সেই রূপকথার যুগে টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজপুত্রের মত তেজী যুবক আসতো সবার সামনে রাজকন্যার মত অপেক্ষমাণ যুবতীকে গ্রহন করতে।
বর্তমানে সেই পুরাতন রূপকথা আর নেই, সে ঘোড়াও আর নেই। তাতে কি হয়েছে? মোটর বাইক তো আছে 🙂
জিনস প্যান্ট, ব্লু টি-সার্ট গায়ে, সানগ্লাস মাথায় দিয়ে কোনো যুবক ১০০ কিমিঃ স্পীডে মটর বাইকে করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে, আমার সামনে এসে বলতে তো পারে, লীলাবতী আই লাভ ইউ (3
এসব না করে বর্তমান প্রজন্ম ফেইসবুকের ইনবক্সে প্রেম নিবেদন করবে। কেন বেটা সবার সামনে বলতে সমস্যা কি? প্রেম করবো কি গোপনে? সবার সামনে যদি বলতেই না পারে, এতটুকু সাহস যদি না থাকে, তাহলে কোন ভরসায় নির্ভর করব এর উপর? এমন কেউ কি নেই? যিনি বিড়ালের মত ইনবক্সে নয়, প্রকাশ্যে বলবে রয়েলবেঙ্গল টাইগারের সাহস নিয়ে,লীলাবতী আই লাভ ইউ (3
আমি বিড়ালকে ভালোবাসতে চাইনা, রয়েলবেঙ্গল টাইগারকে ভালোবাসতে চাই।
একাধিক টাইগার হলে তাদের মাঝে হবে যুদ্ধ, যুদ্ধে জয়ী যুবক হবে আমার ভালোবাসার জন 🙂
-{@ দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে আছি, লেখার মাঝে ফিরে আসার জন্য এটি একটি অন্তর্বর্তীকালীন পোষ্ট -{@
৬০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দিদি চোখ বন্ধ করে ডাকুন চলে আসবে।
বাকি উত্তর পড়ে আগামিকাল !!!!!!!!!!!!!!!!!
লীলাবতী
আমি আসলে ডাকছি না, বর্তমান প্রজন্মের সাহসের অভাবের কথা বলছি ভাইয়া 🙂
মোঃ মজিবর রহমান
সন্ত্রাস আর অভদ্রদের গহ্বরে সব সব সাহস তাদের ভিতর লুক্যিত।
প্রেম নিবেদন করতে আবার সাহস লাগে নাকি।
মুখ ফস্কিয়ে বললেই হল (3
লীলাবতী
প্রকাশ্যে সাহস লাগে ভাইয়া, এখন পর্যন্ত যে কজন বলেছে তারা সবাই ইনবক্সে। তাদেরকে বলেছি আপনি আমার ওয়ালে দিন এই মেসেজ। তা দিবেনা। সাহসের অভাব আরকি 🙂
সঞ্জয় কুমার
জীবনে কাউকে সেভাবে বলার ইচ্ছা হয়নি । যদি কোন দিনও বলি । সরাসরি বলব ,হয় হবে নয়তো না হবে ।
লীলাবতী
সরাসরিই বলবেন ভাইয়া, মেয়েরা ভিরুদের চায় না।
ইলিয়াস মাসুদ
বাঘিনীকে ভালবাসতে বিড়াল যে ক্যান আগুয় এটাই বুঝি না…
তবে সারা জীবনে বিড়াল কিন্তু প্রেমীক হিসেবে খারাপ না মনে হয়
তবে ভরসার বিষয়ে সন্দেহ আছে…
এই ইনবক্স টা প্রেম শিল্প টাকেই নরবরে করে দিছে,প্রেমীকার সামনে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাবের যে কি বিস্তর প্রস্তুতি,সেটা আর এখন ককোথায়? ভাল বলেছেন বর্তমান এফ বি মার্কা প্রেম নিয়ে
জিসান শা ইকরাম
মাসুদ ভাই আপনার মন্তব্যের প্রথম লাইনের সাথে একশত ভাগ একমত :D)
ইলিয়াস মাসুদ
:D) :D)
লীলাবতী
বিড়ালের উপর ভরসা করা যায়না মাসুদ ভাইয়া। আপনি যাদের প্রতি ইংগিত করেছেন তারা প্রত্যেকেই অত্যন্ত সফল পুরুষ। এনাদের স্ত্রীরাও যথেষ্ট আস্থা রাখেন তাদের প্রতি, কিন্তু ভাবে বুঝান না, এটি একটি কৌশল মাত্র 🙂
ইলিয়াস মাসুদ
ওরে বাপ্রে…….. কেমনে বুঝলেন?
