত খুজেছি একজন মডুকে। শুন্য আপু যদি মডু হয়েই থাকেন, একটু নজর রাইখ্যেন আমার উপর। ব্যান ট্যান কইর্যেন না আবার।
শুন্য শুন্যালয়
বিপদের গন্ধ নাকি আগেভাগেই টের পাওয়া যায়, আমি ক্যান পাইলাম না 🙁 কেউ আমারে উদ্ধার করেন। বনলতা দি বলছে মডুর মাথায় শিং থাকে, চোখ থাকে তিনটা। আমার এইগুলা কিছুই নাই। তাই চিন্তা ন কইরেন 🙂
শুন্য শুন্যালয়
এখানে ব্লগ সঞ্চালক নামে একটা আইডি আছে, আমার মনেহয় উনিই মডু, তার বাড়ি কোনে আমি জানিনা @ছাইরাছ ভাইয়া 🙂
লীলাবতী
মডু বিষয়ক কিছু আলাপ আলোচনা শুনে এই সিদ্ধান্তে উপনিত হলাম যে, শুন্য আপু মডু হলেও হতে পারেন।
সাইদুর রহমান সিদ্দিক
খুব সুন্দর কালেকশন করেছেন….ভাল লাগল। ধন্যবাদ
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া ।
সিনথিয়া খোন্দকার
ভাল লাগল। ব্লগার্স চয়েসে “একাত্তরের প্রজন্ম” এর পছন্দের গানটা বেশি ভাল্লাগছে :p
প্রজন্ম ৭১
আপনিই বুঝলেন এটি আপু :p লীলাবতীদি গানটি দিতেই চাচ্ছিলেন না 🙂 এখন তো প্রমান হলো গানটির চাহিদা আছে ।
সাইদুর রহমান সিদ্দিক
খুব সুন্দর কালেকশন করেছেন….ভাল লাগল। ধন্যবাদ। আর
লীলাবতী
🙂
প্রজন্ম ৭১
ধন্যবাদ এমন পোষ্টের জন্য। আমার পছন্দের গানটিও দেখা যাচ্ছে :p , শুভেচ্ছা লীলাবতী দি -{@
লীলাবতী
শুভেচ্ছা আপনাকেও -{@
আদিব আদ্নান
সব্বাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা । আমার অনেকগুলো পছন্দের গান দেখতে পাচ্ছি ।
শুব আস্তে ধীরে ।
স্টিকি করলে ভালই হয় ।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া , শুভেচ্ছা -{@
আদিব আদ্নান
লেখাটি দেখছি সত্যিই স্টিকি হয়ে গেল দেখছি । যাক মডুরা আছেন শ্যেন ! দৃষ্টি নিয়ে ।
লীলাবতী
🙂 🙂
বনলতা সেন
লেখাটি স্টিকি হয়েছে দেখে ভালো লাগল । সঠিক জায়গায়ই বেছে নিয়েছেন ।
লীলাবতী
:p
জিসান শা ইকরাম
গুড কালেকশন। বন্ধু দিবসের জন্য উপযোগী পোষ্ট। ইন্ডিয়ান ওসেনের গান এই প্রথম শুনলাম। ভবিষ্যতের পোষ্টের অপেক্ষায় আছি।
ষ্টিকি হয়েছে দেখে ভালো লাগলো।
লীলাবতী
দেবো ভাইয়া ।
স্বপ্ন নীলা
এত সুন্দর একটি পোস্ট !! এত্ত সুন্দর কালেকশন !!! আর আমি দেখেই নি !!! হায়রে কাজ !!
যাইহোক পরে হলেও দেখলাম — গানগুলো নিরিবিলি পরিবেশে শুনতে হবে —-
শুভকামনা রইল
লীলাবতী
শুনে দেখবেন আপু। ইন্ডিয়ান ওসেনের গানটি কিছুটা ডিফারেন্ট মনে হবে আশাকরি। আপনার জন্যও শুভ কামনা ।
শরিফুল ইসলাম শরীফ
আমার পছন্দের গানটি কি পোস্টে সেট কইরা দেওয়া যাবে কি আপু?
গানটি বাউল শাহ আবদুল করিমের,
“আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা”!
লীলাবতী
গানটি খুবই সুন্দর । হিন্দু মুসলমান সম্প্রীতির উপরে গাওয়া সেরা গানের মাঝে এই গানটি একটি। তবে আমার পোষ্ট শুধু বন্ধু বিষয়ক গানের । আপনার পছন্দের গানটি ভবিষ্যতে কোন পোষ্টে দেবো আশাকরি। শুভেচ্ছা আপনাকে।
অলিভার
চমৎকার পোষ্ট!
:THANK-YOU:
আপু
লীলাবতী
:THANK-YOU: ভাইয়া ।
শিশির কনা
পড়াশুনার চাপে সময় দিতে পারছিনা ব্লগে। মিস করি সোনেলাকে। বন্ধুকে নিয়ে এত গুলো গানের পোষ্ট এ +++++ । কয়েকটা গান আগে শুনিনি। ধন্যবাদ আপু।
লীলাবতী
ভালো মত পড়াশুনা করুন। সময় পেলে ব্লগ। আপনাকেও মিস করি ।
নীলাঞ্জনা নীলা
বন্ধু দিবসের চমৎকার পোষ্ট। গানগুলো শুনবো এখন ।
লীলাবতী
শুনেছেন আশাকরি। অহম আর তিরির অপেক্ষা করছি নীলাদি 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
প্রিয় সব গানের কালেকশন। ধন্যবাদ লীলাবতী। তবে ইন্ডিয়ান ওসেনের গানটা শুনিনি। শুভেচ্ছা -{@
লীলাবতী
ইন্ডিয়ান ওসেনের গানটা কিছুটা ভিন্ন, একটি পোষ্ট দেবো ভবিষ্যতে এদের গান নিয়ে ।
শিশির কনা
গান দিতে হবে,আগামী কাল দেবো 🙂
লীলাবতী
পড়াশুনার চাপ কি একটু কমেছে?
খেয়ালী মেয়ে
অনেকগুলো প্রিয় গান পেয়ে গেলাম একসাথে….
লীলাবতী আপু অনেক থ্যাঙ্কু তোমারে -{@
লীলাবতী
গান পেলেন,কিন্তু কিছু গান দিবেন না এখানে?তোমাকেও এত্তগুলান শুভেচ্ছা পরী আপু -{@