মানুষ! সৃষ্টির সেরা জীব৷ এদের উপর শ্রেষ্ঠ এমন কোন জীব পৃথিবীতে সৃষ্টি হয়নি! তবে,মানুষ শ্রেষ্ঠ হয়েছে হয়তো এই কয়টি জিনিসের জন্য (১) জ্ঞান,(২) বুদ্ধি এবং (৩) বিবেক৷
তা না হলে এ মানুষের সেরা তো দূরে থাক,একটা ইতর প্রাণীর সমতুল্য হওয়ারও যোগ্য ছিল কিনা সন্দেহ৷
আজ আমরা মানবজাতি জ্ঞান,বুদ্ধি,বিবেকের জোরে অন্য সব প্রাণীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছি৷ এগুলো যদি অন্য প্রাণীর মধ্যে থাকতো,তাহলে হাতি আর আমাদের পিঠের পরে নিয়ে ঘুরতো না,পায়ের তলায় ফেলে পিষ্ট করতো৷
কি কারণে?
সেটা হয়তো আর বলা লাগে না,যদি আপনি মানুষ হন,তাহলে কারণ টা হয়তো বুঝে গেছেন৷
মহান সৃষ্টিকর্তা আজ আমাদের এতো মর্যাদা,এতো সম্মান দিয়েছে,এতো কিছু দিয়েছে…যা বলে শেষ করা যাবে না৷
তারপরেও,আমরা এক শ্রেণীর মানুষ তার সাথে শিরকী,কুফরি,মুনাফিকী,নাফরমানী করি৷
বড় আশ্চর্যের বিষয়! অল্প হায়াত পেয়েও আমাদের লোভ কমে না,অথচ মৃত্যু অবশ্যম্ভাবী,জন্মালে মরতে হবেই হবে,তবুও তা জেনেও আজ পৃথিবীতে গর্ব,অহংকার,মারামারি,কাটাকাটি,যুদ্ধ-বিগ্রহ,লোভ-লালসা প্রভৃতি বেশি করি৷
বড়ই দুঃখের বিষয়!
হায়রে আশরাফুল মাখলুকাত! মরার পরে সব হারাবি,তবুও তোর কেন এতো বাহাদুরি? জানতে চাই!!!
১২টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
নিজের মাঝেই লুকিয়ে আছে সব প্রশ্নের জবাব
স্বাধীন নবাব
তা হয়তো থাকতে পারে,কিন্তু আমরা সেটা অনুধাবন করতে চাই না!@ দর্স্যু ভাই
ব্লগার সজীব
হুম,ঠিক বলেছেন।
স্বাধীন নবাব
মন্তব্যের জন্য ধন্যবাদ!@ সজীব ভাই
লীলাবতী
কেউ এসব বোঝে না ভাইয়া।
প্রহেলিকা
ঠিক বলেছেন
স্বাধীন নবাব
ঠিক বলেছেন আপু!আসলেই কেউ এটা বুঝতে চাই না!@ লীলাবতী আপু
অ:ট: ধন্যবাদ!@ প্রহেলিকা
স্বপ্ন নীলা
সুন্দর পোস্ট — হুমমম চোর না শোনে ধর্মের কাহিনী
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর পোষ্ট
তবে ডিজিটাল যুগে বেমানান। -{@
স্বাধীন নবাব
কেন বেমানান?@মনির ভাই
স্বাধীন নবাব
মন্তব্যের জন্য ধন্যবাদ@স্বপ্ন নীলা আপু
জিসান শা ইকরাম
মানুষের মত দেখতে,কিন্তু ব্যবহারে জানোয়ার-
এমন লোকের অভাব নেই দেশে।
ভালো পোষ্ট।