কিছু মেয়েরা কিন্তু বিড়াল বর কেই পছন্দ করে…
আর সেই বিড়ালরা বাঘিনী বৌ এর চার পাশে শুধু ম্যাউ ম্যাউ করে
বনের হাতি আর মাউতের হাতি(সার্কাসের হাতি) কি এক হইলো ?
লীলাবতী
ব্যতিক্রম তো কিছু থাকবেই ভাইয়া 🙂
অনিকেত নন্দিনী
“জিনস প্যান্ট, ব্লু টি-সার্ট গায়ে, সানগ্লাস মাথায় দিয়ে” এইডা কী কইলেন গো ভৈনে? সানগ্লাস মাথায় দিলে চৌক্ষে কী দেয়? :p
ইনবক্সের মেসেজের ইস্ক্রিণ শট দিয়া দেন। ময়না-টিয়া-কাউয়া তদন্ত কৈরা দেহি তাগোর পিরেমের শিকড় মজবুত কিনা। 😀
লীলাবতী
দূর থেকে সানগ্লাস তো চৌক্ষে দিয়েই আসবে, কাছে এসে হাত দিয়ে কপালের উপরে উঠিয়ে রাখবে সানগ্লাস, নইলে আমাকে স্পষ্ট দেখবে কিভাবে? আমিও বা তার চোখ দেখবো কিভাবে? মুখে যা বলছে তা চোখেও বলছে কিনা বুঝতে হবেনা? 🙂
অনিকেত নন্দিনী
সাধু! সাধু!
এমন করে ভাবি নাই আগে। খুব ঠিক। চোখ তো মনের কথা বলে। চোখেও কথার ছায়া দেখাটা জরুরি।
সেই সাহসী টাইগার বান্দা কবে যে আসবে! বহুতদিন বিয়ের দাওয়াত খাইনা গো আপু। 🙁
লীলাবতী
চোখ মনের কথা বলে। তাই চোখেও কথার ছায়া দেখাটা জরুরি (y) 🙂 আমিও বহুতদিন বিয়ের দাওয়াত খাইনা 😛
ব্লগার সজীব
লীলাপু, মটর বাইক থেকে নেমে, হাতে গোলাপ ফুল নিয়ে আপনার সামনে হাটু গেরে বসে দু হাত দুদিকে প্রসারিত করে প্রপোজ করলে সবচেয়ে ভালো হবে। ভেবেছেন এটি? আজ হতে ইনবক্স চর্চাই বন্ধ করে দিলাম 🙂 আইডিয়াটি পছন্দ হয়েছে আপু, সবার সামনে গিয়ে বলতে হবে 🙂
লীলাবতী
কত ভালো একটি দৃশ্য বললে তুমি, কেনো আমার মনে আসলো না? দিয়ে দিতাম লেখার মাঝে 🙂
ব্লগার সজীব
নতুন একটি লেখার মাঝে দিয়ে দিন আপু 🙂
লীলাবতী
আমার মাথায় কি তোমার মত এত আইডিয়া আছে সজু ভাইয়া? 🙂
জিসান শা ইকরাম
যারা বিড়াল তাদের কি একটু স্বাদ আহ্লাদ নাই? বিড়াল বলে কি তাদের মাঝে ভালুবাসা নাই? 🙂
লীলাবতী
তারা তাদের মত বিড়ালিনি খুঁজে নিক 🙂
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি এমন আমিও বলতাম একসময়। ওই যে যারা গোপনে চিঠি দিতো অন্যের মাধ্যমে। জীবনে সাহস করে একটা ছেলেই বলেছিলো, কিন্তু আমি তাকে বন্ধু ছাড়া ভাবতে পারিনি।
আপনি অপেক্ষায় থাকুন নিশ্চয়ই আসবে সেই রয়েল বেঙ্গল টাইগার। জয় সুনিশ্চিত। (y)
লীলাবতী
নীলাদি আপনার একটি লেখায় কি এমন পড়েছিলাম? আসো তো প্রকাশ্যে আসো। কোথায় যে পড়লাম লেখাটি? আসুক রয়েল বেঙ্গল টাইগার 🙂
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি আমার মনে নেই। কোথায় লিখেছিলাম। তবে এ কথাটি আমি অনেককেই বলেছি যারা সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের হৃদয়ের প্রস্তাব রাখতে পারে, তারাই ব্যক্তিত্ত্ববান মানুষ।
লীলাবতী
কোথায় যে পড়েছি মনেই করতে পারছি না। আপনি আমার সাথে একমত এতেই শান্তি আমার 🙂
খসড়া
যুদ্ধে অসুরও মাঝে মাঝে জয়ী হয়। শুধু শক্তি নয় চাই প্রেম চাই আদর ভালবাসা। আবার দেবতা নয় যাকে পুজো দিতে হয়।
লীলাবতী
খুব দামী কথা বলেছেন আপু। অনেক অনেক ধন্যবাদ 🙂
মৌনতা রিতু
টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজকুমারী এলো,
রাজকুমারী, তোমার মাথায় এতো চুল কে দিলো?
