শিশির পরে টুপটাপ…
কান পাতো চুপচাপ,
মনের ঘরে কেউ,
আসবে দেখো ধুপধাপ…
শিশির কণায় বন্দী হলে,
ফুলও নাচে পাখনা মেলে…
হলুদ ফুল আর শিশির কনা…
তোর ছোঁয়ায় আধোবলা কথা পায় পূর্ণতা …
পাতার গলায় শিশির হার,
সাজসজ্জায় তারও জুড়ি মেলা ভার…
গোলাপ শিশিরের যুগলবন্দী …
৯১২জন
৯১২জন
২০টি মন্তব্য
খসড়া
যখন সে হিরার মত জ্বলে——
শুন্য শুন্যালয়
হুম… -{@
মা মাটি দেশ
ফুলে ফুলে রোমান্টিকতা।সুন্দর।
শুন্য শুন্যালয়
ফুলে শিশিরে রোমান্টিকতা 🙂 … ধন্যবাদ ভাইয়া -{@
ছাইরাছ হেলাল
কথা আর ছবির সুন্দর মেলবন্ধন ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ছাইরাছ ভাইয়া… আপনি অনেক আলসে, শুধু মন্তব্যে কাজ হবেনা… লেখা চাই… 🙂
লীলাবতী
ওয়াও ওয়াও ওয়াও , অনেক অনেক সুন্দর -{@
শুন্য শুন্যালয়
ওয়াও, এতো সুন্দর মন্তব্য… -{@
এই মেঘ এই রোদ্দুর
ওয়াও ওয়াও
দারুন লাগল পোষ্টটি
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপু… -{@
জিসান শা ইকরাম
মুগ্ধ হয়ে গেলাম
ছবি
এবং ক্যাপশনে -{@ (y)
শুন্য শুন্যালয়
সত্যি তো ? তাইলে আবার দেবো :p
স্বপ্ন
অনেক ভালো লেগেছে আপু ।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ ভাইয়া… 🙂 -{@
বনলতা সেন
ছবি গুলো ছবির মতন একদম ।
শুন্য শুন্যালয়
একদম বনলতা আপুর মতো মন্তব্য 🙂
নীহারিকা
এত্ত সুন্দর সব ছবি!! মুগ্ধ হয়ে দেখলাম। আরো বেশী বেশী এমন ছবি চাই।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপু… দেবো আশা রাখছি… আরোও বেশি বেশি এমন মন্তব্য চাই ।
শিশির কনা
আমাকে নিয়ে পোস্ট দেয়া হলো , আর আমিই জানিনা ? :p খুব সুন্দর পোস্ট (y)
শুন্য শুন্যালয়
হুম এটা আপনার জন্যই …নিয়মিত না হবার জন্য শাস্তি স্বরুপ জানাইনি …ভালো লেগেছে বলে অনেক ধন্যবাদ 🙂