স্বর্গোদ্যানের সোনা-রংয়ের ভোরকে নিয়ে ছিনিমিনি?
বেছে নেবো বেপরোয়াকে,গাছেদের ছায়ায় বসে হবে ব্যাপক চুলোচুলি।
মল্লযুদ্ধ জয়ের শেষে,ভোরের সাথে তবুও অতীতের সকল নজির অক্ষুণ্ণ রেখে দীর্ঘস্থায়ী হবে
চিনিসম্পর্ক চাঁদের বনে।কামাখ্যা মন্ত্রের জাদুটোনা সবার হয় না, সবাই পারেও না।
হেঁসেলের চিমনিটা ঠায় দাড়িয়ে গলগলে সাদা ধোঁয়াবিহীন,ভালোবাসার আগুনেকাঠের অভাবে।
বৃষ্টিগন্ধা সবুজে মোড়ানো ফুলচঞ্চল সোনা ভোর,মূক হয়ে কত-কিইনা শুনবে এবার।
ফিরে পেলে হারানো কিছু,সাময়িক মাথানষ্ট কচকচানিতে বিরক্ত হতে নেই।
দুঃখ-শরে জর্জরিত ছেঁড়া-খোঁড়া হৃদয়ে কত কথা বলেরে!
ছলারকলা দেখে ভুলনা খুব-সুরত মায়াবী ভোর,
বেগানা হয়োনা ঝিরিঝিরি এই সকালের কলোচ্ছলে।
আমার কুজনের সহসা ঝলসে ওঠা কুয়াশার জল মাখা কথার মায়ায়
হাঁ হয়ে, নীল ঘাসে ঢাকা সবুজের গালিচায় পা হড়কে যেও না যেন।
বশীকরণ মন্ত্র আসেনি শিখে।
সুখের দুর্ভিক্ষের অসুখে উছলানো জলজ নিঃশ্বাস,
সতীনের শৃঙ্খলিত ভারিক্কি বিস্বাদে ধম্ম দেখতে নেই।
প্রশান্তিতে প্রশান্ত হয়ে সুখমত্ত হোক বু’য়ের হৃদয়।
বিবর্ণ প্রাণ-মন,কেঁদেভাসা দু’চোখে ফুল ফুটুক হীরেভোরকে কাছে পেয়ে।
উধাও দুঃখে ঝলোমেলো প্রাণের আভা।
সাবধানে খেয়ো পিঠে-পুলি,দুষ্টু কুটুমের কাছে।
ফিরে এলেই খেতে দেব দুধ্মাখাভাত,আস্তে-সুস্তে এসো ভোর,
এসেছো যেমন আগেও।
===========================================
সবুজ ঘন বনের দেশে
খড়-বিচুলির জাবর কেটে,
বেস আছিস সুখের দেশে
চিন্তা বিহীন খুশির বেশে,
থাক কিছুকাল দিনের শেষে
পৌষ-পাবনের ফাগুন মাসে।
================================
বিদেশের বিভূঁইয়ে
আঁচলে জড়িয়ে,
রাখিস তারে
হৃদয় জুড়ে।
=============================
ভোরের আবীর মেখে
শূন্যতায় চোখ মেলে
বনদেবী হেসে ওঠে,
অষ্টাদশীর জ্যোৎস্না হয়ে
ঘুঙুরের মদির আওয়াজে।
৫৯টি মন্তব্য
ব্লগার সজীব
একটু বড় হয়ে গেলো।একবার পঠনে কাজ হবেনা।আসছি আবার চুলোচুলি দেখতে 🙂
বনলতা সেন
চুলোচুলির লেখা কম করা যায় না।এসে চুল গুনে যাবেন।
ব্লগার সজীব
প্রতিপক্ষ অনুপস্থিত। দেখা হলোনা চুলোচুলি।গ্যালারীতে এখনো বসে আছি 😀
প্রহেলিকা
ভুলবে বলে মনে হয় না, চাইলেও পারবে না কায়ার মায়া না থাকলেও বোনা শব্দের মায়ায় ফিরে আসবে, ভাগ্য ভালও যে ভোর আগে থেকেই দূর থেকে দেখে আসতেছি তাই বুঝতে কঠিন লাগে না। ফিরে আবার আসুক ভোর মানে করুক কোল বদল।
বনলতা সেন
আপনি আদ্দিকালের লোক বলেই জানা আছে বেশ কিছু।আমরাও যেমন জানি।
