কালকে ভারত -পাকিস্তানের খেলা না দেইখা কার কার পেটের ভাত হজম হইছে? আমার কিন্তু হইছে। সারা ভারত/পাকিস্তানে মাইক্রোস্কোপ দিয়াও একজন বাংলাদেশের সাপোর্টার পাওয়া যাবেনা আর আমরা এই দুই দেশের ফ্লাগ নিয়া মাঠে লাফাই। কি বলে নাই বাংলাদেশের ক্রিকেট নিয়া এই দুইটা?
পিচ্চি বেলায় আমার আইডল ছিলো ছোট মামা। মামা আর্জেন্টিনার ফ্লাগ হাতে খেলা দেখতে দেখতে লাফায়, এই দেখে আমিও লাফানো শুরু, খেলা বুঝি আর না বুঝি। খেলার মান এ অস্বীকার করে লাভ নাই যে, ব্রাজিল একফোঁটা এগিয়েই ( বেশি না, এক ফোঁটা)। যারা আজ ক্রিকেটে পাকিস্তানের এতো ভক্ত, তাদেরও নিশ্চয়ই একজন আইডল ছিলো যাদের দেখে পাকিস্তান প্রীতির শুরু।আর যদি বলেন ওদের খেলার ভক্ত, তাইলে ঠিক আছে, পাকিস্তানি গো মতো খেলা দুনিয়ার আর কোন দেশে খেলে না।
এইবার দুইখান প্রশ্ন–
স্বাধীন হবার এত্তো গুলো বছর পার হবার পরেও, আমার দেশের অর্ধেক ভারত আর অর্ধেক পাকিস্তানের কাছে আটকিয়ে আছে, আদৌ কি আমরা কোনদিন স্বাধীন হবোনা? আর কোন দেশে অন্য দুইদেশ নিয়ে এতো কামড়াকামড়ি হয়না 🙁
বাংলাদেশ -নিউজিল্যান্ড সিরিজে এক মেয়েরে জিজ্ঞেস করা হলো আপনার প্রিয় ব্যাটসম্যান কে? কয় তামিম ইকবাল। আর প্রিয় বলার কে? কয় তামিম ইকবাল। 🙂 আমার ধারণা ফুটবল বিশ্বকাপেও এই দেশের অর্ধেক মানুষ পাকিস্তানের সাপোর্ট করবে, যদি সুযোগ আসে। আপনি কি বলেন?
আমার দুই খান প্রস্তাবনা —
রাজনীতির সাথে খেলা সহ আর কি কি মেশানো ঠিক হবেনা তার একটি নিয়মকানুন তৈরি করা হোউক।
ফেসবুক আর মাঠ ফাটান ঠিক আছে, এর বাইরে আর এই দুই দেশ নিয়া দয়া কইরা নিজেদের মাথা ফাটাইয়েন না।
২৭টি মন্তব্য
মা মাটি দেশ
মানব আর দেশ এক করা ঠিক নয়…পাকিরা সবাই যে মন্দ লোক তাও ভাবা ভূল।জীবন এবং রাষ্ট্র পরিচালনায় সবাইকে সবার প্রয়োজন হয়।
আর খেলা বা খেলোয়ারদের বেলায় আমার মতে ভিন্নতা রাখা বাঞ্চনীয়। -{@ (y)
শুন্য শুন্যালয়
আপনি সহজ মানুশ তাই সমীকরণ টাও সরল দিলেন ভাইয়া।।
পাকি আমার কাছে পাকিই আজীবন ।।
খেলার পছন্দ অপছন্দ যখন একটা ভিন্ন কিছুর উপর নির্ভর করে তখন সেটাকে আর বাঞ্চনীয় বলতে পারছিনা।।
প্রসঙ্গ লম্বা করলাম না।। ভালো থাকুন 🙂 -{@
জিসান শা ইকরাম
আমাদের ঘৃনা জিনিষটা কমে গিয়েছে। দেশপ্রেম এর তুলনায় পাকি বা ভারত প্রেম মনে হয় বেশী এখন।
শুন্য শুন্যালয়
কোন দেশের খেলা পছন্দ করলে কিভাবে যেনো সে দেশের প্রতিও একটা সমীহ থাকে, এটা আমার মনে হয়।।
যদিও সবাই সেটা মানবে না…তবে ঘৃনা বোধ যে কমে গেছে এটা সত্যি, ভালোই তো ভালো না?
