এ পৃথিবীতে যে আসবো সেটা কখনো কল্পনা করিনি,আসতে হবে সেটাও ভাবিনি!তবে কোথথেকে যে এসেছি সেটা জানি না,শুধু শুনেছি মায়ের পেট থেকে এসেছি,তবে কীভাবে মায়ের পেটে ছিলাম,সেটা জানিনা৷শুধু অবাক হই কে পাঠিয়েছে মায়ের পেটের ভিতর!কীভাবে ছিলাম ওখানে?ঐ অল্প জায়গায়,ভেবে শুধু হাঁফিয়ে উঠি৷পেটের ভিতর কীভাবে থাকতাম সেটা জানিনা,তবে কিছু ধর্ম এবং বিজ্ঞান এ বিষয়ে কিছুটা বলেছে,সেটা কিছুটা [
বিস্তারিত ]