রয়েল বেঙ্গল টাইগার! তাইলে দক্ষিণ বঙ্গে যেতে হবে।
যাই বিড়ালকে একটু মানিয়ে আসি! :p
লীলাবতী
:D) :p আপনি তো খুবই মাজার মানুষ আপু 🙂
মেহেরী তাজ
উফ লীলাবতী কে খুঁজিয়া পাইলাম শান্তি শান্তি…..
আপু আমি ও আপনার সাথে একমত! এমন করে বলার সাহস যার নাই তার ভালোবাসার যোগ্যতা আছে বলে আমার মনে হয় না!
আবার হারায়ে গেলে খবর আছে!
লীলাবতী
অবশেষে এলেন আপনি? এত্ত দেরী করে? আমি পোষ্ট দিলাম কবে শুনি? 🙁 বিড়ালকে ভালোবাসা যায় না 😀 আমি আছি, হারাবো না। তোমার কি অবস্থা? এক্সাম শেষ হয়নি?
মেহেরী তাজ
আপু পোষ্ট তো পড়েছি আগেই! কিন্তু প্র্যাকটিক্যাল খাতা লিখছি একটু সময় পেলেই! আসবো আপু আর একটু ফ্রী হয়ে নেই!
লীলাবতী
চিন্তা নিয়ে সোনেলায় আসতে হবেনা। প্রাকটিক্যাল পরীক্ষা শেষ হোক, এরপরে এসো -{@
ছাইরাছ হেলাল
দিল্লি কা লাড্ডু !!
লীলাবতী
তাই মনে হচ্ছে :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখা পড়েছি সবার আগে মন্তব্য দিলাম পরে সাহস ছিল না -{@
লীলাবতী
কেন ভাইয়া? 🙂 ছোট বোনকে লিখবেন তাতে সাহসের প্রয়োজন আছে নাকি? -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কথায় যুক্তি আছে,,,,তবে ছোট বোন বলেইতো আলতু ফালতু কথা বলা যায় না।অভিন্দন বোন এগিয়ে যাওয়ার সাহস দিলাম -{@
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া -{@
আবু খায়ের আনিছ
তাজ আপু কই, একটা রয়েলবেঙ্গল টাইগার ধরে এনে দিলেও ত পারে।
লীলাবতী
তাতো পারেই, সুন্দরবনে গিয়ে সব বাঘ তাজ নিয়ে গিয়েছে, তাজের নাকি সব বাঘ একারই লাগবে 🙂
মেহেরী তাজ
আপনার জন্যও একটার বরাদ্দ ছিলো আপু কিন্তু কি বলেন তো “বন্যরা বনে সুন্দর ” না কি জেনো একটা কথা আছে না! তাই ছেড়ে দিয়ে এসেছি! :p
লীলাবতী
কয়েকটা বাগ এনে বাসায় পেলে পুষে রাখা যেতো তাজ। এরপর না হয় কিছুদিন পরে বনে ছেড়ে দিয়ে আসতে 🙂
শুভ মালাকার
——-ক্ষমা করবেন আমাকে যদি কোন ত্রুটি হয়, মনে হয় আপনার লেখায় এটি আমার প্রথম মন্তব্য——–
* আমি বিড়ালকে ভালোবাসতে চাইনা, রয়েলবেঙ্গল টাইগারকে ভালোবাসতে চাই।
একাধিক টাইগার হলে তাদের মাঝে হবে যুদ্ধ, যুদ্ধে জয়ী যুবক হবে আমার ভালোবাসার জন।