ভাল লাগল এই ভেবে কেউ একজন অন্তত কঠিনের অপবাদ দেয়নি।
ভোর অবশ্যই ফিরে আসবে,আসতে তাকে হবেই।
তাহলে স্বীকার করছেন শব্দনকল সবাই করতে পারে না।
প্রহেলিকা
স্বীকারতো করেই ফেলেছি, এইবার খানিকটা বুঝে অপবাদ দেইনি তবে মন শংকিত এই ভেবে যে আগামীতে অপবাদ আবার আপনার কাঁধেই যাবে বলে কারণ কিছুটা যে চিনতে পেরেছি আপনাকে। আপনিতো পছন্দ করেন না প্রিয় কোনো কিছু কেউ বুঝে ফেলুক, আপনারগুলো আপনার রাখতেই আপনি বদ্ধপরিকর। ছিটেফোটা মাঝে মধ্যে পেলেই হপে আমাদের। ভোর গেলো দখলে সাথে রাতও দখল করে নিলো আরেক গুণী মানুষ। আমরা অধম কই যাই? খালি আছে দুপুর আর বিকাল কিন্তু ভয় হয় দুপুরে তাপের আর বিকালের মৌনতায়! থাক সমস্যা নেই আপনাদের দখলের আনন্দে আমিও না হয় ছিটেফোটার আশা বসে থাকবো।
হৃদয়ের স্পন্দন
দুধ মাখা ভাতের লোভে ফিরে আসুক ভোর, ছিনিমিনি খেললে চুলোচুলি হোক শুরু, খোড়া হৃদয় খুড়িয়েই বলুক আরো ভালো লিখেছেন
বনলতা সেন
সে ফিরে আসবেই।তবে চুলোচুলি দেখার মজা,তা আপনি পাবেন না। মুখে বললেও এমন আত্মীয়ের
সাথে কেউ তা করে না।তাও ভাল বলার জন্য শুভেচ্ছা।
রাইসুল জজ্
(y) (y)
বনলতা সেন
অনুগ্রহ করুন,দু’একটি শব্দের ছিটেফোঁটা ফেলে আমাদের ধন্য হতে দিন।
রাইসুল জজ্
আমি বাকরুদ্ধ :p :p
বনলতা সেন
লিখে ফেললেন ! সাড়ে ছ’খানা আনাম শব্দ!কৃতজ্ঞ জনাব।
অরণ্য
আপনারা তো বেশ ভাল সতীন দেখছি। ভেরি গুড। (y) পুরা জমজমাট।
বনলতা সেন
অবশ্যই জমে জমাট। এ আত্মীয়তা বহু কালের। আপনি নূতন তাই দেরিতে টের পেলেন।
লীলাবতী
পড়লাম।ঝিম মেরে বসে রইলাম।ভাবছি শুধু ভাবছি।
বনলতা সেন
ভত্তাবতী এবার দেখছি ভাববতী হয়ে উঠেছে। ইনবক্সের খবর পাই না,অনেকদিন।
লীলাবতী
খবরের আতংকেই তো সোনেলায় দেখিনা দু একজনকে। প্রকাশ হলে না জানি কি হয় :p
বনলতা সেন
হা হা। সব কুপোকাত!
নুসরাত মৌরিন
আপু দু-বার ঘুরে এসে পড়লাম।
কি যে লিখবো বুঝতে পারছি না।
ভোর নিয়ে এমন বিভোর করে দেন বারবার যে নতুন করে আর কী বলবো? ;?
বনলতা সেন
যা লিখেছেন তাতেই হবে। ভোরে বিভোর,বিভোর ভোরে হয়ত এমনই হয়।
ছাইরাছ হেলাল
লেখা পাল্টা লেখা। আমাদের লেখার সাধ ঘুচে যাচ্ছে।
বেশি কিছু বলতে পারব না।
বনলতা সেন
লেখালেখি চলছে।চলবে।আমাদের। আপনারা চালু রাখেন আপনাদের মত।
শাহানা আফরিন স্বর্ণা
অসাধারণ (3 -{@
বনলতা সেন
অভিনন্দন আপনাকে ।এটি পড়ার জন্য।
শাহানা আফরিন স্বর্ণা
এত অসাধারণ লেখা পড়াও ভাগ্য 🙂
বনলতা সেন
সাধু সাধু।
শাহানা আফরিন স্বর্ণা
😀
সাইদ মিলটন
বাব্বাহ ,ভোরকে নিয়ে দুইজনে এতো কিছু ;?
