এই তো সেদিনের ওয়া ওয়া ওয়াও ওয়াও করা নাতি-শিশুটি
কুট কুট করে কথা কয়, গুট গুট করে হাঁটাহাঁটি করে,
হুট-হাট দৌড় ও দেয়; রং মেখে সং খেলে আনমনে,
আহা জীবন এই তো জীবন।
গলা-পচা নোংরা দুর্গন্ধের হাতির ঝিল আলোর ফোয়ারায়
রং মাতাল, যৌবন-তারুণ্য নৌকায় পাখা ম্যালে যখন তখন,
ছুটে চলে প্রান্ত থেকে দূর প্রান্তে;
ফাস্ট ফুড হেসে ওঠে চামচ-ছুড়ির টুং টাং মধুর শব্দে।
প্রচণ্ড ট্রাফিক জ্যাম ঠেলে ফেলে ছুটে চলা
দোকান থেকে দোকানে,
ফেঁপে ওঠা ভুরির আঁটসাঁট প্যান্ট ফেলে
আরও বড়, আরও বড়, ঢোলের মত ঢোলা প্যান্টের খোঁজে!
আহা জীবন, এইতো জীবন, এমনই জীবন।
কাজের ফাঁকে, ফাঁক গলিয়ে, ফাঁকি দিয়ে,
ছুটি, ছুটে যাই আনন্দ বিহারের ছলে
নদ-নদী পেরিয়ে সমুদ্র থেকে মহা সমুদ্দুরে,
যদি পাই পেয়ে যাই কিছু নুড়ি-ঝিনুক বা সোনালী রোদ;
ঘুম-মাতাল-চোখ খুঁজে ফেরে অস্তাচলের সোনালি সূর্য,
দেখতে দেখতে সময় যে কখন নাই হয়ে যাবে কে জানে!
তবুও খুঁজি, খুঁজে ফিরি, যদি পেয়ে যাই কোন
আনন্দ পাথর, বুকে বেঁধে ঘুমিয়ে যাব অতল ঘুমের গভীরে।
এইতো জীবন, এমন-ই জীবন।
১৪টি মন্তব্য
মায়াবতী
হুম এই তো জীবন…..আর খোঁজা খুঁজি করি না যেভাবে খুশি চলে ই তো যাচ্ছে জীবন….
ভাল লাগে আপনার জীবন বোধ পড়তে…
ছাইরাছ হেলাল
খোঁজা-খুঁজি করি বা না করি ‘খোঁজা’ কিন্তু পিছু ছাড়ে না;
ভাবতে ভাল লাগে আপনি/আপনারা পড়ানুগ্রহ জারি রেখেছেন।
জিসান শা ইকরাম
সব কিছুর পরেও জীবন অনেক সুন্দর,
হাতির ঝিলের পাড়ে বাকবাকুম শিশুর মত।
ছাইরাছ হেলাল
অবশ্যই প্রসারিত দৃষ্টিতে দেখতে পারলে জীবন সত্যই সুন্দর
জীবনের সব ঝিল-পাড়ে।
আর্বনীল
খুব সুন্দর লেখনী….
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
জীবনে কতো কিছু-যে দেখার বাকি আছে !!যাবো একদিন হাতির ঝিল।ঢোলের মতো ঢোলা প্যান্ট অনুসন্ধানীদের দেখতে।😂বারোটি ঁ বিন্দু ছিলো।এতোগুলো ঁ বিন্দু আমার ডিকশনারীতে আসলেই নেই।
ছাইরাছ হেলাল
আপনার কিন্তু একাকী যাওয়া ঠিক হবে না! আমাদের-ও সাথে নেবেন;
নাহ্, বারোটি খুঁজে পেলাম না, মাত্র দশটি পেলাম। কোথায় লুকলেন বাকী দু’টি!!
তাও আপনার আছে ডিকশনারি, আমার তো তা নেই; তাই লিখি ভুল-ভাল আকছার!!
সাবিনা ইয়াসমিন
ওহহো !!আমি গুনতে ভুল করি ,এটাই মুখের উপর বলতে চাইছেন ,,তাইতো ?? আচ্ছা ,তেরোটি ঁ বিন্দুই আছে।এবার খুশি (😂😂😂
ছাইরাছ হেলাল
আপনি ভুল করতেই পারেন-না,
আমি তো দেখছি একুনে এক কুড়ি!! এবার কিন্তু খুশি না হয়ে পারবেন না।
রিতু জাহান
আনন্দ এক পাথর বুকে নিয়ে ঘুমিয়ে পড়ার মতো শান্তি আর কিছুতেই নেই। সকালে তৃপ্তির এক ঘুম ভেঙ্গে ফুরফুরে এক মন নিয়ে এ ঘর ও ঘর করে, চিৎকার চেঁচামেচি করে কেটে যায় যে কখন দিন!
তবু! কোথাও যেনো নেই সেই পরিপূর্ণ তৃপ্তির আনন্দ পাথর।
এ টেনশন ও টেনশন, এ চাপ ও চাপ, প্রত্যাশা আশা ভরসা অসুখ বিসুখ
সব মিলায়ে কালো এক পাথর কোথা থেকে যেনো বুকে উঠে বসে থাকে।
ভালো থাকুন আনন্দ পাথরের ঘুম নিয়ে।
হাতিরঝিলের পানি নাকি খুবই নোংড়া?
মশাটশা থেকে সাবধান থাইকেন গুরু।
ছাইরাছ হেলাল
এখনকার হাতিরঝিল আর তেমন নেই, অন্যরকম;
মশাদের আর চান্স নেই, কাঁটাচামচ আর হাসি-হুল্লোরে সব ভেগে গেছে,
তবুও সাবধান করার জন্য ধন্যবাদ।
আনন্দ-পাথর সবার বুকে স্থান নেয় না, অধরাই থেকে যায়।
নীলাঞ্জনা নীলা
কী বলবো?
এইতো জীবন!
ছাইরাছ হেলাল
হ্যা, জীবন এমন-ই।