কিছু ডাক আমাকে পিছু ডেকেছে অনেক সময়ে। ফেরাতে চেয়েছে। পারেনি। পেরেছে শুধু একজন। আমার চির শত্রু সে। সই সে আমার। ফিরলাম। ফিরতে হলো। লেখা প্রায় ছেড়েছি। ছাড়িয়ে দিয়েছে তা। ব্যস্ততাই কারন মূলত। আবার লিখতে পারব কিনা জানি না। পড়ব। কথা দিচ্ছি। সীমার মধ্যে থেকে। তবে সই এর খবর আছে। আমাকে এনে আড়াল নিয়ে মজা দেখছে। দেখুক। বেশি সময় পারবে তা মানি না। কি যে হবে তাঁর এখনও জানি না। বহু হিসেব বাকী। বুঝে নেব সুদ সহ আসলে। জল যেথায় ইচ্ছা সেথায় গড়ালেও এবারে সে কিছুতেই রক্ষা পাবেন না।
অনেক নূতন। পুরোনোর সমারোহ। এতটা সময় সময় আমাকে দেবে কিনা তাও জানি না।
তবুও এই পরিবারে সবার সাথে আবার ও কিছু সময় কাটাতে চাই। আপন হয়ে। আপন ভেবে।
শুন্য শুন্যালয় কে খুঁজছি। আমার ই সই সে। ছিল। আছে।
৪২টি মন্তব্য
লীলাবতী
এতদিন পরে এলেন,তাও আবার সই এর টানে?আমরা বুঝি কিছুনা? 🙁 আমরা বুঝি বন্যার পানিতে ভেসে আসা খড়কুটো? 🙁 আমরা বুঝি আপনাকে মনে মনে ডাকিনি?
এবার আর যেতে দেবোনা আপনাকে।যার টানেই আসুন বেঁধে রাখবো হৃদয়ের বন্ধনে।কেমন ছিলেন আমাদের ভুলে?
বনলতা সেন
আপনাদের ভুলে থাকা যায় না। এখানে যেন প্রাণের ভোমড়াটি বাঁধা। সবার ডাক শুনি বলেই তো আসতে পারলাম।
যাচ্ছি না আর কোথাও আপনাদের ছেড়ে। থিতু এবার হতে হবে। অনেক লেখা পড়তে হবে। একটু একটু করেই না হয় এগুবো।
লীলাবতী
অপেক্ষায় আছি দুই সই নামক চির শত্রুর হৃদয়াঘাতে জর্জরিত করার যুদ্ধের -{@ বুনোদিদিকে মিস করেছি খুব (3
বনলতা সেন
তাঁর সাথে যুদ্ধ হয় নাকি। কি যে বলেন আপনারা। লজ্জা হচ্ছে অনেক।
ব্লগার সজীব
উফ কতদিন পরে প্রিয় বুনোদির লেখা পেলাম 🙂 আপনি কি জানেন কতটা মিস করি আপনাকে? (-3 এই সজীবকে প্রথম থেকে মন্তব্য দিয়ে উৎসাহ দেয়া বুনোদি মাঝে মাঝে হয়ে যায় লাপাত্তা। একটু উঁকি দিলে কি হয় এখানে?অপেক্ষা করছি আপনার সই এর আগমনের।শুরু হোক মিষ্টি যুদ্ধ -{@
বনলতা সেন
নাগর নাগর হচ্ছেন খবর পেয়েছি। কিছু কি হলো। অপেক্ষা করুন।
আবু খায়ের আনিছ
আমরা নতুনরাও কিন্তু পুরুনোদের কাছে শিক্ষা গ্রহনের অপেক্ষায় থাকি।
বনলতা সেন
আমি নিজে নূতনদের কাছেই শিখি। আপনাদের কাছেই শিখব।
নীতেশ বড়ুয়া
সোনেলার আমার শুরুতে আপনাকে দেখেছিলাম, আবারো ফিরে পেয়ে আনন্দিত হলাম 😀
ওয়েলকাম ব্যাক বনলতা আপু -{@
বনলতা সেন
আপনি আছেন দেখে ভালো লাগল কিন্তু আপনি দেখছি বিরাট লেখক। অনেক সুন্দর আপনার লেখা।
নীতেশ বড়ুয়া
আমি আসলে সেই বিশাআআআআআআআআআআআআআআআআআআআল জনসভার মতো বিশেষ ভাবে অজ্ঞ একজন পাঠক, লেখক সে তো আজও শুন্যালয় দূরত্বে 😀
কিন্তু, কথা হচ্ছে আমি সইদের ঝগড়া উপভোগ করতে চাই আবারো পুরোদমে… :p
বনলতা সেন
আমি আবার বিরাট লেখক হলাম কবে থেকে।
জিসান শা ইকরাম
পথ ভুলে এসেছেন নাকি?