ভোর হয়ে যেতে ইচ্ছা করে :p নিদেন উধাও অন্ধকার 🙂
বনলতা সেন
হুম।একটু বেশি বেশিই। ইচ্ছে করলেই এই ভোর হওয়া যায় না। উধাও অন্ধকার আপনি হলেও হতে পারেন।
সাইদ মিলটন
নিশানাথ 🙂
নীলাঞ্জনা নীলা
ওরে উপমা আর উপদেশ! কোনদিকে যে যাবে ভোর?দুই ভাগ না হয়ে যায় আবার শেষে 🙂
বনলতা সেন
দু’দিকেই তাকে থাকতে হবে এই টানাটানির মধ্যেই। ভাগাভাগি করা যায় না, হয় ও না।
আমরা যে আমরাই।
রকিব লিখন
সুখের দুর্ভিক্ষের অসুখে উছলানো জলজ নিঃশ্বাস,
সতীনের শৃঙ্খলিত ভারিক্কি বিস্বাদে ধম্ম দেখতে নেই।–মন কেড়ে নিল গো পুরো লেখাখানা, তারপরও সাধ হলো এইটুকু কপি করার।। অনেক সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কবিকে।।
ভাল গেলেছে শব্দের ব্যঞ্জনা।। ইতিহাসে ভর করে ভোরকে দেখানোর যাদু, ভালবাসার আগুনের সাথে হেসেলের আগুনের তুলনা, আমাকে মুগ্ধ করেছে এইসব সুন্দর উপমা।।
নিত্য প্রেম যার কবিতায় সেই পারে এই কবিতার মর্ম যাতনা উপলদ্ধি করতে।। কবি মনের বিশালত্বের রসে ভরা সবটুকু।। কবিতার সাথে রয়ে গেল কবির প্রতি আমার আজন্ম প্রেম।। (3 অনেক শুভকামনা কবিকে।। -{@
বনলতা সেন
লেখাটির অনেক গভীরে দিয়ে দেখছেন এবং সঠিক ভাবেই তা দেখে ভাল লাগল। সাধারণত আমরা তা দেখি না।
দেখতে পাই না বলে। ধার করা শব্দের উথল পাথাল উলটি পালটি মাত্র। তবে আপনাকে বহুদিন পরে মন্তব্য করতে দেখে আশ্চর্য্যানন্দ হচ্ছে। আমি কবি নই আর এটি কবি্তাও নয়।
আপনার জন্য ও শুভেচ্ছা সহ শুভকামনা।
জিসান শা ইকরাম
ভোরকে নিয়ে ছিনিমিনি চলবেনা,চলতে দেয়া যাবে না।
আহারে বেচারা ভোর
কপালে তার কত দুষ্ক আছে কে জানে ?
বনলতা সেন
উহা অবশ্যই কোন ছিনিমিনি নয়। তা মনে হলেও। নেহাত অকৃত্রিম ভালোবাসা।
খেয়ালী মেয়ে
এমন লোভ দেখালে কে না এসে থাকতে পারবে–আসবেই, আসতে হবেই -{@
গাছের ছায়ায় বসে চুলোচুলির বিষয়টা ভালো লাগলো (y)
বনলতা সেন
বেড়াতে গেলে ফিরে আসেই,আস্তেই হয়। এখন তো জানছি চুল প্রায় নেই ।চুলোচুলিটা আর হচ্ছে না।
কে ভেঙ্গে দিল পা? সুস্থতা চাই দ্রুত। এ সব কে পড়বে শুনি।
খেয়ালী মেয়ে
চুলোচুলিটা চাই–
আর হ্যাঁ সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম–ছোট্ট একটা হাড় ভেঙেছিলো–তবে এখন আমি ভালো আছি–লিখে যান মুগ্ধ পাঠক আমি পাশেই আছি 🙂
শুন্য শুন্যালয়
আহারে বেচারি!!! অ আ ক খ শিখিয়ে দিচ্ছে, পই পই করে বারন করে দিচ্ছে, তবুও আঁটকে রাখতে পারছেনা। কতোযে কুমন্ত্রনা দিতে হচ্ছে ..মাথা নস্ট কচকচানি তে বিরক্ত হয়োনা …গররররররর। চুলোচুলি এবার করেই ছাড়বো। পোড়ামুখি ভেবেছে কি? এসব কুপরামর্শ আর দুধ মাখা ভাতের লোভ দেখিয়ে ভোরকে দমিয়ে রাখা এত্তো সহজ নয়। ভালোবাসার গনগনে আগুন পরীক্ষা অনেক আগেই আমি সেরে ফেলেছি, তাই ধোঁয়ার অভাব আপনার হবেই।
