এই পোষ্ট দেয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সোনেলায় ব্লগিং করি,তারা বুঝতে পারবো, কোন ধরনের লেখা পাঠক সমাদৃত হয় বেশি।যাতে আমরা সেসব লেখায় উৎসাহী হতে পারি। এই পোষ্টের তথ্য সরবরাহ করেছেন সোনেলা ব্লগ টীম।ধন্যবাদ সোনেলা ব্লগকে।
তাহলে আসুন দেখা যাক ২০১৪ সনে সোনেলা ব্লগে প্রকাশিত সর্বাধিক পঠিত ২০ পোষ্ট কোনগুলোঃ
১। ই-বুকে বিজয় মাসের সোনেলা
এটি লিখেছেন ছাইরাছ হেলাল। পোষ্টটি ৩৭৭৮ বার পঠিত।
সোনেলার প্রথম ই-বুক প্রকাশনা।পাঠকদের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে বুঝাই যাচ্ছে। বিজয়ের মাসে ‘ আমাদের বিজয় পড়ে পাওয়া খোলামকুচি নয়,নয় কারও দয়ার দান।এক নদী রক্তবিনিময়ের এ স্বাধীনতা,সময় এসেছে ঋণ পরিশোধের।এ হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। ‘ এই শ্লোগানকে ধারন করে প্রকাশিত পোষ্ট হতে বাছাই করা পোষ্ট নিয়ে এই ই-বুক প্রকাশিত হয়েছিল।
২। সোনেলার ব্লগারদের পোষ্ট নিয়ে প্রকাশ হচ্ছে ই-বুকঃযে সমস্ত ব্লগারের পোষ্ট নির্বাচিত
এটি লিখেছেন ব্লগ সঞ্চালক। পোষ্টটি ৩২৫৯ বার পঠিত।
ই-বুকে যে সমস্ত ব্লগারের লেখা নির্বাচিত হয়েছিল,তাদের নাম এখানে দিয়ে পোষ্ট দেয়া হয়েছিল।নাম এবং ই-বুক সম্পর্কিত আপডেট জানার জন্য পাঠকদের আগ্রহ ছিল দেখা যাচ্ছে.।
৩ । বিশ্বের কিছু নিষিদ্ধ বইয়ের গল্প…
এটি লিখেছেন নির্বাসিত নীল। পোষ্টটি ৩২৩৯ বার পঠিত।
বিভিন্ন কারনে বিশ্বের তেরটি নিষিদ্ধ বই এর নাম এবং এর ডাউনলোড লিংক সহ এই পোষ্ট। উপরের ১ এবং ২ নং পোষ্ট ছিল ষ্টিকি পোষ্ট,স্বাভাবিক ভাবেই ষ্টিকি পোষ্ট এর পঠন বেশি হয়।সাধারন পোষ্ট হিসেবে এর পঠন সবচেয়ে বেশি। এই পোষ্ট এর প্রতি এত আগ্রহ থাকায় প্রমান হয় যে,নিষিদ্ধ কোন কিছুর প্রতি মানুষের আগ্রহ আদম হাওয়া হতে এখনো চলছে।
ব্লগার নির্বাসিত নীল নিয়মিত নন সোনেলায়,তিনি কি জানবেন যে তার পোষ্ট এত জনপ্রিয় ছিল?
৪। হুঁশিয়ারি
এটি লিখেছেন শুন্য শুন্যালয়। পোষ্টটি ২৮০৬ বার পঠিত।
একজন সই,বান্ধবীকে আদরে শ্রদ্ধায় ভালোবাসায় হুমকি দিয়ে লেখা এই পোষ্ট।এ ধরনের লেখার সুচনা করেন সোনেলায় ব্লগার শুন্য শুন্যালয়। এরপর তো ইতিহাস হয়ে যায় দুই সইয়ের যুদ্ধ।একদিকে শুন্য শুন্যালয়,অন্যদিকে বনলতা সেন।এ বিষয়ে দুজনের প্রতিটি লেখাই পাঠকদের মনযোগ কেড়ে নেয় এবং সপ্তাহের শীর্ষ পঠিত হিসেবে স্থান করে নেয়।
৫ । মায়াবতী
এটি লিখেছেন শুন্য শুন্যালয়। পোষ্টটি ২৬৪৬ বার পঠিত।
এ লেখাটিও সইকে নিয়ে,ব্লগার শুন্য শুন্যালয় জানিয়েছেন বনলতা সেনকে তিনি কিভাবে দেখেন। তার ভাষায় ” শুধু লেখাতেই মুখপুরি রাতকে আদরে আহ্লাদে জড়িয়ে নেয়নি সে, সোনেলায় আসবার পর থেকে এই আমাকেই বন্ধুর মতো, স্নেহ আদরে ঢেকে রেখেছে। মন খারাপ করে লেখা কবিতা অচিরেই বদলে দিয়ে আমাকে অবাক আর আনন্দে ভাসিয়েছে সে। আমার ভোরকে সে তার মতো করে নতুন করে দেখিয়েছে।
কিছু মানুষের সহজাত বোধ, ইচ্ছেগুলো আরেকজনকে প্রভাবিত করে, হয়তো তার অগোচরেই। মায়াবতীরা এভাবেই ঘিরে থাকুক কাউকে না কাউকে… ”
৬ । বিদ্যুৎ বিপর্যয়ঃ আমরা প্রমান করেছি,আমেরিকানদের চেয়ে আমরা সভ্য
এটি লিখেছেন জিসান শা ইকরাম। পোষ্টটি ২৬৩৬ বার পঠিত।
আমরা স্বপ্ন দেখি আমাদের দেশকে নিয়ে।আমরা আমাদের দেশ জাতি নিয়ে গর্বিত হতে চাই।এ লেখাটিতে আছে এক আশা জাগানিয়া দেশের স্বপ্ন।
” কতো প্রতিকূলতার মাঝে আমাদের দেশের মানুষ। অশিক্ষা, কুশিক্ষা, অনাহার, অসচেতনতা,ধর্মান্ধতা ছাপিয়েও আমরা এক গর্বিত জাতি। যে জাতি অবশ্যই অনেক সহনশীল এবং একটি যুদ্ধের মাধ্যমে সৃষ্ট। আমরা গর্ব নিয়ে বলতেই পারি আমাদের দেশটির জন্ম হয়েছে আমাদের পুর্ব পুরুষদের রক্তের বিনিময়, লড়াই করে।”
৭ । আজ যদি …..
