কোথায় পাবো তারে

সোনেলা রোদ্দুর ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ০১:৩১:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৬০ মন্তব্য

2014-11-11_09_37_24_ARTVDESIGN_0011_01
সেই রূপকথার যুগে টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজপুত্রের মত তেজী যুবক আসতো সবার সামনে রাজকন্যার মত অপেক্ষমাণ যুবতীকে গ্রহন করতে।
বর্তমানে সেই পুরাতন রূপকথা আর নেই, সে ঘোড়াও আর নেই। তাতে কি হয়েছে? মোটর বাইক তো আছে 🙂
জিনস প্যান্ট, ব্লু টি-সার্ট গায়ে, সানগ্লাস মাথায় দিয়ে কোনো যুবক ১০০ কিমিঃ স্পীডে মটর বাইকে করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে, আমার সামনে এসে বলতে তো পারে, লীলাবতী আই লাভ ইউ  (3
এসব না করে বর্তমান প্রজন্ম ফেইসবুকের ইনবক্সে প্রেম নিবেদন করবে। কেন বেটা সবার সামনে বলতে সমস্যা কি? প্রেম করবো কি গোপনে? সবার সামনে যদি বলতেই না পারে, এতটুকু সাহস যদি না থাকে, তাহলে কোন ভরসায় নির্ভর করব এর উপর? এমন কেউ কি নেই? যিনি বিড়ালের মত ইনবক্সে নয়, প্রকাশ্যে বলবে রয়েলবেঙ্গল টাইগারের সাহস নিয়ে,লীলাবতী আই লাভ ইউ  (3

আমি বিড়ালকে ভালোবাসতে চাইনা, রয়েলবেঙ্গল টাইগারকে ভালোবাসতে চাই।
একাধিক টাইগার হলে তাদের মাঝে হবে যুদ্ধ, যুদ্ধে জয়ী যুবক হবে আমার ভালোবাসার জন 🙂

-{@   দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে আছি, লেখার মাঝে ফিরে আসার জন্য এটি একটি অন্তর্বর্তীকালীন পোষ্ট  -{@

৬৭০জন ৬৬৩জন
0 Shares

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