তবে সখার চাইতে সতীনের উপর বেশি টানটা কিন্তু টুকুস করে প্রকাশ পেয়ে গেছে নজর এড়ায়নি 🙂
বনলতা সেন
আপনার সাথে আড়ি।
শুন্য শুন্যালয়
কি করেছি আমি? আড়ি দিলে ঝগড়া করবো কার সাথে? 🙁
বনলতা সেন
১৮ তারিখে লিখছি।
শুন্য শুন্যালয়
এ দুদিন যে আমি নেটেই আসতে পারিনি দি, এবারের মতো মার্জনা করুন। তবে বেঁচেও গেছেন, নইলে ফ্রেশ ফ্রেশ চুলোচুলি বেঁধেই যেত। তা এতো মন্ত্রনায় ভোরের কি দশা হলো? আমি তো এখনো ঘুম পাড়িয়ে রেখেছি 🙂
বনলতা সেন
এ সব নোবেল পাওয়া লেখা সহজ নয়। থাকবেন না বলে দেন নাই কেন।
এবারের মত ছেড়ে দিলাম মনে থাকেন যেন। চুলোচুলি হলে হত, ও হয়েই থাকে।
আপনার কান্নাকাটির জন্য পাঠিয়েছি ভোরকে,ঠিক যেন যত্ন-আত্তি হয়। তারপর সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েন।
শুন্য শুন্যালয়
লেখার মতো কঠিন কম্ম যে নাই এইটা আমি ছাড়া আর কে বোঝে 🙁 আমিতো ভেবেছিলাম আমার সই সব জানে, তর যে সইবেনা তা কি আমি বুঝেছি? তবে ভালোই হয়েছে। নিশ্চিন্তে দুদিন সে ঘুমুতে পেরেছে। যার জিনিস সে বুঝে নিক। আমি তো পারলে পায়ে শেকল দিই, পাঠিয়ে দেয়া তো দুর কি বাত।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
Lekhar vongI valo. Sundor
বনলতা সেন
পড়ার জন্য ধন্যবাদ।
স্বপ্ন নীলা
আমি কোথায় ছিলামরে — এত সুন্দর লেখা !!
’’প্রশান্তিতে প্রশান্ত হয়ে সুখমত্ত হোক বু’য়ের হৃদয়।
বিবর্ণ প্রাণ-মন,কেঁদেভাসা দু’চোখে ফুল ফুটুক হীরেভোরকে কাছে পেয়ে।
উধাও দুঃখে ঝলোমেলো প্রাণের আভা।’’———–অসাধারণ
বনলতা সেন
ছিলেন,হয়তো চোখ এড়িয়েছে অজান্তে।
অসাধারণ আপনি বলছেন! আমার তা মনে হয় না।
শুন্য শুন্যালয়
কুয়াশার জল মাখা কথারা
ঘুমপাড়ানি ছদ্মবেশে
সুদূর ঠায় বসে থাকা একাকীনির
পরীক্ষা নেয় মুচকি হেসে।
ভোর আমার জ্বলজ্বলে নাকছাবি
চিমনিতে না পোড়ালে হাত
সাধ্য কি আর তারে পাবি?
বনলতা সেন
ভোর এখন জ্বলজ্বলে নাকছাবি!
জলজ নিঃশ্বাসে খাচ্ছে খাবি।
চিমনির ধোয়ায় আর কত
মুখ লুকাবি?
স্বপ্ন
ভোরকে নিয়ে ভালোই যুদ্ধ চলছে তাহলে (y)
বনলতা সেন
ইহা মোটেই যুদ্ধ নয়। খুনসুটি মাত্র।
ছারপোকা
মায়াবী ভোর কে নিয়ে চুলোচুলি করা ঠিক না ভোর টা চুপটি মেরে যাবে তখন কি করবেন ?
চুলোচুলি কি এখনো চলছে নাকি শেষ হয়েছে ?
দিদি বেগানা টা কি ঠিক মাথায় ধরলো না আমার ।
বনলতা সেন
চুলোচুলির প্রয়োজন পড়েনি, মিটমাট হয়ে গেছে। আমরা তো আমরা ই সিস্টেমে।
বিবর্তনমূলক বাংলা অভিধানের দ্বিতীয় খণ্ডের ২১৪২ নং পৃষ্ঠাটি একটু কষ্ট করে দেখে নিতে হবে
‘বেগানা’ শব্দটির অর্থ জানতে। আর কোন শব্দ ইচ্ছে হলে এই লেখার জানতে চাইতে পারেন।
প্রজন্ম ৭১
চলুক এমন মিষ্টি খুনসুটি -{@
বনলতা সেন
চালু আছে,থাকবেও। এই খুনসুটি।
শিপু ভাই
কবিতা বুঝি না। এন্টেনা খাটো 🙁 ^:^