অন্ধকার এক সমুদ্রে আমার প্রথম সাঁতার কাটা
হাত পা কুন্ডলী পাকিয়ে আমাকে ছোট্ট এই সমুদ্রে
আটকে রাখার দায়ভার তোমার
প্রতিবাদের প্রথম টার্গেট তাই তুমি “মা”
তোমাকে জানান দেই আমার ছোট্ট নরম পায়ে
শুধুই অপেক্ষা এক নতুন পৃথিবীর
৯ মাস ৭ দিন অনেক দীর্ঘ মনে হয়
আমার প্রথম চোখ মেলে চাওয়া
আমার কান্না তোমাদের হাসি
পৃথিবীর প্রথম দিনেই জেনে গেলাম তোমাদের নিষ্ঠুরতা
অবাক হয়ে শুধু তাকিয়ে থাকা
আলোর তীব্রতায় অসহ্য আমি কিছুটা প্রশ্নবিদ্ধ
কোনটা ভালো ছিলো অন্ধকার নাকি আলো
আমার একটু একটু হেটে বেড়ানো
নতুন রঙের ঘাগরা পরে নেচে নেচে বেড়ানো
সবকিছু ভালো লাগার বিস্ময়ে বিস্মিত
তোমার দায়িত্ব ভার কমিয়ে দিচ্ছো মা
আমাকে একলা চলতে দেয়ার এটা তোমার প্রস্তুতি
আজ আমি পূর্ণ নারী
একলা চলায় পুরোপুরি অভ্যস্ত
তাই কি? তবুও কিসের যেনো অপেক্ষা
একজোড়া হাত…একলা চলতে শিখিনি মা
তোমার হাত শুধু বদল হয়েছে
অনেক রং এর মাঝে প্রতিযোগিতায় ক্লান্ত
আজ আবার তোমার অন্ধকার অই সমুদ্রে ফিরে যেতে চাই
আরেকবার “মা”
বিঃদ্রঃ বটল ব্রাশ ফুলের এই কলি থেকে ফুলের ছবি গুলো দেবার ইচ্ছেয় লেখাটা… কিন্তু কেনো জানিনা হুট করে “মা” এর কথা মনে এলো…মনের উপরে আর ছড়ি না ঘুড়াই…
৩২টি মন্তব্য
লীলাবতী
অনেক ছবি ব্লগ দেখেছি বিভিন্ন ব্লগে । সেরাদের মাঝে প্রথম দিকে স্থান করে নিল আপনার এই ছবি ব্লগ। ছবি নির্বাচন , জীবন চক্রের সাথে মিলিয়ে কথা মালা । অপূর্ব -{@
শুন্য শুন্যালয়
এতো সুন্দর মন্তব্য লীলাবতী দি…সহস্র ভালো লাগা … -{@
মা মাটি দেশ
বাহ!সুন্দর ফুল এবং মানবচক্র।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাইয়া … -{@
নীহারিকা
ছবির সাথে অপূর্ব কথামালা। অনেক ভালো লেগেছে শুন্য -{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপু…আপনাকেও -{@
খসড়া
বাহ চমৎকার তো। -{@
শুন্য শুন্যালয়
🙂 ধন্যবাদ…ধন্যবাদ -{@
আদিব আদ্নান
মাকে নিয়ে এমন করে লেখা এবং ছবি ,
এক কথায় অনন্য সাধারণ ।
শুন্য শুন্যালয়
মাকে নিয়ে হাজার বললেও শেষ হবে না…ভালো লেগেছে বলে ধন্যবাদ …অনুপ্রেরণা অব্যাহত থাকুক ভাইয়া 🙂
জিসান শা ইকরাম
অনেক অনেক ভালো লাগলো ।
সুন্দর ছবি ব্লগ , কথা গুলোও ছবির সাথে মানিয়েছে বেশ ।
শুন্য শুন্যালয়
অনেক অনেক ধন্যবাদ বস… -{@
শিশির কনা
শুন্য শুন্যালয় ভাইয়া , আপনার লেখা ছবি ব্লগ দেখেতো আপনার ভক্ত হয়ে উঠছি 🙂 ছবিগুলো কি আপনার তোলা ? খুব ভালো লেগেছে পোস্ট ।
শুন্য শুন্যালয়
আমি ভাইয়া হইলাম কবে ^:^ হুম আমার তোলা ছবি…আমার ভক্ত হয়ে উঠছি কি, তাড়াতাড়ি হোন..:) অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য…
আমার স্বপ্ন ও মনের কথা
অনেক ভালো লেগেছে কিন্তু আপানর মা কি সোনেলায় আসেন?