এটি লিখেছেন আগুন রঙের শিমুল । পোষ্টটি ২৪০৬ বার পঠিত।
ভালোবাসার একান্ত জনকে করা কিছু আবেগি প্রশ্ন দিয়ে গড়া এই পোষ্ট।এমন আবেগ দিয়ে লেখা একমাত্র ব্লগার শিমুলকেই মানায়।তার কবিতায় দ্বিতীয় একজনকে দেখা যায় সব সময়।
৮ । নাসরীন আক্তারের (ছদ্ম নাম) পতিতা হওয়ার কাহিনী
এটি লিখেছেন স্বপ্ন নীলা। পোষ্টটি ২৩৪৮ বার পঠিত।
নাসরীন ছদ্ম নামে এক জন নারীর পতিতা হওয়ার সত্যি কাহিনী নিয়ে একটি অসাধারন পোষ্ট দিয়েছিলেন ব্লগার স্বপ্ন নীলা। নাসরীনের কাহিনী পড়ে যে কোন কঠিন হৃদয়ের মানুষেরও বুক কেঁপে উঠবে।কত নির্মম আমাদের এই সমাজ।
৯ । সালঙ্কারা সোনেলা
এটি লিখেছেন বনলতা সেন। পোষ্টটি ২২৬০ বার পঠিত।
সোনেলা ব্লগকে ভালবেসে সোনেলাকে নিয়ে বনলতা সেন প্রকাশ করেছেন তার একান্ত অনুভুতি। সোনেলাকে ভালবেসে এত সুন্দর করে অন্য কোন ব্লগার ইতিপুর্বে আর লিখতে পারেননি বলেই আমার মনে হয়।
১০ । শুভেচ্ছা সবাইকে
এটি লিখেছেন ব্লগ সঞ্চালক। পোষ্টটি ২২৪১ বার পঠিত।
সোনেলার বর্ষপুর্তি উপলক্ষে সোনেলার পক্ষ হতে শুভেচ্ছা মুলক পোষ্ট।সোনেলাকে নিয়ে বিভিন্ন ব্লগারের কয়েকটি পোষ্টের লিংক আছে এই পোষ্টে।
১১ । সোনেলার কিছু পরিবর্তন:মতামত আশা করছি
এটি লিখেছেন ব্লগ সঞ্চালক। পোষ্টটি ২২২৫ বার পঠিত।
সোনেলা ব্লগ যে কোন পরিবর্তনের সময়ে পাঠকদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছে। কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া নয়, পাঠকের মতামতের ভিত্তিতে পরিবর্তন সংযোজনের সিদ্ধান্ত ইতিপূর্বে নেয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। নতুন পরিবর্তন সম্পর্কে ব্লগারদের মতামত গ্রহন করা হয়েছে এই পোষ্টে।
১২ । জন্মদিনের শুভেচ্ছা —
এটি লিখেছেন জিসান শা ইকরাম। পোষ্টটি ২০৪২ বার পঠিত।
জন্মদিনের শুভেচ্ছা পোষ্টে এ ব্লগার জীসান শা ইকরাম এখনো অতুলনিয়।অন্য এক ব্লগে একজনের জন্মদিনে শুভেচ্ছা পোষ্টে মন্তব্যের রেকর্ড এখনো তার দখলে। সোনেলার এই পোষ্ট দিয়েছেন সহ ব্লগার বন্দনা কবীর এর জন্মদিন উপলক্ষে। লেখাটিতে বন্দনা কবির এর লেখা চৌদ্দটি বই এর নাম দেয়া আছে।
১৩ । রেল ষ্টেশন: রেল লাইন বহে সমান্তরাল
এটি লিখেছেন জিসান শা ইকরাম। পোষ্টটি ২০৩৯ বার পঠিত।
রেল ষ্টেশন প্রিয় মানুষ জিসান শা ইকরাম।রেল ষ্টেশনে গিয়ে তার বিভিন্ন অনুভুতি প্রকাশ করেছেন তিনি এই পোষ্ট।তার কথায়–
” ঝক্ঝকে জীবনের প্রত্যাশা আছেই সবার মত আমারো। একটি সুন্দর ট্রেন আসবে,যার নাম জীবন ট্রেন
তার যাত্রী হবো আমি। ট্রেনের সব যাত্রীর গন্তব্য এক।
বহুদূরের সেই গন্তব্যে পাখির কথা মানুষ বুঝবে,
বুঝবে পাহাড়, ঝর্না, নদী, সাগর , ফুলের কথা।
আকাশের তারার সাথে গাল গল্প ,
জোনাকির সাথে আলো ভাগাভাগি, কপালে মুখে জোনাকিরা এসে আলো মেখে দিবে।
আমার এ জীবনের বাইরের সে জীবন, শুধু আনন্দের আলো সে জীবনে। ”
১৪ । ইয়াম্মি ইয়াম্মি
এটি লিখেছেন বনলতা সেন। পোষ্টটি ১৯৬৩ বার পঠিত।
লেখাটিতে দুটি অংশ প্রথম অংশে ভোর এসেছে প্রিয়জনের কাছে খুব অন্তরঙ্গ পরিবেশে কথা
বলার জন্য।এই প্রথম সে নিজ মুখে কথা বলছে। তার আর এক প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানোর গোপন কথা।এখানে ত্রিভূজ ভালুবাসা।ভোর বেচারী লজ্জা পেয়ে পালিয়েছে। লজ্জা না পেয়েই বা উপায় কী?
বিখ্যাত মেলা। এক অংশে পুরোপুরি ন্যাংটা সন্ন্যাসীদের রাজত্ব। ভোরই জানে কী কী দেখেছে সে।
এখানে ভোরের সাথে কাথাবার্তায় সম্পর্কের উষ্ণতা ও গভীরতা লক্ষ্যণীয়।প্রতিটি লাইন,শব্দ ও অক্ষর
পরম মমতায় এবং যত্নে ব্যাবহার করা হয়েছে ।
দ্বিতীয় অংশে ভোরের প্রতি সুতীব্র ভালুবাসা প্রকাশ করে আপনাকে ভরকে দেয়ার চেষ্টা ও চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তার শ্নেহের শুন্য শুন্যালয়ের প্রতি।
১৫ । পুরুষবাদি সমাজে নারীর গৃহিণী পেশার মুল্য কতখানি?
