গরমে জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছেন???
মাথার উপর সিলিং ফ্যানটা দিয়ে দেহ মন ঠান্ডা হচ্ছে না??
তবে আসুন ভিডিও দেখে খুব সহজে গরমকে ঠান্ডা করে ফেলি।
খুব সহজ। খরচও কম… কাজও অনেক…
লোডশেডিং এর সমস্যা???
ব্যাপার না। তারও সমাধান আছে।
এই ভিডিও দেখে বানিয়ে নিন রিচার্জেবল মিনি এয়ারকুয়ালার।
আশা করি সহজেই বানিয়ে নিতে পারবেন।
ভালো থাকুন। থাকুন ঠান্ডা ঠান্ডা কুল কুল… 😉
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
ওরে বুদ্ধি 🙂 আইডিয়া দেখে চমকিত।
মন্তব্যে অন্য কারো তো সমস্যা হচ্ছে না।
আর্বনীল
আমার প্রায় সময়ই হয়। একটা মন্তব্য করতে আমার ৫ থেকে ৭ মিনিট লাগে। সমস্যাটা আমার নেটসংক্রান্ত কিনা বুঝতে পারছিনা… একটা পোষ্ট করতে গেলেও নেট কানেকশন লষ্ট হওয়ায় বার বার রিফ্রেশ করা লাগে… নিরাট ঝামেলায় আছি…
জিসান শা ইকরাম
এমন হবার কথা নয়।
আমি ফায়ারফক্স ব্যবহার করি। স্মুথলিই তো হচ্ছে সব কিছু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার আইডিয়া ভালই হল ভিডিওটি দেখে ইচ্ছে হচ্ছে তৈরী করতে -{@
আর্বনীল
আমি তৈরি করে নিয়েছি 🙂
ইকবাল কবীর
😀 😀 😀 😀 😀
আর্বনীল
😀
নীলাঞ্জনা নীলা
ইস আমার বাপি-মামনির জন্য যদি বানিয়ে দিতো কেউ।
আর্বনীল
আপু এসব খুব সম্ভবত অনলাইন শপ গুলোতে পাওয়া যায়। আপনি অর্ডার করতে পারেন… আংকেল আন্টির কাছে পৌছে যাবে…
নীলাঞ্জনা নীলা
তাই নাকি? প্লিজ আমাকে লিঙ্কটা দেবেন? আমি এসব জানি কম।
আর্বনীল
আপু অনলাইনতো। তাই ওদের সাথে কথা বলে একটু বুঝে শুনে অর্ডার দিয়েন। কেননা পন্য আপনি সরাসরি দেখছেন না। শুধু ছবি দেখে নিচ্ছেন। আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারীতে নিবেন। এখান থেকেই আমি একটা ‘IPS+Fan+LED Light’ নিয়েছি। ২৩৯০টাকা দিয়ে। ৪দিনের দিন হাতে পেয়েছি।
মিনি এয়ারকুলার দেখুন এখানে…
http://www.ajkerdeal.com/Category/11/560/494/household-appliances/mini-air-cooler
নীলাঞ্জনা নীলা
আসলে আমি তো দেশে থাকিনা। তাই সমস্যা। আপনি যে আইপিএস কিনেছেন কেমন চলছে?
আর্বনীল
ভালই… চার্জ দিয়ে ৭+ ঘন্টার মত ফ্যান চালাতে পারি… সাথে একটা এলইডি লাইটও জ্বলে…
লীলাবতী
কত বুদ্ধি মানুষের।
আর্বনীল
🙂
মোঃ মজিবর রহমান
অরে অরে রে
দারুন অবসরে বানাতে হবে ভাঙ্গা ঘরের লাইগা।
আর্বনীল
বানিয়ে নিন… কাজের জিনিস কিন্তু…
খসড়া
বুদ্ধি ভাল। আগে জানলে টাকাগুলি জলে দিতাম না।
আর্বনীল
হে হে … আমি বানিয়ে নিয়েছি দুইটা… একটা আম্মার জন্য আরেকটা নিজের জন্য। কিন্তু সমস্যা হল ফ্রিজে মাছ এনে রাখার জায়গা পাইনা এখন… শুধু বরফই বানাতে হয়তো… 🙂
নীলাঞ্জনা নীলা
আপনি এই মাত্র যে পোষ্টটি সরিয়ে নিয়েছেন, তা আরেকবার নিয়ে আসুন। আপনার পোষ্টে করা মন্তব্যটির উত্তর আপনি দিয়েছিলেন হয়তো। সরিয়ে নিয়েছেন বলে আমার অদেখা মন্তব্যের ঘরে আপনার ওই পোষ্টের মন্তব্যটি কিছুতেই সরিয়ে নিতে পারছি না। আপনি যদি পোষ্টটি ওয়ালে দিতেন। ধন্যবাদ।