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে বলে ভালো লাগলো … যেখান থেকেই লিখুন না কেনো, মা সব দেখতে পায়. শুনতে পায়…
রাইসুল জজ্
শেষেরটা সব থেকে বেশি ভালো লেগেছে । চালিয়ে যান ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাইয়া …চলছে চলবে 🙂
ছাইরাছ হেলাল
বাহ্ দারুণ ,
এমন লেখা এত দিন কোথায় ছিল ?
শুন্য শুন্যালয়
🙂 এমন অনুপ্রেরণা পেলে লেখা আস্তে আস্তে এমনি বের হবে ..
রকিব লিখন
অনেক রং এর মাঝে প্রতিযোগিতায় ক্লান্ত
আজ আবার তোমার অন্ধকার অই সমুদ্রে ফিরে যেতে চাই
আরেকবার “মা”
—-আমিও জয়ী হতে চাই দিব্য সুখে আপণার মত এই প্রতিযোগিতায়।। :v
শুন্য শুন্যালয়
জয়ী হয়ে যান লিখন ভাইয়া …শুভ কামনা -{@
তার ছেঁড়া
অসাধারণ বললেও কম হয়ে যাবে আপু । 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ দিলেও তা কম পরে যাচ্ছে। পেছনের দিকে আসলে পুরনো সব মুখগুলো দেখতে মন্দ লাগেনা।
জুলিয়াস সিজার
খুবই সুন্দর।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ সিজার।
প্রহেলিকা
লেখার সাথে ভাবনা, ভাবনার সাথে জগতের বাস্তবিক ধারা, এবং এই বাস্তবিক জীবন ধারার সাথে একটি কলির ফুল হয়ে উঠার ছবিগুলো সত্যি অসাধারণ। দারুন সমন্বয় ঘটিয়েছেন, এই প্রথম আমি অবাক হইনি, অবাক উঠে এসেছে চোখে। 😮
শুন্য শুন্যালয়
প্রশংসা করা আপনার কাছ থেকে শিখে নেয়া হলোনা। ধন্যবাদ আপ্রাণ পেছন থেকে ঘুরে যাবার জন্য। ভালো থাকুন।
অরণ্য
আপনার মাতৃত্ববোধকে সালাম।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপনাকে অরণ্য।
নীলাঞ্জনা নীলা
আপু লেখাটি অফলাইনে থেকে পড়েছিলাম। ছবিগুলোর কথা কি বলবো! এভাবে ছবির সাথে লেখার মিল আমায় দিয়ে হয়না।
“মা” একটি অক্ষরে বিশাল গভীর একটি অর্থবহ শব্দ, যেখানে একই সাথে অনুভূতি-আবেগ-আদর-মায়া-মমতা-স্নেহছায়া-আশ্রয়-প্রশ্রয়-ভালোবাসা সব পাওয়া যায়। -{@ (3
শুন্য শুন্যালয়
ছবিগুলো আগে তুলেছিলাম। এরপর লিখেছি হুট করেই। তুমি সুন্দর ছবি তোল। মিলও হয়। কে বললো হয়না!! বিজলীর ছবিটা দিয়ে সেদিন যা লিখলে, মনে হলো এ লেখাটির জন্যেই এই ছবি।
হুম “মা” শব্দটা যে অন্য অন্যরকম। আমিও মা ভাবলে যেন কেমন লাগে 🙂 (3