এটি লিখেছেন আম্মানসুরা। পোষ্টটি ১৮৭৪ বার পঠিত।
এই লেখায় সমাজে নারীর গৃহিণি পেশার মুল্য কতটুকু তা বলেছেন ব্লগার। ব্লগারের কথায় ” একজন স্ত্রী হল- একজন রাধুনি, পরিচ্ছন্নতাকর্মী, রিসিপসনিস্ট, আয়া, ট্রেজারার, ম্যানেজার, কাওন্সেলর ইত্যাদি ইত্যাদি।একটা সংসার একটা রাষ্ট্রের মিনি কপি বললে ভুল হবে না। অথচ সংসার চালানোর যোগ্যতা কে কোন পেশা হিসাবে সন্মান দেয়া হয় না। গৃহিণী মানে স্বামীর অন্নগ্রহণকারী পরনির্ভরশীল স্ত্রী!!! ”
অসাধারন এই পোষ্টের পাঠকদের মাঝে গ্রহনযগ্যতা দেখে আমরা বুঝতে পারি,আমরা আসলে এ বিষয়ে সচেতন বা সচেতন হতে চাই।
ব্লগার আম্মানসুরা এখন আর লেখেন না সোনেলায়। সোনেলার প্রতি অনুরোধ,এই শক্তিশালী ব্লগারকে ফিরিয়ে আনা যায় কিনা ভেবে দেখুন।
১৬ । পাখি- শার মিন- বোঝেনা সে বোঝেনা
এটি লিখেছেন লীলাবতী। পোষ্টটি ১৮৬৫ বার পঠিত।
”গৃহবধূ শারমিন আক্তার ঈদে পাখি থ্রি-পিস কিনে না দেয়ায় তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে। ” এই খবরকে ভিত্তি করে তুমুল জনপ্রিয় পাখি ড্রেস নিয়ে একটি রম্য পোষ্ট দিয়েছেন ব্লগার লীলাবতী (এখানে লীলাবতী তার জামার কলার এ ঝাকুনি দিচ্ছে,এমন দৃশ্য কল্পনা করতে হবে) 🙂
১৭ । হারানো সুর
এটি লিখেছেন স্বপ্ন নীলা। পোষ্টটি ১৭৫৯ বার পঠিত।
খুব কাছের এবং প্রিয় একজন কেউ হারিয়ে গিয়েছে,তাকে নিয়ে সুন্দর এক কবিতা লিখেছেন ব্লগার স্বপ্ন নীলা। এসব তার একান্ত অনুভুতির আন্তরিক প্রকাশ।একটি কবিতার এত পাঠক সংখ্যা দেখে খুবই অবাক হয়েছি আমি।
১৮ । একরাত চোরের সাথে
এটি লিখেছেন খসড়া। পোষ্টটি ১৭৪৭ বার পঠিত।
বাড়িতে চুরি করতে আসা চোরদের পাকড়াও করার মজাদার অভিজ্ঞতা নিয়ে এই পোষ্ট লিখেছিলেন ব্লগার খসড়া ভাইয়া।যিনি পরবর্তিতে খসড়া আপু হয়ে গিয়েছেন।যারা এখনো এই পোষ্ট পড়েননি,অনুরোধ করবো পোষ্ট টি পড়ুন।না পড়লে মিস করবেন।
১৯ । নিশি রাত
এটি লিখেছেন ছাইরাছ হেলাল। পোষ্টটি ১৭৪৬ বার পঠিত।
রাতকে নিয়ে ব্লগার ছাইরাছ হেলাল তার একান্ত অনুভুতি প্রকাশ করেছেন
” ‘নিশি রাত’ লেখাটিতে রাতের অনেক বিরূপতা সত্ত্বেও রাতের প্রতি গভীর ভালোবাসার
কথা বলার চেষ্টা করা হয়েছে ”…… ছাইরাছ হেলাল এর মন্তব্য থেকে।
২০। হায়রে প্রেম
এটি লিখেছেন খসড়া। পোষ্টটি ১৭০৯ বার পঠিত।
একটি কবিতার পোষ্ট।কে একজন ভালবেসে ব্লগার খসড়াকে প্রতিদিন এমন একটি কবিতা পাঠিয়ে দেন।
কত সৌভাগ্য ব্লগার খসড়ার।এই কবিতার পাঠক প্রিয়তা দেখে ব্লগার খসড়া নিশ্চয়ই আরো কবিতা প্রকাশ করবেন।আমরা না হয় প্রেরকের নাম নাই জানলাম।
সোনেলা ব্লগের সহযোগিতা না পেলে এমন লেখা পোষ্ট করা সম্ভব হতো না।ধন্যবাদ সোনেলা।
আমার এই পোষ্ট সোনেলার সমস্ত ব্লগারগন কে উৎসর্গ করলাম।
সবার জন্য শুভেচ্ছা -{@
১০৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি গন্ধমাদন পর্বত তুলে এনেছেন।
পরে আবার লিখব।
লীলাবতী
২০ টি পোষ্ট খুঁজে লিংক দেয়া,সব পোষ্ট গুলো পড়ে পোষ্ট সম্পর্কে কিছু লেখা কিছুটা কষ্টকর ছিল।পোষ্ট দেয়ার পরে ভালো লাগছে 🙂 আপনার নিশি রাত ভালভাবে বুঝিনি।তাই লিখতে পারিনি কিছুই :p
আবু জাকারিয়া
এই পোস্টগুলো পড়ার আগ্রহ তৈরী হল। ধন্যবাদ এমন সুন্দর একটা পোস্ট উপহার দেয়ার জন্য।
লীলাবতী
পড়ে দেখবেন সময় পেলে,বুঝতে পারবেন কেমন লেখা পাঠকগন পছন্দ করেন।ধন্যবাদ।
মারজানা ফেরদৌস রুবা
প্রথম দুটু ছাড়া সবগুলো পোষ্টই আমার কাছে নতুন। ভালো হয়েছে সময়সুযোগ মতো পড়া যাবে। আর আইডিয়াও পাওযা গেলো বেশ।
অনেক ধন্যবাদ বিস্তারিত বিশ্লেষণের জন্য।
লীলাবতী
সময় নিয়ে পড়ুন আপু,ভালো লাগবে লেখাগুলো।
জিসান শা ইকরাম
খুব কঠিন একটি কাজ করেছেন
মডুরা ভালোই সহযোগিতা করেছেন দেখলাম
আন্দোলন যে আপনি করতে পারেন,এই হুঁশিয়ারী বজায় রাখবেন।
পোষ্ট বিশ্লেষণ করা হবে।
লীলাবতী
হুঁশিয়ারী বজায় থাকবে।কি সহযোগিতা করেছেন মডুরা তা আমি জানি আর মডুরা।কিছু স্কীন সট পাঠিয়েছেন।লিংক পাঠালে ভালো হতো 🙁
আগুন রঙের শিমুল
মানায়।তার কবিতায় দ্বিতীয় একজনকে দেখা যায় সব সময়।