বনলতা সেন
অবশ্যই নিজের মাথাটি সামলে নিতে হবে ।
দারুণ বলেছেন ।
আমরা সত্যি অদ্ভুত ।
শুন্য শুন্যালয়
আমরা বাংলাদেশিরা একটু বেশী অদ্ভুত 🙂
নীহারিকা
খুব খেয়াল কইরা। (y)
শুন্য শুন্যালয়
লাভ নাই আপু… যেমনটা তেমনই থাকবে …
খসড়া
মন্তব্য নিঃষ্প্রয়োজন।
শুন্য শুন্যালয়
মন্তব্যের প্রয়োজন আছে 🙂
লীলাবতী
কথা দুইখান ভালো হয়েছে :p
শুন্য শুন্যালয়
ভয়ে কথা কমায় দিছি, আরো কিছু কইবার চাইছিলাম :p
আমীন পরবাসী
ফেসবুক আর মাঠ ফাটান ঠিক আছে, এর বাইরে আর এই দুই দেশ নিয়া দয়া কইরা নিজেদের মাথা ফাটাইয়েন না।
এই লাইনটা পরার পর উপরে কি পরেছিলাম সেটা কয়েকবারই ভুলে গেছি। তাই আর কিছু তেমন লিখতে পারছিনা।
শুন্য শুন্যালয়
এমনটাই যে হচ্ছে ভাইয়া…
আদিব আদ্নান
অক্ষত মাথার নিশ্চয়তা চাই ,দিতে হবে ।
শুন্য শুন্যালয়
পেলে আমাকেও দিয়েন …
রিমি রুম্মান
পিচ্চিকালে আমার পছন্দ ছিল আর্জেন্টিনা… না বুঝেই বাবার সাথে ছাদে ফ্লাগ লাগিয়ে আনন্দ করতাম…
শুন্য শুন্যালয়
আমার এখনো পছন্দ 🙂
মোঃ মজিবর রহমান
খেলা আর টকশো পারতপক্ষে দেখিনা।
বিনদন মুলক সময় পেলে দেখি।
তবে জিতুক বা হারুক আমি বাংলাদেশের সবসময়।
বাংলাদেশের খেলা হলে আমি আর কারো সাপোর্টআর নাই।
ভালো থাকুন।
শুন্য শুন্যালয়
ক্রিকেটে আমরা একাই এখন যথেস্ট… আর কাওকে সাপোর্ট না করলেই চলে …
বাংলাদেশের খেলা হলে সবাই তাকেই করবো বা করছি, তবু অন্য দেশ নিয়ে আমাদের ক্রোন্দল আগের মতই আছে।।
ছাইরাছ হেলাল
যদিও খেলা পাগল নই তবে দেশের দল ছাড়া অন্য কথা
ভাবতেই পারি না ।
শুন্য শুন্যালয়
আমি খেলা পাগল ।। দেশের খেলা হলে কেউ অন্য কাওকে সাপোর্ট করছেনা সত্যি, তবু কিছু সাপোর্ট মেনে নেয়া কস্টকর ।।
আফ্রি আয়েশা
আমরা আসলে নির্লজ্জ জাতি 🙁
দুই দেশের কাছে মাথা দিয়ে আছি …
এইসব দেখে কস্ট হয় খুব 🙁
শুন্য শুন্যালয়
এখনো বাংলাদেশ ভালো খেললে বলি হয়তো অন্য দেশ ঘুষ খেয়েছে… ধিক
রাসেল হাসান
খুব সুন্দর লিখেছেন। এখনো আমরা এই দুই দেশের হাতে বন্দী হয়ে আছি! এর থেকে আমাদের বেরিয়ে আসার রাস্তা নেই বললেও ভুল হবে, রাস্তা আছে তবে তাঁর জন্য অনেক কিছুরই পরিবর্তন জরুরী।
আর একটি ছোট্ট কথা, 🙂 আমি কিন্ত আর্জেন্টিনার সাপোর্টার তাই আর্জেন্টিনা কে একটু এগিয়ে দিয়ে গেলাম। বেশিনা এক ফোঁটা এগিয়ে… 🙂
শুন্য শুন্যালয়
আগুপিছু জানিনা, আরজেন্টিনার ছিলাম আছি 🙂
স্বপ্নচারী
আমরা বাঙালি – এটাই হোক না আমাদের পরিচয় … সে এপার বাংলাই হোক, আর ওপার বাংলাই হোক … আর ঘৃণার মনোভাব কমে যাওয়াটা কি ভালো না ??