কিভাবে পারেন উধাও হয়ে যেতে?
রাত দিন পরিশ্রম করে,অন্যদের সাথে নিয়ে সোনেলাকে গড়েছেন নিজের হাতে।
তাকে রেখে কোথায় হাওয়া হয়ে যান?
তাও আবার আসলেন যুদ্ধ করতে,
তা বন্ধুক,কামান নিয়ে এসেছেন তো?
শুভ প্রত্যাবর্তন।
বনলতা সেন
পরিশ্রম ভেবে কিছু করিনি। সোনেলাকে ভালোবেসে সময় দিয়েছি। তাই ফিরতেই হয়।
যুদ্ধ নেই তার সাথে মোটেই।
ছাইরাছ হেলাল
এ টানতো দেখছি অমোঘ, আমরা তো কিছু না সেখানে, পারেন কি করে?
এত্তোদিন আমাদের ছেড়ে থাকলেন, তাও মেনে নিলাম কিন্তু এসেই সই সই?
সত্যি আনন্দিত হলাম আপনাকে দেখে, আরও অনেক আনন্দিত হব যদি একটু সময় আমাদের দেন।
সেই প্রথম থেকে আপনি আমাদের সাথে সেই অসম্ভব সুন্দর দিনগুলো চির উজ্জ্বল সারাক্ষণের স্মৃতিতে।
সই কই!!
বনলতা সেন
কী করে লেখেন এত্তসব। এখন ও ভয় পাই ।
সই আসবে ব্যস্ততা কমলেই।
নীতেশ বড়ুয়া
সই এসেছে সইয়ের টানে
সই রয়েছে আত্মগোপনে,
তাই দেখেতে আমরা সবাই কই-
কেমনে পারো সই
সই বিহনে সই?
বনলতা সেন
পারিনি তো। কবিতা জড়তা কাটেনি আজ ও।
নীতেশ বড়ুয়া
হাহাহাহহা… সে তো আপনার পস্টগুলোই বলে দেয় জড়তা নাকি বিনয় :p
বনলতা সেন
আর লিখতে পারব কিনা জানিনা।
শুন্য শুন্যালয়
খুব ব্যস্ত আছি। পোড়ামুখি আসতেছি ২/৩ দিনের মধ্যে। কে কার চুল গোনায়, হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। অপেক্ষা করো।
নীতেশ বড়ুয়া
:D) :D) :D) :D) আমি চুলোচুলি দেখতে এসেছি \|/
বনলতা সেন
মনে হয় না তা দেখিয়ে হবে।
বনলতা সেন
অপেক্ষা করছি। জলদি আসো।
শুন্য শুন্যালয়
তোমাকে কে ডেকেছে? কার ডাক শুনলে আবার গায়েবী আওয়াজে? আমিতো ডাকিনি। বলেছিলাম না, আরেকবার গেলে আর ফেরাবোনা। হুহ। তবে গিয়ে কিন্তু বেশ করেছো। ভোর কে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছি, আর ছিনিয়ে নিতে পারবেনা, পারলে যত কলা আছে সব দেখাও, ভোর এখন শুধুই আমার 🙂
জল গড়াগড়ি করে মুগ্ধতায় পৌঁছেছে, তোমার আবার কোনদিকে টেনে নেয়ার ইচ্ছা? হি হি।