যে লেখে কবিতা ,সে আমি নয় । আমি নয় কিছুতেই – তারে আমিও খুজে ফিরি
লীলাবতী
যে কবিতা লেখে সে আপনি নন,এজন্যই তো দ্বিতীয় একজনের উপস্থিতি দেখি আমরা।সে আপনারই তৈরী একজন 🙂
হিলিয়াম এইচ ই
আপনি খুব কষ্ট করেছেন বুঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
মডুরেও ধন্যবাদ।
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া -{@
সঞ্জয় কুমার
যাস্ট অসাধারণ । সাথে কিছু মিস করা ভাল লেখার সন্ধান পেলাম । । অনেক ধন্যবাদ আপনাকে ।
লীলাবতী
ধন্যবাদ আপনাকেও ভাইয়া -{@
স্বপ্ন নীলা
নিজের পোস্ট দেখেই চোখ ছানাবড়া হয়ে গেল — জামার কলারের অভাব অনুভব করছি আপু, মনে হচ্ছে জামায় কলার ধরে একটুখানি ঝাকুনি দেই –হা হা হা ——–
আপু স্যালুট নিও —। এই উদ্যোগকে স্বাগত জানাই –অনেক কষ্টসাধ্য একটি করেছো আপু —
এমনিতো চাই –। আমরা পুরাতন হয়ে গিয়েছি– আপনাদেরকেই নেতৃত্ব নিতে হবে সব কিছুতেই —
আপুরে অন্তর থেকে ধন্যবাদ
মডুদের দৃষ্টি আকর্ষণ ঃ একটা প্রিয় বাটনের অভাব খুবই অনুভব করছি —-এটার আছে মহা সুবিধা –ব্লগারগন তাদের পছন্দমত লেখা প্রিয়তে রেখে দিতে পারবে। এক দফা এক দাবি — প্রিয় বাটন ! প্রিয় বাটন —দিতে হবে, দিয়ে দিন —
লীলাবতী
ইচ্ছে যখন হয়েছে একটি কলার ওয়ালা জামা কিনে দুটো ঝাকুনি দিন আপু।সখ বলে কথা 🙂 প্রিয় বাটনের জন্য আন্দোলন করতে হবে দেখছি 😀 ধন্যবাদ আপু -{@
জিসান শা ইকরাম
শুধু প্রিয় বাটন না, আরো কিছু দাবী জানালাম মডুদের কাছেঃ
১। প্রতি পোষ্ট কতবার পঠিত হয় এটি দেখতে চাই।
২। শীর্ষ ১০ মন্তব্যকারীর নাম পুর্বে দেখতাম আমরা।হঠাৎ বন্ধ করা হলো কেন? ওটা আবার চাই।
৩। লাইক বাটন চাই
৪। সব ব্লগারগনের প্রফাইলে কদিন ব্লগিং করছেন,কতটি পোষ্ট দিয়েছেন,কতটা মন্তব্য করেছেন,কতটা মন্তব্য পেয়েছেন- এসব দেখতে চাই।
আপাতত এই দাবী জানালাম মডুদের কাছে, আরো যোগ হতে পারে।
শুন্য শুন্যালয়
কার কাছে দাবী জানাইলেন জিসান ভাই? মডু, ও আচ্ছা। এইসব হট লিঙ্ক টিংকের ব্যাপার, সবাই লীলা না।
সবগুলো দাবীর সাথে একাত্মতা জানাইলাম, তবে লাইক নিয়া আমার ব্যাপক সন্দেহ আছে, এইটা ভাইরাল ফ্লু। দাবী যখন আপনি জানাইছেন, মডুরা করতে বাধ্য, পকেটে হাত দেখলেই ডরায় লোকে।
লীলাবতী
লাইক বাটন আমারো পছন্দ না,এটি একটি ভাইরাস এর মত হবে।এসেই লাইক দিয়ে চলে যাবে।
লীলাবতী
এত কিছুর দাবী জানালেন জিসান ভাইয়া?এত নরম কথায় মডুরা দাবী মানবে বলে মনে হয়না। আন্দোলনের ডাক দিতে হবে আবার দেখছি 😀 ^:^
ব্লগার সজীব
২০১৫ এর বছরের শীর্ষ ২০ এ ব্লগার সজীব এর কোন পোষ্ট স্থান পাবে এই আশাবাদ ব্যাক্ত করছি।আজ থেকে সিরিয়াস ব্লগিং আরম্ভ করলাম।আমার লেখা পাঠকরা পড়তে পড়তে চোখ ব্যাথা হবার পর অনুরোধ করবেন,প্লিজ আপনি এমন লেখা আর লিখবেন না,তেমন ব্যবস্থা করছি।
ভালও লেখার কদর অবশ্যই আছে।খুব কষ্ট করেছেন আপনি পোষ্ট তৈরী করতে।এর প্রতিটি লেখা আবার পড়বো।ধন্যবাদ আপনাকে লীলা আপু -{@
আগুন রঙের শিমুল
(y) (3
লীলাবতী
‘আমার লেখা পাঠকরা পড়তে পড়তে চোখ ব্যাথা হবার পর অনুরোধ করবেন,প্লিজ আপনি এমন লেখা আর লিখবেন না’ :D) :D) আচ্ছা আচ্ছা অপেক্ষা করছি তেমন লেখার 😀 তবে এটি আপনাকে বলতে পারি,ব্লগার সজীব আমার সবচেয়ে আদরের প্রিয় ব্লগার (3 ধন্যবাদ সজীব -{@
শুন্য শুন্যালয়
তাই নাকি লীলাদি? ইনবক্স মনে হয় এখনো পাননি, নইলে ব্লক দিতে বাধ্য হইতেন 😛
লীলাবতী
ব্লক করতাম না,সব ক্ষমা করে দিতাম।ভুল তো মানুষই করে।আমার ধারনা সজীব ইচ্ছে করে দুষ্টামি করতো সবার সাথে।আমার সাথে এই দুষ্টামি সে করতো না।আদর শ্নেহ সজীব লস করতে চাইত না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক কষ্ট করে লিখেছেন ২০ টি পোষ্টের জনপ্রিয়তার যাচাই হ্যা ঠিক তাই নেগেটিভ তথ্য আমাদের আকৃষ্ট করে বেশী।ধন্যবাদ আপনাকে। -{@
লীলাবতী
ধন্যবাদ মনির ভাইয়া -{@
নীতেশ বড়ুয়া
এইরকম করে নিয়মিত দেখাশোনা করার জন্যে জলজোছনার নিয়ে আহ্বান জানাচ্ছি লীলাপুকে 😀 😀
লীলাবতী
এমন পোষ্ট প্রতিবছর একটিই আসবে নিয়মিত 🙂
নীতেশ বড়ুয়া
মাসে মাসে চাই 😀 😀
