
হলুদ খামে মোড়ান ভালোবাসা ♥♥♥
রিনিঝিনি নূপুরের ঝংকার পায়
লজ্জাবনত দেহে সে যে হেঁটে যায়
হাতের কাঁকন বাজে রুম ঝুমঝুম
ঢুলুঢুলু দৃষ্টিতে লেগে আছে ঘুম।।
মাঝে মাঝে চোখ তুলে ফিরে সে তাকায়
সে যে মোনালিসা তার তুলনা যে নাই
রূপের মাধুরী ঝরে পড়ে সারা গায়
শিহরণ জাগে দেখে শিরায় শিরায়।।
অপূর্ব; অপরূপ মায়াবী সে মুখ
দেখেই জুড়ায় প্রাণ, জুড়ায় দু চোখ
এলোমেলো ভাবনারা দোলা দেয় প্রাণে
প্রেমের আবেশ বুঝি উঁকি মারে মনে।।
সে যে মোনালিসা তার ভীরু ভীরু পায়
চলার ছন্দে আমি নিজেকে হারাই
মেঘ কালো কেশ তার দীঘল বরণ
হাসলে সে প্রাণ পাই বিষাদে মরণ।।
ঠোঁট দুটো যেন তার সদ্য ফোঁটা ফুল
মন চায় বারেবারে করি কিছু ভুল
তবুও থাকি যে তার খুব কাছাকাছি
বলতে ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি।।
তুমি যে শ্রেষ্ঠ সৃষ্টি পরম বিধাতার
তোমার তুলনা তুমি নাাই কিছু আর
আমার হৃদয় রাজ্যে প্রিয়া তোমার সিংহাসন
যখনই চাইবে এসো তোমার ঐ উড়ালপঙ্খী মন।।
৪৫টি মন্তব্য
এস.জেড বাবু
ঠোঁট দুটো যেন তার সদ্য ফোঁটা ফুল
মন চায় বারেবারে করি কিছু ভুল
“মোনালিসা”
অসাধারণ রোমান্টিক সৃষ্টি ।
অনন্য অর্ণব
অনেক ভালোলাগা ভাই। সোনালী পরিবারে এটাই আমার প্রথম লেখা, আর আপনিই প্রথম মন্তব্য করেছেন। বন্ধু চিরন্তন ❤️
এস.জেড বাবু
প্রথম লিখায় প্রথম কমেন্ট
আসলেই সৌভাগ্য আমার-
অনেক সুন্দর লিখেন আপনি। অনেকদুর এগিয়ে যাবেন এই প্রত্যাশা রইলো।
সুরাইয়া পারভিন
প্রেমিক কবি তাঁর প্রেয়সীকে শব্দে ছন্দে উপমায় সাজিয়ে গুছিয়ে করে তুলেছেন মোনালিসা । শুধু এতেই ক্ষান্ত না থেকে
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টির সৌন্দর্যে বিমোহিত হয়ে ভুল করতে প্রস্তুত হয়েছে,,,😱😱
সত্যিই অসাধারণ কবিতা পাঠে মুগ্ধতা অনিমেষ
অনন্য অর্ণব
ভালোবাসা গুলো এমনই হয়। জীবনে চলার পথে কখন কোন মোহনায় গিয়ে মানুষ তার প্রিয়জনের সান্নিধ্যে আসে সে তো আর কারো জানা থাকে না। হয়তো সে বহমান স্রোতে দুজন একসাথেই ভেসে যায়, নতুবা অন্য কোন মোহনায় অন্য কোন মুক্তোর দ্বীপের উদ্দেশ্যে আবার পাড়ি জমায়।
অনেক অনেক শুভকামনা প্রিয় ❤️
রেহানা বীথি
বাহ্, ছন্দে ছন্দে প্রেয়সীর রূপ বিবরণ বেশ লাগলো।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। সোনেলা পরিবারের অনবদ্য প্রাণের স্রোতে আমি এক ক্ষুদ্র জলকণা মাত্র। অনেক অনেক অনেক শুভকামনা রইলো ❤️
সাবিনা ইয়াসমিন
যে ভালোবাসে, তার চোখে তার প্রিয়তমাকে এভাবে দেখে। প্রকাশিত করে চোখের মুগ্ধতা।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম অনন্য।
যত ইচ্ছে লিখুন, পড়ুন অন্যদেরও। বন্ধুত্ব গড়ে তুলুন, বন্ধুত্বকে উপভোগ করুন।
* শিরোনামের পর লেখার অংশে আর নাম, শিরোনাম দেয়া লাগে না। এতে লেখার সৌন্দর্য নস্ট হয়।
* চব্বিশ ঘন্টা পরপর লেখা দিতে পারবেন। চব্বিশ ঘন্টা সময়সীমাতে নিজের পোস্টে আসা কমেন্টের রিপ্লাই দিন, অন্যদের লেখাতে নিজের পাঠ-প্রতিক্রিয়া ব্যক্ত করুন
শুভ কামনা নিরন্তর 🌹🌹
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। আমি গর্বিত এই পরিবারের সদস্য হতে পেরে। পাশাপাশি আমি কৃতজ্ঞ আমাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিজেকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য ❤️
ইঞ্জা
প্রথমেই জানাই সু-স্বাগতম সোনেলার উঠোনে।
প্রেম কাব্য বেশ রোমান্টিকতায় ভরপুর হয়েছে।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ ভাই ।
এই যে প্রাণোচ্ছল প্রেরণায় আমাকে অনুপ্রাণিত করছেন এই ভালোবাসার তরে চিরঋণী হয়ে থাকলাম।
শুভ কামনা নিরন্তর 💓
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান ভাই
অনন্য অর্ণব
ভালো থাকবেন সবসময় দাদাভাই 😍
হালিম নজরুল
ভাল লিখেছেন। আরও ভাল লেখা পড়বার তৃষ্ণা রইল।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ ভাই।