এতদিন পরে তোমার ঢঙের কথা শুনে গা জ্বলে গেলো, লেখা প্রায় ছেড়েছ, মুখপুড়ি এসেছ কি করতে? সব লেখা কি অন্য কোথাও পাস করে দিয়ে এলে এতদিন ধরে? তোমার পেছনে স্পাই লাগাচ্ছি দাঁড়াও। বাঁচতে চাইলে লেখা দাও, জলদি। সুদের বিজনেস কিন্তু খুব খারাপ, আমাদের আসল হলেই চলবে।
বনলতা সেন
ডেকে এনে অপবাদ দিচ্ছে কেমন তর কথা। ভেগে গেলে কান্না জুড়ে দেবে
পা-হাত ছড়িয়ে তখন আবার আমাকেই দৌড়ে আসতে হবে। লেখা আসলেই নেই।
পাস করে দিয়েছি কোথায় তা তো না জানার কথা না। ভোরকে সাবধানে রেখ।
এসেছি যখন খোঁজ খবর টি নিতেই চাই।
দেখ আসল পাওয়া যায় কিনা।
শুন্য শুন্যালয়
হিসেব বুঝি অনেক লম্বা যে কষতে এত সময় নিচ্ছ? জানোই তো, তাহলে যাও কেন? আমি কি করে জানবো লেখা কোথায় পাস করেছ? এতো হামটি ডামটি করে লাভ নেই, লেখা দাও, নইলে কিন্তু আড়ি দেব।
ভোরকে সাবধানে মানে, একেবারে সীতার সীমানার মত করে লাইন কেটে রেখে দিয়েছি। খোঁজ খবর নিতেই পারো, পুরনো প্রেম বলে কথা, ভয় পাচ্ছিনা এটা বলতে পারছিনা, ভোরের মন খুবই উড়ু উড়ু আর তোমাকেও চিনি, ছলার রানী।
ব্লগার সজীব
বনোদি পোষ্ট দিয়ে আবার কোথায় গেলেন? 🙁
বনলতা সেন
না যাইনি। যাবোও না।
অরণ্য
হে বনলতা সেন,
“এতদিন কোথায় ছিলেন?”
বনলতা সেন
আমিও খুঁজছি এ প্রশ্নের উত্তর।
মরুভূমির জলদস্যু
-{@ এতটা সময় সময় আমাকে দেবে কিনা তাও জানি না। -{@
সময় কাউকেই সময় দেয় না।
বনলতা সেন
আমিও তাই ভাবি।
বর্ণিল হিমু
সই আপনি কই……?
সই কে আপা…..? :-p
বনলতা সেন
কষ্ট করে একটু উপরে পড়ে আসুন।
কৃন্তনিকা
হুম…
বনলতা সেন
হুম।
অরুনি মায়া
সই এর প্রতি এমন ভালবাসা সত্যি ই অতুলনীয় ,,,
বনলতা সেন
আপনার বুঝি সই আছে। বলুন না তার কথা। একটু শুনি।
নীলাঞ্জনা নীলা
অনেক অনেক গল্প শুনেছি। পড়েছিও লেখা। কিন্তু রানিং পোষ্টে মন্তব্য প্রথম করার চেষ্টা।
সইয়ের টানে এসেছেন সে ভালো কথা। আর যাবেন না যেনো। থাকবেন, থাকতে হবে।
ওহ বলে রাখি লেখায় মুগ্ধতা সবসময়কার। -{@
বনলতা সেন
লিখতে আর পারব কিনা জানিনা। তাও থাকব। থাকতে নাকি হবেই।
হতভাগ্য কবি
এতকথা বুঝি না, ফিরে আসুন বলছি 🙁 🙁