লীলাবতী
প্রতিমাসে এমন পোষ্ট দেয়া আমার পক্ষে সম্ভব হবেনা ভাইয়া।
নীতেশ বড়ুয়া
অসম্ভবকে সম্ভব করাই লীলা’র কাজ (3 -{@ (y) :T
প্রহেলিকা
অনেক কষ্ট দিয়ে তাদের নিজেও কষ্ট করেছেন আপু। এই বার এই পোষ্ট আসবে ২০১৫ সর্ব পঠিত পোষ্টগগুলোর মাঝে।
আপনার প্রতি একটি অনুরোধ এই যে প্রতি মাসে এমন একটি পোষ্ট দেয়ার চেষ্টা করবেন তাহলে আমরা নবীনরা একটু উতসাহিতবোধ করবো আপু।
ব্লগ কমিটি অবশ্যই আপনাকে সাহায্য করবেন।
নিয়মিত করা হোক এমন আয়োজন।
শুন্য শুন্যালয়
আপনি নবীন? 😮 মাইয়ারা শুনছি বয়স কমায় কয়, এখন দেখি আপনিও।
লীলাবতী
প্রতিমাসে এমন পোষ্ট দেয়া আমার পক্ষে সম্ভব হবেনা ভাইয়া।ব্লগ সহযোগিতা করলেও সম্ভব হবেনা।জব নিয়ে ব্যস্ততা আছে আমার। আপনি করুন ভাইয়া।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
পড়ার লিস্টে কিছু লেখা যোগ হইলো।
লীলাবতী
পড়ে দেখবেন ভাইয়া,সব গুলো লেখাই পড়ার মত।
ফাতেমা জোহরা
ভালো একটি কাজ করেছেন। এতে করে লেখকদের উৎসাহ বাড়বে… 🙂
লীলাবতী
আমারো তাই মনে হয় আপু।
ব্লগ সঞ্চালক
সর্বাধিক পঠিত পোষ্টের বছর অনুযায়ী তালিকা ছিলনা।সোনেলার প্রথম হতে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত টপ পোষ্টের স্কিন সট দিয়েছি আমরা আপনাকে।স্কিন সট থেকে পোষ্ট খুঁজে এভাবে বাছাই করাটা খুবই কষ্ট সাধ্য কাজ।আপনাকে সোনেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।আমরা জানি ভইষ্যতেও আপনি নিজের খেয়ে বনের মেষ তাড়ানোর মত এমনি আরো পোষ্ট দিবেন -{@
প্রহেলিকা
যে কোনো পোষ্টে সঞ্চালক সাহেব/ সাহেবার উপস্থিতি হিংসা বাড়ায়। বন্য নামের এক ব্লগারের পোষ্ট বিশ্লেষনের পোষ্টে তিনি অনুপস্থিত ছিলেন, এই পোষ্টে আসাতে আমি ব্যাক্তিগত ভাবে উনাকে আন্তরিক ধন্যবাদ জানাই কারন এই উপস্থিতিতে পোষ্টদাতা উতসাহিতবোধ করেন অনেক এমন কি আন্তরিক সাড়া পেলে পোষ্টদাতা তা চালু রাখতে আগ্রহ হবেন।
ব্লগ সঞ্চালক
আমাদের জানা মতে ব্লগার বন্য এর সাথে একজন মডারেটরের প্রায়ই টেলিফোনিক আলাপ আলোচনা হত।সরাসরি একজন মডারেটরের সাথে যার কথা হয়,তাকে আর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার কি প্রয়োজন? 🙂 লীলাবতীর সাথে কারো কথা হয়না।তাকে মিলের মাধ্যমে এই পোষ্ট দেয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।
আমরা আন্তরিক ভাবে চাই,ব্লগার বন্য প্রতিমাসের সেরা পোষ্ট নিয়ে আবার আসুক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত -{@
আগুন রঙের শিমুল
বন্য হারায়ে যাবে জানতাম 🙁
লীলাবতী
বন্য হারায়ে যাবে মানে?বুঝিনি শিমুল ভাইয়া।
লীলাবতী
প্রহেলিকা ভাইয়া,বণ্যর সে পোষ্ট ষ্টিকি করা হয়েছিল।ষ্টিকি পোষ্ট তো বন্য করেনি,যে কোন মডারেটটর বা ব্লগ সঞ্চালকই করেছেন,তাইনা?বন্য নিজেই পোষ্ট দিয়েছিল এর অর্থ তিনি এই পোষ্টের জন্য যোগ্য ছিলেন।আমি তো আদিষ্ট হয়ে পোষ্ট দিয়েছি,এ ধরনের পোষ্ট দেয়া আমার জন্য এই প্রথম।একারনে হয়ত ব্লগ সঞ্চালক আমার পোষ্টে এসেছেন।
ব্লগ সঞ্চালকের প্রতি অনুরোধ,বণ্য ভাইয়াকে একটি ধন্যবাদ দিন :p
প্রহেলিকা
ধন্যবাদ আপনাকে
জ্বি লীলাবতি আপু, বন্যের সে পোষ্ট স্টিকি হয়েছিল যা আমারো মনে আছে আর আমি এটিও জানি ব্লগ সঞ্চালক ছাড়া এই পোষ্টদাতা স্টিকি করতে পারে না।
আপনার এই পোষ্টে ব্লগ সঞ্চালকের উপস্থিতিতে অনিধীকার চর্চা সম একটি প্রতুত্ত্যর করেছিলাম। যদিও অনধিকার চর্চা তারপর কেন জানি মনে হচ্ছে ব্লগ সঞ্চালকের উপস্থিতি নিয়ে প্রশ্ন করার মতো ধৃষ্টতা আমি দেখাইনি। এটুকু বলতে চেয়েছিলাম যে ব্লগ সঞ্চালকের উপস্থিতি যে কোন ব্লগারের জন্য উতসাহজনক। আপনি আপু আবার এই বুঝানোর বাক্যটিকেও ধৃষ্টতা ভাববেন না দয়া করে। আপনি কি মনে করেন না যে আমরা আমাদের আশেপাশে যারা আছেন অথবা যাদের সাথেই আমাদের বসবাস আমরা তাদের শিক্ষাটা লব্ধ করি না? আশেপাশে যা যা ঘটে তা আমাদের উপর প্রভাব পরে না? যদি পরে থাকে তাহলে আমাদের এই সোনেলা পরিবারও তার ব্যাতিক্রম নয়। একজন ব্লগারের আচার আচরনের প্রভাব অন্য আরেক ব্লগারের মাঝে পরবেই। কোন ব্লগার যদি সেচ্ছায় কোনো উদ্যেগ গ্রহন করেন তখন তার প্রভাবটাও অন্য ব্লগারদের উপর পরে। তখন তিনিও চান নূতন কোনো উদ্যেগ নিতে। সহজাত নিয়মেই আমরা অ একেই পরশ্রীকাতর। যদি কারো পোষ্টে ব্লগ সঞ্চালকের উপস্থিতি ঘটে তখন অন্য ব্লগাররাও খুটিয়ে দেখে পোষ্টে এমন কি আছে!!তারপর সেও চায় তার এমন কিছু করতে যাতে সেই কাং্খিত সঞ্চালকের উপস্থিতি।
