প্রতীক্ষা -(৪)

বনলতা সেন ৪ অক্টোবর ২০১৩, শুক্রবার, ০১:০৮:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

আজ না হ’লে ও , কাল ও
থাকব প্রতীক্ষায় , স্বর্গে ও মর্তে দুপুরের ঘুঘু ডাকা বুকে ।
প্রিয়ংবদা অনুসুয়ারা গল্প করে গল্প শোনে এখনও আগের মতই ;
ওরা বলেছে , থেকে যাবে চিরস্থায়ী চিরকাল আমারই সাথে , অপেক্ষায় ।

স্বপ্ন-লাইব্রেরীগুলো খোলাই থাকে ,
পাটুয়াটুলীর রাম মোহন রায় লাইব্রেরী ও
নর্থব্রুক হল রোডের নর্থব্রুক হল লাইব্রেরী ।

জেগে থাকি অন্তহীন অন্বেষায়
আলোকহীন রাত্রিরা ইদানীং আমাকে দ্যাখে , আমিও ;
বিষণ্নতম নীল রাত্রির প্রগাঢ়তম বিচূর্নতায় ,
চাঁদহীন প্রেত রাত্রিরা ঝানু বেত হাতে জেঁকে বসে স্থাণু হয়ে ।

হে আমার আলোকের বর পুত্র—-
তোমায় দেখব বলে নিয়েছি মৃত্যুহীন চোখের শপথ ,
বিভুঁইয়ের বিদেশে বহুদূরে বেঁধেছ বাসা সাত সমুদ্দুরের ’পাড়ে।

৫৮০জন ৫৮০জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