ঈর্ষাকে আমি দেখেছি
সদ্য যৌবন হারিয়ে ফেলা যুবক-যুবতির চোখে !
ঈর্ষাকে আমি দেখেছি
আমারি বন্ধুর চোখে যখন আমি পেরেছি,সে পারেনি !
ঈর্ষাকে আমি দেখেছি
বাচ্চার সেই অবুঝ চোখে যখন মা অন্য কোন বাচ্চাকে কোলে নেয় !
ঈর্ষাকে আমি দেখেছি-বুঝেছি
আমারি মনের জড়তায়,নিচুতায় !
পাশের ঘরের মেয়েটির যখন ভাল পাত্র জোটে
তখনও আমি ঈর্ষাকে দেখেছি
অন্য ঘরের ভাল পাত্র না জোটা মেয়েটির চোখে !
ঈর্ষাকে আমি দেখছি
ইস্কুলে পড়ার সময় ক্লাসের ১ম ছাত্র থেকে ৫ম ছাত্রদের চোখে !
ঈর্ষাকে আমি দেখেছি
বাপ-মায়ের আমার কাছে আবদারের মাঝেই
যখন পাশের ঘরের কেউ বড় হয় !
ঈর্ষাকে আমি দেখেছি
বড় ভাই ইস্কুলে যাওয়া দেখে ছোট ভাইয়ের আর্তনাদে !
ঈর্ষাকে আমি দেখেছি
অফিসের কলিগদের মাঝেই প্রমোশনের লোভে !
ঈর্ষাকে আমি দেখেছি
ইষ্যৎ ভাবে ঈর্ষান্বিত রুপে !
ঈর্ষাকে আমি দেখেছি
এক রুপ হতে ভিন্ন রুপে-হাজারো রুপে !
তবে ঈর্ষাকে আমি দেখিনি
কোন রাজনৈতিক দলের মাঝে
ভাল কিছু করার প্রয়াসে !
দেখেছি শুধু
খারাপ উদ্দ্যেশ্য সাধনের প্রতিযোগীতায় !!
আর কত ঈর্ষা আমায় দেখতে হবে?
২৫টি মন্তব্য
মিসু
ঈর্ষাকে আমি দেখি আপনার এত সুন্দর কবিতা পড়ার পরে আমার মাঝে ।
সিহাব
ধন্যবাদ মিসু ভাই 🙂
আপনার ঈর্ষা করার ধরন দেখেই আমি আরেকবার ঈর্ষান্বিত হয়েছি সেই ধরনের…
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
আপনার প্রথম লেখাটি ই কিন্তু অনেক সুন্দর ।
সুন্দরের ঈর্ষায় কিন্তু ঈর্ষান্বিত হচ্ছি ।
সিহাব
ধন্যবাদ হেলাল ভাই… 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রথম লেখায়ই বুঝিয়ে দিলেন যে আপনি ভালো লিখতে পারেন ।
এমন লিখতে পারা কবিদের কিছুটা ঈর্ষা আমিও কিন্তু করি 🙂
শুভ কামনা
শুভ ব্লগিং ।
সিহাব
অনেক ধন্যবাদ জিসান ভাই… 🙂
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন…আমার মাথায় শুধু এই কথাটাই ঘুরছে .. 🙁 .পরের গুলো ভাল করার চেষ্টা করব …
খসড়া
আর যাই লিখি কবিতা কদাচিৎ নয়। আপনাকে ঈর্ষা করা শুরু করলাম।
সিহাব
স্বাভাবিক…আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঈর্ষা উপস্থিত, শুধু অজুহাত পাওয়ার অপেক্ষায়… :p
মর্তুজা হাসান সৈকত
সহজ সরল সাবলীল প্রকাশভঙ্গী । ভালো লিখেছেন ।
মর্তুজা হাসান সৈকত
সহজ সরল সাবলীল প্রকাশভঙ্গী । শুরুতেই সুন্দর দিয়ে শুরু ।
সিহাব
অনেক ধন্যবাদ মর্তূজা ভাই… 🙂
ব্লগার সজীব
ভালো লিখেছেন ভাই । লাইন্যের বিন্যাসটি চমৎকার (y)
সিহাব
অনেক ধন্যবাদ সজীব ভাই… 🙂
প্রজন্ম ৭১
বেশ ভালো লিখেছেন (y) (y)
সিহাব
ধন্যবাদ 🙂
ফাহিমা কানিজ লাভা
এহ্, কি বিশ্রী কবিতা। এইটা কিছু হইলো?? :p
সিহাব
বিশ্রীই তো বটে…আমি শ্রী দেয়ার চেষ্টা এতটুকুও করি নি…করলে হয়ত কিছু হইত… ;?
আদিব আদ্নান
এত ঈর্ষা একটু বেশি বেশিই লাগছে ।
লিখবেন নিয়ম করে ।
সিহাব
বেশি আছে বলেই লাগছে… লেখার চেষ্টা করব…
লীলাবতী
ভালো লিখেছেন সিহাব ভাইয়া -{@
সিহাব
অশেষ ধন্যবাদ, লীলাবতী…
কৃন্তনিকা
ঈর্ষা ঈর্ষা ঈর্ষা…
বড্ড ঈর্ষা…
ঈর্ষা ছাড়া যে লাইফ ইম্পসিবল 😛
(y) (y) (y)
সিহাব
হুম…ঈর্ষা করেই কিন্তু ভাল কিছু করা যায়…কিন্তু আমরা ভাল কিছুর ঈর্ষা খূব কমই করি…
মিসু
আমাকে ভাই বলে ;( ;(
সিহাব
😮 😮 😮
তাহলে আপনি কি আমার জানা ছিল না !!