যাইহোক আপু আমি কিন্তু উনাকে ধন্যবাদ জানিয়েছি বাট কোনো জবাব চেয়ে ধৃষ্টতা দেখাইনি।
ব্লগ সঞ্চালক সাহেব বন্য ও মডারেটর নিয়ে যা বলেছেন তা যদি সত্যিও হয় তারপরও বলবো পোষ্টে আসা দরকার কারন যোগাযোগটি বন্যের সাথে মডারেটরের হইত অন্য কেউতো আর জানতো না। এই যেমন আপ্নার পোষ্টে উনি আসাতে অন্তত আমি এমন কিছু শুরু করার চেষ্টা করবো যাতে আমার লেখাতেও উনি উপস্থিত হয়। আমার মতো এমন হিংসুটে ব্লগার আরো থাকতেই পারে তবে সব কিছুর মুলে কিন্তু সোনেলা।যে কেউ যদি কোনো উদ্যেগ নেয় সেটি সোনেলার জন্যই সোনেলাকে ভালোবাসে বলেই। প্রত্যেকটা উদ্যেগের পিছনে উদ্যেশ্য একটাও সোনেলা।
যাইহোক কিছু মনে করবেন না আবার আপু। কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা প্রার্থী।
আমি যখন প্রশ্ন তুলিনি বন্যকে ধন্যবাদ দেয়া না দেয়া নিয়ে সেখানে আপনার শেষ বাক্যটি এবং বাক্যপ শেষে ইমোটি তীর্যক নয় বরং আপু সরল ভাবেই নিলাম।
ধন্যবাদ আপু ভালো থাকুন, ছোট মানুষ ব্লগ সঞ্চালক সম্পর্কিত কথাবার্তা বলতেও ভয় লাগে কখন না আবার ভুল কিছু বলে ক্ষমা চাইতে হয়।
লীলাবতী
অনিধীকার,ধৃষ্টতা,তীর্যক ইমো এত শব্দ এসে গেলে আমার মন্তব্যের জবাবে?খুব অবাক হলেও বলছি,আপনার মন্তব্যটি ফ্রেমে বাঁধিয়ে রাখলাম,ফ্রেমে ঝুলবে একটি মালা।
ধন্যবাদ আপনাকে প্রহেলিকা।
প্রহেলিকা
কি মন্তব্য আর কি তার জবাব।।। অন্য কিছু ফ্রেমে বাধালেও হতো কিন্তু মন্তব্য তাও আবার এইটা! যদি কোনো কথায় আহত হয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন আপু। দুখ প্রকাশ করছি কারন আহত করার উদ্যেশ্যে কিছু বলতে চাইনি। ফুলের মালা তারপরও ঝুলাইয়েন না।
লীলাবতী
নিহত হবার আগে লীলাবতীকে আহত কেউ করতে পারবে না।ব্লগার সজীব কি একটা পোষ্ট দিল,কোথাও মন্তব্য করতে গেলেই,তা এসে যায় 🙂
শুভেচ্ছা আপনাকে প্রহেলিকা -{@
প্রহেলিকা
অনেক অনেক ধন্যবাদ আপননাকেও আপু। ভালো থাকুন সবসময়। শুভকামনা আপনার জন্যেও নিরন্তর।
লীলাবতী
হ্যা খুবই কষ্ট হয়েছে,স্কিন সট দেখে প্রতিটি পোষ্ট লিখে গুগলে সার্চ দিয়ে আনতে হয়েছে।আমি এতসব পারিনা,আমার ধৈর্য খুব কম।তিনদিন পরিশ্রমের পরে এটি পেরেছি 🙁 তিন বছরের পোষ্ট থেকে বাছাই করে ২০১৪ এর গুলো আলাদা করতে হয়েছে।৫০ টির বেশি পোষ্ট দেখেছি। যাই হোক শেষ পর্যন্ত পেরেছি এতেই শান্তি।পোষ্ট দেয়ার পরে কষ্ট আর ছিল না।আপনাকে ধন্যবাদ ব্লগ সঞ্চালক -{@
আদিব আদ্নান
আমার কথা করো মনে আছে বলে মনে হয় না।
পড়তে হবে ধীরে ধীরে।
লীলাবতী
মনে আছে ভাইয়া,আমাদের আপনার ভুলে গিয়েছেন,তাই আসেন না।পড়ুন ধীরে ধীরে।
খেয়ালী মেয়ে
২০টা সেরা পোস্টের মাঝে আমি মাত্র ৫টা পড়েছি। সমস্যা না বাকিগুলোও পড়ে নিবো নামগুলো টুকে রেখেছি 🙂
সর্বাধিক পঠিত ২০টি পোস্টের সেরা লেখকদের অভিনন্দন -{@
আর লীলাবতী আপু তোমার ধৈর্য্যের প্রশংসা করি–আরো আরো বেশি ধৈর্য্যেশীল হও–তোমার জন্য অনেক শুভকামনা রইলো আপু -{@
লীলাবতী
পড়বেন সময় নিয়ে,ভালো লাগবে প্রতিটি লেখা।আরো আরো বেশি ধৈর্য্যেশীল ?এই আপনার শুভকামনা?আপনি এত নিষ্ঠুর! 🙁 -{@ (3
ব্লগার সজীব
পোষ্ট দেয়া শেষ,লীলাদি নিরুদ্দেশ :D)
নীতেশ বড়ুয়া
:D) 😀 :D)
লীলাবতী
:= হাসা হাসি নিষেধ 🙂
নীতেশ বড়ুয়া
;(
লীলাবতী
হাসা নিষেধ তারপরেও হাসে ^:^
লীলাবতী
কোথায় নিরুদ্দেশ হলাম?কাজ থাকেনা বুঝি আমার?আমি কি সজীবের মত বেকার নাকি? :p
নীতেশ বড়ুয়া
:D)
লীলাবতী
🙂
মেহেরী তাজ
সব গুলো পোষ্ট আমার পড়া হয় নি। তবে যে গুলো পড়েছি সেগুলো কেন সর্বাধিক পঠিত হয়েছে বুঝতে পারছি।
আপনার এরকম পোষ্ট চলতে থাকুক।
তবে মডুগন আপনাকে এতো সাহায্য করলো?????