** কোনো মানুষ যদি মনে করেন যে, তিনি অন্য কারো আশ্রয় ব্যতিত বাঁচতেই পারবেন না। এমনকি তিনি নিজেকে নিজে পরিচালনা করতে পারার আত্মবিশ্বাসটুকুও হারিয়ে ফেলেন। তাইলে তো তাকে অন্য সাহসী কোনো মানুষের আশ্রয়ে আশ্রিত থাকা অনিবার্য হয়ে পরে।
অন্যদিকে, যিনি নিজেকে দূর্বল মনে না করেন, তিনি অন্য কারো আশ্রয়ের কল্পনাও করেন না, কারন তিনি অন্য কোনো দূর্বলকে আশ্রয় দিতে কিংবা সাহস যোগাতে যথেষ্ট ক্ষমতা রাখেন।
*** অবশ্য আমি আপনার সাথে একমত-পোষন করি এ জন্যই যে, কারো কাছে ভালবাসার কথা উপস্থাপনায় ব্যাক্তির স্ব-শরীরে উপস্থিত থাকা-ই বাঞ্ছনীয়। এ বিষয়টাকে আপনি যে ভাবে উপস্থাপন করেছেন তাতে আপনার লেখার তাৎপর্যের হানি ঘটেছে বলেই মনে হয়। তাছাড়া, আপনি কি মনে করেন নিজের দূর্বলতা প্রকাশ করেন নি?
স্বরনে রাখবেন, “বয়স কিংবা স্বজাত্য বোধে প্রেম, ভালবাসা এমনকি বন্ধুত্ব পর্যন্তও অধিষ্টিত নয় ওট কেবল দুইটি মনের সমান্তরাল গতিবেগ মাত্র” সুতরাং না সবলতা থেকে প্রেমের জন্ম-না আত্মবিশ্বাস থেকে, বাস্তবে প্রেমর তো সম-মনা দুইটি মনের মিলন থেকেই জন্ম হয়ে থাকে। তাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন উচিত, লিখনির মাধ্যমে সমাজে সঙ্ঘাত নয় সম্প্রীতির সৃষ্টি করা উচিত প্রত্যেক লেখকের।
ভাল থাকবেন আপনি -{@
আশা রাখি আবারও কথা হবে।
লীলাবতী
আপনি সম্ভবত আমার লেখাটি সম্পুর্ন বুঝে উঠতে পারেননি। আমি চাই আমার সঙ্গী সাহসী হোক। ভালবাসার কথা আড়ালে গোপনে নয় প্রকাশ্যে বলুক। অনলাইনের কথা যদি বলেন তাহলে ইনবক্সে নয় আমার ওয়ালে লেখুক সে আমাকে ভালোবাসে। এখানে আমি আমার ইচ্ছে বা মনোভাবের কথা বলেছি। কেমন পুরুষ চাই আমি এটি বলেছি। আশাকরি এবার বুঝতে সমস্যা হবেনা আপনার।
শুভ মালাকার
ক্ষমা করবেন আবারও!
(*** অবশ্য আমি আপনার সাথে একমত-পোষন করি এ জন্যই যে, কারো কাছে ভালবাসার কথা উপস্থাপনায় ব্যাক্তির স্ব-শরীরে উপস্থিত থাকা-ই বাঞ্ছনীয়। এ বিষয়টাকে আপনি যে ভাবে উপস্থাপন করেছেন তাতে আপনার লেখার তাৎপর্যের হানি ঘটেছে বলেই মনে হয়। তাছাড়া, আপনি কি মনে করেন নিজের দূর্বলতা প্রকাশ করেন নি?)
