ছেলেটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় বসে বসে ভাবছে দীর্ঘদিনের সংসার জীবনে একই মানুষের সাথে প্রায় একই রকম ভাবে থাকতে থাকতে কেমন একঘেয়েমি চলে আসছে। সারাক্ষণ একই মানুষের সাথে ল্যাপ্টে থাকাটা মোটেও আনন্দের নয়। তাই এবার শীতে একা দূরে কিছুদিন কাটিয়ে আসলে মন্দ হয়না। জীবনের স্বাদ একটু পালটানো দরকার। ঐদিকে মেয়েটা পাশের বাসার ভাবীর সাথে গল্পগুজব শেষে [ বিস্তারিত ]