সন্দেহ প্রকাশ জাড়ি রাখলাম…..
লীলাবতী
এরকম পোষ্ট আমার পক্ষে আর দেয়া সম্ভব হবেনা তাজ।তবে লিংক পেলা হয়ত করতেও পারি।
আন্দোলন করেছি না এজন্য?এমনি এমনি কি দিয়েছে?সন্দেহ প্রকাশের জাড়ি তুলে নাও 🙂
মেহেরী তাজ
আচ্ছা ভুলে গেলাম 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্টিকি পোষ্টে কমেন্টের উত্তর দেয়া বাধ্যতামুলক -{@ লীলাদি কই?
লীলাবতী
ষ্টিকি পোষ্টের মালিক সবাই,আপনিও উত্তর দিলে পারতেন মনির ভাইয়া 🙂
খসড়া
সব্বোনাশ, এর মাঝে আমিও আছি :p লজ্জা পাচ্ছি 😀
লীলাবতী
আপনার দুটো লেখা,লেখা দুটো খুবই ভালো আপু।আপনার লেখা পড়ে শিখছি -{@
নীলাঞ্জনা নীলা
প্রায় সব পোষ্টই আমি পড়েছি।আবার পড়তে হবে।পাঠকদের আগ্রহ বুঝতে পারলে একজন লেখক তার লেখার বিষয়বস্তু নির্বাচন করতে পারেন।ধন্যবাদ আপনাকে -{@
লীলাবতী
সময় নিয়ে আবার পড়ুন আপু।আপনাকেও ধন্যবাদ।
বোকা মানুষ
সবাইকে অভিনন্দন! :c
লীলাবতী
সবার পক্ষ থেকে আপনাকেও অভিনন্দন -{@
স্বপ্ন
আপনার এই কষ্ট সাধ্য পোষ্ট ব্লগারদের ব্লগ লেখায় সহায়ক হবে।ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ স্বপ্ন ভাইয়া।
শুন্য শুন্যালয়
আমি জিসান ভাইরে হারায় দিছি? 😮 খুশিতে আগামী এক মাস ঘুম হবেনা, নাচতে ইচ্ছে করছে \|/
দুস্টু উৎসব কন্যা, যে ভর্তা পর্যন্ত উচ্চারন করতে পারেনা, তার এমন পোস্ট বিশ্লেষণ দেখে খুব অবাক হয়েছি। পুরো এক বছরের পঠিত পোস্ট শুধু স্ক্রিনশট দেখে খুঁজে বের করার ধৈর্য্য আমার অন্তত হতো না, আমিই আপনার জামার কলারটা একটু ঝাকুনি দিয়ে আসলাম 🙂
প্রত্যেকটি পোস্ট আমার পড়া, নিজের দুইটা পোস্ট দেখে শুধু এটাই বলতে চাচ্ছি, পরিচিতি একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, নইলে এর চাইতে শতগুনে ভালো লেখা আছে সোনেলায়, তাদের মধ্যে নবীনরাই এগিয়ে, তাই নবীনরা কোনভাবেই নিরুৎসাহিত হবেনা, এই বিশ্বাস রাখি।
হ্যাপি খুব, আমার বুনোদিকে নিয়ে লেখা পোস্ট বলে কথা। সে অবশ্য হারায় গেছে আবার, একবার হারায়ে যাবার মজা পেয়ে গেলে, সবাই বারবার হারায় 🙂
খসড়া আপুর হায়রে প্রেম মিস করছি আমরা, একা একা কবিতা পড়লে চলবেনা।
লীলাবতী দি, এতো এতো কস্ট আর সুন্দর পোস্টটির জন্য আপনাকে একটা পাখি ড্রেস কিনে দেবার বাসনা প্রকাশ করলাম।
প্রহেলিকা
সবই আপ্নেরা আপ্নেরা, আমার ল্যাহা কেউ পড়ে না। শততম পোষ্ট দেওনের প্রস্তুতি যখন নিচ্ছিলাম তহন বেশ নিরুত্সাহিত হইছি, লেখতে লেখতে ৯৭টা লেইখা ফালাইলাম কিন্তু বর্ষ সেরা ২০টা না ৫০টা দিলেও নাম আইবো কিনা সন্দেহ। মিছা মিছা উত্সাহ দেওনের লাইগাও যদি কোণা টোণা দিয়া নিজের নামটা থাকতো হগ্গলরে মিষ্টি খাওয়াইতাম।
নিজেরে নিজে খালি কই মনু কিতা লিখা লিখো মানুষ কেন ফৈরবার চায় না!!