* এই অংশের মাধমে কি এটা পতীয়মান হয় না যে আমি আপনার লেখার তাৎপর্য বুঝতে পারিছি? (অনেক মানুষ আছেন যারা, মুখে বিদ্যুৎবেগে কথা বলেন কিন্তু কাজের বেলায় কি-ই বা করেন তারা। তাই শুধু মাত্র সাহসীকতা দেখে-ই কারো কাছে সম্মতি প্রকাশ করা উচিত নয়, কারন-যারা সাহস করে “হ্যা” বলতে পারে, তারা সাহস করে “না”ও বলতে পারে। আর এ জন্যেই অনেক কে প্রতারনার স্বীকার হতে দেখা যায়)
** (তাছাড়া এটাও আমার একটা মনোভাব ছিল। এটা কোনো পরামর্শ কিংবা নির্দেশনা ছিল না। আর এটাও সত্য যে, একজনের মনোভাবের সাথে অন্য আর একজনের মনোভাবের সামঞ্জস্যতা নাও থাকতে পারে।কিন্তু মনোভাব প্রকাশের অধিকার তো সবার আছে।)
*** এটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, ব্লগিং এ আপনি আমার গুরু। তাই বলে আমাকে অধিকার থেকে বঞ্চিত করবেন না।
আপনি ভাল থাকবেন -{@
লীলাবতী
আমি যেভাবে উপস্থাপন করেছি তাতে আমার লেখার তাৎপর্যের হানি ঘটেছে বলে আমি মনে করি না। নিজের কোন দূর্বলতা মনে করিনা বলেই এই লেখা লিখেছি। আপনি যে কোনো মন্তব্য মতামত প্রকাশ করার অধিকার রাখেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইকবাল কবীর
প্রকাশ্যে ভালোবাসার কথা বলতে গেলে সৎ সাহস থাকা লাগে, এই এস এম এস যুগে সেই সৎ সাহস খুজে পাওয়াই দায়।
লীলাবতী
সঠিক বলেছেন ভাইয়া। ‘ এস এম এস যুগে সেই সৎ সাহস খুজে পাওয়াই দায়। ‘ (y)
আমার লেখায় আপনাকে স্বাগতম -{@
ইকবাল কবীর
ধন্যবাদ আপনাকে আবারও স্বাগত জানানোর জন্য।
ইকবাল কবীর
🙂 🙂 🙂 🙂 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
আমার জিনস প্যান্ট আছে।।
আছে একখান নীল টিশার্ট। কিন্তু মোটর বাইক তো নেই। ভাড়া করা জিনিসে কি আর ভালোবাসা হয়!
আপসোস আমার জন্য :p
লীলাবতী
কি আর করা, আফসোস আর আফসোস 😀
ইনজা
আসবে আপু আসবে ব্রুম ব্রুম ব্রুম্মম্মম্মম্ম করে আসবে। 🙂
লীলাবতী
আসুক, অপেক্ষায় আছি ভাইয়া 🙂
শুন্য শুন্যালয়
ওরে সর্বনাশ, ফুলনদেবীরে প্রকাশ্যে প্রপোজ করবে? যদি কল্লা নামায় দেয়। অবশ্য তারে ইনব্লক্সে মিউ মিউ করাও বিপদের কথা। তা এই পোস্টের বয়স তো প্রায় ৪ মাস, রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে? অন্য কোথাও প্রপোজাল দিলে কিন্তু মানবোনা, তাকে সোনেলায় এসে বলতে বলবেন, নইলে আমরাই ক্যান্সেল করে দেব 🙂
লীলাবতীর জন্য যুদ্ধ, একটা পোস্টের আইডিয়া আইলো। লিখুম নাকি? (3
লীলাবতী
চারদিকে বিড়ালের আনাগোনা। বাঘ নেই কোনো 🙂 ইনবক্স আজকাল আর ওপেন হয়না, মেসেঞ্জার নিতে বলে। নেবনা মেসেঞ্জার পড়বোনা ইনবক্স 🙂
দিন দিন পোষ্ট দিন 🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
যা করবো যা বলবো সবার সামনেই বলবো। লুকোচুরি করার কোন কারণই নাই।
হয়তো ঘোড়া কিংবা গাড়িতে নয়, সোজা পায়ে হেটে এসে সামনে দাঁড়িয়ে বলতে পারবো। টাইগার লায়ন যাই বলেন প্রব্লেম নাই। (3
কিন্তু কবে আর কাকে বলবো? বলার কাউকে খুজছি … :p
লীলাবতী
পাবেন পাবেন ভাইয়া, খুঁজতে থাকুন, আল্লাহ্ আপনার জোড়া নির্বাচিত করে রেখেছেন, একদিন ঠিকই পাবেন। বেশি করে দোয়া কালাম পড়ুন 🙂