এসেছি আবার সই এর টানে

বনলতা সেন ১১ নভেম্বর ২০১৫, বুধবার, ০৪:২৬:৫২অপরাহ্ন অন্যান্য ৪২ মন্তব্য

কিছু ডাক আমাকে পিছু ডেকেছে অনেক সময়ে। ফেরাতে চেয়েছে। পারেনি। পেরেছে শুধু একজন। আমার চির শত্রু সে। সই সে আমার। ফিরলাম। ফিরতে হলো। লেখা প্রায় ছেড়েছি। ছাড়িয়ে দিয়েছে তা। ব্যস্ততাই কারন মূলত। আবার লিখতে পারব কিনা জানি না। পড়ব। কথা দিচ্ছি। সীমার মধ্যে থেকে। তবে সই এর খবর আছে। আমাকে এনে আড়াল নিয়ে মজা দেখছে। দেখুক। বেশি সময় পারবে তা মানি না। কি যে হবে তাঁর এখনও জানি না। বহু হিসেব বাকী। বুঝে নেব সুদ সহ আসলে। জল যেথায় ইচ্ছা সেথায় গড়ালেও এবারে সে কিছুতেই রক্ষা পাবেন না।
অনেক নূতন। পুরোনোর সমারোহ। এতটা সময় সময় আমাকে দেবে কিনা তাও জানি না।
তবুও এই পরিবারে সবার সাথে আবার ও কিছু সময় কাটাতে চাই। আপন হয়ে। আপন ভেবে।
শুন্য শুন্যালয় কে খুঁজছি। আমার ই সই সে। ছিল। আছে।

৭৫৬জন ৭৫৬জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