লীলাবতী
কি যে বলেন আপনি প্রহেলিকা ভাই,৫০ টি নয় ষ্টিকি পোষ্ট আর ব্লগ সঞ্চালকের পোষ্ট বাদ দিলেই আপনি চলে আসবেন।স্কিন সট দেখে এবছরের পোষ্টের পাঠক সংখ্যা দেখে অবাক হয়েছি আমি।
সেঞ্চুরী পোষ্টের জন্য অপেক্ষা করছি।
লীলাবতী
শুন্যাপু, দেখি তো জিসান ভাইয়ার পোষ্টের চেয়ে আপনার পোষ্টের পাঠক সংখ্যা বেশি 🙂 পাঠকদের নির্বাচনে আপনার লেখা অগ্রগামী অবশ্য বনলতা দিদিকে নিয়ে লেখা দুটোই,আপনাদের দুজনের পরচিতিও একই সাথে যোগ হয়েছে।
এত প্রশংসা করলে তো লজ্জায় টেবিলের নীচে লুকাতে হবে।লীলাবতী লজ্জাবতীও :p
পাখি ড্রেস কিনে দেয়ার কথা শুনে খুশিতে বাকবাকুম হয়েছি \|/
আদিব আদ্নান
বাহারি ঘুম চলছে।
লীলাবতী
ঘুম থেকে জাগেন ভাইয়া 🙂
রিমি রুম্মান
আপনার এই পোস্টটাই সম্ভবত ২০১৫ এর সর্বাধিক পঠিত পোস্টে স্থান করে নিবে । 🙂 শুভকামনা রইলো।
লীলাবতী
২০১৫ এর এখন ফেব্রুয়ারী মাস আপু,আরো তো কত মাস বাঁকি আছে।পাঠকরা আসলে কোন লেখা সবচেয়ে বেশি পছন্দ করবেন তা ধারনা করা কঠিন।যেমন ব্লগার আর্বনীল এর লেখা এত বেশি পাঠক প্রিয়তা পাবে,তা আমি ধারনা করতে পারিনি। ধন্যবাদ আপু। -{@
আগুন রঙের শিমুল
আবার জিগস 😀
লীলাবতী
জি জি জিগস 😀
নীতেশ বড়ুয়া
হি হি হিক্স :D)
লীলাবতী
হিক্স মানে?এটি তো দেখিনি কোথাও ^:^
আর্বনীল
লীলাদি এটাতো ২০১৪ সালের পুরাই পোষ্টমর্টেম পোষ্ট। :p
আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার চাপ, টুকটাক কাজ, আর বন্ধুদের সাথে আড্ডাবাজি…সব মিলিয়ে ব্লগিং করার সময় হয়ে উঠে না আমার…তাই অনিয়মিত। তাও মাঝে মাঝে ফেসবুকে যাই বলেই না দেখলাম এবং জানলাম আমার পোষ্ট ৩য় স্থানে……
লীলাদি এই পোষ্ট করতে গিয়ে বেশ খেটেছি বুঝতে পারছি… আশা করছি আপনার এই পোষ্ট ২০১৫ এর সেরা ২০ এর ১ম হবে…।
দিদি শুভকামনা রইলো…
শিশির কনা
সত্যি কথা বলতে কি আপনার নামই ভুলে গিয়েছি আমি।আর্বনীল নামে কেহ এখানে ব্লগিং করেন,তাই আমার মনে ছিল না।অথচ ষ্টিকি পোষ্ট বাদ দিলে আপনার লেখা প্রথম স্থানে।অভিনন্দন ভাইয়া।এমন ভিন্ন ধরনের লেখা দিয়ে ভবিষ্যতে আমাদের পড়ুয়া মণকে শান্তনা দেবেন আপনি,এই আশা করছি। -{@
লীলাবতী
আপনি প্রথম দিকে মন্তব্য করলে পোষ্টের নাম ‘২০১৪ সালের পোষ্টমর্টেম পোষ্ট’ রাখা হতো।আপনার পোষ্ট ৩য় স্থানে দেখে খুব অবাক হয়েছিলাম আমি।ব্লগে কিছুটা সময় দিলে আমরা কিছু ভাল লেখা পড়তে পারতাম।আমার এটি ২০১৫ এর সর্বোচ্চ পঠিত হয় কিনা তা সময় বলে দেবে।
শিশির কনা
হিসেবে ‘বিশ্বের কিছু নিষিদ্ধ বইয়ের গল্প…’ পোষ্টটই ব্লগারদের লেখা টপ পোষ্ট।ষ্টিকি পোষ্ট তো ব্লগের সবাই অংশ গ্রহন করে,স্বাভাবিক ভাবেই এর পাঠক বেশি থাকবে।
সোনেলার পোষ্ট এত পাঠকে পড়েন,এটি ভাবতেই তো আনন্দে নাচতে ইচ্ছে করছে।খুব কষ্ট করেছেন আপু বুঝতে পারছি।আপনার এই পোষ্ট লেখকদের জন্য অবশ্যই প্রয়োজনীয় হয়ে থাকবে।এমন পোষ্ট দেয়ায় আপনাকে ধন্যবাদ।
লীলাবতী
এত পাঠক আছে তা আমার ধারনাতেও ছিল না।
প্রজন্ম ৭১
সোনেলার এত পাঠক এটি কল্পনাও করিনি।কঠিন একটি কাজ করেছেন।চালু থাকুক।
লীলাবতী
আমিও কল্পনা করিনি।চালু থাকতে পারে,শর্ত হচ্ছে লিংক দিতে হবে।স্কীন শট না 🙂
শিশির কনা
সপ্তাহের শীর্ষ পোষ্ট কেমন এলোমেলো লাগছে। মডুদের দৃষ্টি আকর্ষন করছি।
লীলাবতী
আমি যা জেনেছি তা হচ্ছে,এটি পরীক্ষামুলক।কোন লেখা গুলো পাঠক প্রিয়তা পাচ্ছে,তা দৃশ্যমান করা হচ্ছে।
ছাইরাছ হেলাল
‘নিশি রাত’ লেখাটিতে রাতের অনেক বিরূপতা সত্ত্বেও রাতের প্রতি গভীর ভালোবাসার
কথা বলার চেষ্টা করা হয়েছে মাত্র। এর বেশি কিছু না।
লীলাবতী
এত সহজ কথা আমি বুঝতে পারলাম না! আপডেট করে দিচ্ছি।
নওশিন মিশু
সবাই সব কথা বলে দিয়েছে, আমার জন্য কিছুই বাকি নেই 🙁
যদিও দেরি করে হাজিরা দেওয়ার জন্য আমি মোটেও লজ্জিত হবো না কারন ” আমরা আমরাই…তো” 🙂
সবকয়টা লেখাই আমার জন্য নতুন। সময় নিয়ে পড়বো।
অনেক অনেক অভিনন্দ চমৎকার এই কাজটির জন্য …. -{@ (3
লীলাবতী
সবাই দেখছি আমরা আমরাই শিখে গিয়েছে 🙂 আপনার জন্যও -{@ (3
স্বপ্ন নীলা
অফিসে কাজ করছিলাম, সুযোগমত ব্লগে ঢুকে দেখি মন্তব্য !! একটু ঘুম ঘুম ভাব এসেছিল– এখন আনন্দেই ঘুম বেটা পালিয়ে গেল — হা হা হা
দারুন জমেছে গল্প কথায় মন্তব্য —
লীলাবতী
ব্যস্ততা আমাদের আনন্দ ছিনিয়ে নিচ্ছে আপু 🙁
এনামুল হক মানিক
অনায়াসে বলতে পারি, এই ব্লগে আপনার অগাধ বিচরণ আছে এবং তন্নতন্ন করে পোষ্টগুলো ঘাটাঘাটি করেন এবং পড়েন। অনেক অনেক ধন্যবাদসহ শুভেচ্ছা নিন।
তবে এখানে পোষ্টে কয়টি মন্তব্য পড়লো তা দেখা যায় কিন্তু কতবার পড়া হয়েছে তা দেখা যাচ্ছেনা।
লীলাবতী
সোনেলা ব্লগ টিমের কাছে আবেদন দেয়া আছে,কতবার পড়া হয়েছে তা যেন দেখা যায়।