দোয়া আর প্রেরণা পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করবেন। এই কামনা। শুভেচ্ছা নিরন্তর 💓
বন্যা লিপি
সোনেলার সোনালী উঠোনে স্বাগতম আপনাকে।নিয়মিত লিখুন। শুভ কামনা আপনার জন্য🌷🌷
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু।
আমার আমাকে চিনতে যদি কখনো ভুল হয়ে যায়-
তবে চিরদিন যেন এই সোনেলা’য় আমি-
নিজেকে খুঁজিয়া পাই।
শুভেচ্ছা নিরন্তর 💓
মনির হোসেন মমি
তুমি যে শ্রেষ্ঠ সৃষ্টি পরম বিধাতার
তোমার তুলনা তুমি নহে কিছু আর
আমার হৃদয় রাজ্যে পাতা তোমার সিংহাসন
যখনই চাইবে এসো তোমার ঐ উড়ালপঙ্খী মন।।
চমৎকার অনুভুতি।
অনন্য অর্ণব
প্রাণান্তিক শুভেচ্ছা প্রিয় বন্ধু।
এভাবেই বেঁচে থাকুক আমাদের ভালোবাসা।
শুভ কামনা নিরন্তর 😍
তৌহিদ
সোনেলায় স্বাগতম। প্রথমেই সুন্দর একটি কবিতা নিয়ে এলেন কিন্তু লেখায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ কটু লাগছে পড়তে। এগুলো খেয়াল রাখবেন ভাই।
শুভকামনা রইলো।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ছন্দের মিল রাখতে গিয়ে এটা করতে হয়েছে। আমি চেষ্টা করবো অবশ্যই এটা আপগ্রেড করার। ভালোবাসা অনিমেষ ❤️
চাটিগাঁ থেকে বাহার
সুখপাঠ্য কবিতায় প্রিয় জনের যে অপরূপ বর্ণনা দিলেন তা অতুলনীয়। তিনি দেখলে নিশ্চয় খুশিতে আত্মহারা হবেন।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু। ভালোবাসা অনিমেষ ❤️
সঞ্জয় মালাকার
বাহ্, ছন্দে ছন্দে প্রেয়সীর রূপ বিবরণ বেশ লাগলো দাদা।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
ভালোবাসা নিরন্তর ❤️
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে, এই সোনেলায়।
ছন্দে ছন্দে মোনালিসার সুন্দর রোমান্টিক উপস্থাপন।
অনন্য অর্ণব
আমি আপ্লুত দাদাভাই 😍
ধন্যবাদ আপনাকে আমায় সাদরে গ্রহণ করার জন্য।
মোহাম্মদ দিদার
মোনালিসা, নামটাও বেষ্ট।
কব্য!! সেতো বলার অপেক্ষা রাখেনা।।
অসাধারণ
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ বন্ধু। শুভ কামনা নিরন্তর 😍
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো। মোনালিসার মতো।
অনন্য অর্ণব
ধন্যবাদ প্রিয় আপু❤️
জিসান শা ইকরাম
সোনেলা পরিবারের উঠোনে স্বাগতম আপনাকে।
নিয়মিত লেখুন,
অন্যের লেখাও পড়ুন।
শুভ কামনা।
অনন্য অর্ণব
আমি ভীষণ ব্যস্ত মানুষ। তবুও চেষ্টা করছি কিছু স্মৃতির বীজ বুনে যেতে। ভালোলাগা ভীষণ দাদাভাই 😍
শামীম চৌধুরী
চমৎকার।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। শুভ কামনা নিরন্তর 😍
রাফি আরাফাত
ঠোঁট দুটো যেন তার সদ্য ফোঁটা ফুল
মন চায় বারেবারে করি কিছু ভুল
তবুও থাকি যে তার খুব কাছাকাছি
বলতে ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি।
অসাধারণ ভাই।
ধন্যবাদ
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ দাদাভাই 😍
ভালো থাকবেন সবসময় 😍
শাহরিন
ভালোবাসায় মোহাচ্ছন্ন একেবারে। যাকে উদ্দেশ্য করে লিখেছেন সেতো পড়লে খুশিতে পাগল হয়ে যাবে।
অনন্য অর্ণব
হা হা হা 😀
শাহরিন আপু সে আছে এখানেই এই পোস্টেও বিদ্যমান। দোয়া করবেন সবসময় যেন এভাবেই থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ ❤️
সাখিয়ারা আক্তার তন্নী
ভাই,প্রথম লিখাতেই এতো ভারি ভারি শব্দ,
আপনি তো শব্দ চয়নে তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন।
শুভ কামনা আপনার জন্য
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। সে হয়তো আমার শব্দ ছন্দ অথবা কল্পনার চেয়েও বেশি সুন্দর। আমি শুধু আমার সামর্থ্য প্রকাশ করেছি, কিন্তু তাকে পূর্ণাঙ্গ রূপায়ণ করা আমার সাধ্যের অতীত। ভালো থাকবেন সবসময় 😍
শিরিন হক
শুভকামনা রইলো
অনন্য অর্ণব
ভালোলাগা অনিমেষ। ভালো থাকবেন সবসময় 😍
তূয়া নূর
অসাধারণ সৃষ্টি
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই । আপনি ব্লগে আসছেন তাহলে। আমি আপনার কাছে কৃতজ্ঞ আমার অনুরোধ রাখার জন্য ❤️