আমার চাওয়াগুলো না হয় অপূর্ণই থেকে যাক আগের মতোই
তুমি অভুক্ত রেখেছো বলেই তো বার বার ছুটে আসি
ক্ষুধা মেটানোর আশায়
অতৃপ্ত আত্মা নিয়ে ফিরে আসি গোধুলী বেলায়
আবার মিলিত হবো বলে।
ভালোবাসা আজ না হয় অপূর্ণই থেকে যাক
পূর্ণ করে দিও অন্য কোন দিন,
আমি তোমার মনের অলি-গলিতে হেঁটে বেড়াই সর্বদা
সময়ের ঘড়ি আমার কাছে আত্মসমর্পণ করেছে অনেক আগেই
আমার সব্যসাচী হাত একদিন ঠিকই তোমায় খুঁজে নিবে।
১৮টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর অনুভূতি ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ আপু
ছন্নছাড়া
ভালোবাসায় কখনো তৃপ্তটা পায় না ……………
ওতৃপ্ততা আছে বলেই ভালোবাসার রং এতো সুন্দর ………
যার মনে এতো ভালোবাসা সে অবশ্যই পাবে তার ভালোবাসার হাত (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য
মা মাটি দেশ
সুন্দর আবেগময় রোমান্টিক কবিতা (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ আমার পাতায় আগমনের জন্য। ভাল থাকবেন
তন্দ্রা
ভাইরে নচিকেতার মত হলে ঠিক আছে।
যদি ভালবাস একজনকে তাহলে ছোট মনের অধিকারী,
আর বেশি জন কে ভালবাস্ লে বৃহৎ মন।
ব্যারথতায় হয়তো তৃপ্ত, আমি অসুখী।
সুন্দর ভাই।
বৈশাখী ঝড়
বেশ সুন্দর বলেছেন। আমার কবিতার চেয়েও বেশি। ধন্যবাদ
নীলকন্ঠ জয়
আমি অসুখী একজন। ভালোবাসায় অতৃপ্ত। ভালো লেগেছে কবিতা।। -{@
বৈশাখী ঝড়
কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম
স্বপ্ন
খুব সুন্দর অনুভুতি
বৈশাখী ঝড়
ধন্যবাদ
খসড়া
বৈশাখী ঝড় দেখছি ঝড় এর মত কবিতা লিখে চল ছেন।
বৈশাখী ঝড়
পাশে থাকার জন্য ধন্যবাদ
জিসান শা ইকরাম
সুন্দর
শুভকামনা ।
বৈশাখী ঝড়
শুভ কামনা রইল আপনার জন্যও। ভাল থাকবেন
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো … (y)
বৈশাখী ঝড়
অনেক ধন্যবাদ