স্মৃতিগুনে কৌটোখালি,
দেউলে হয়েছে সময়,
ঝাপসা হয়নি চোখের আলো, আনন্দের ঝিকিমিকিতে
কাঁদেনি শব্দমালা তার আশপাশের চোরা সরুগলিতে।
আজ আর কোন অভিযোগ নেই,
ভুলে যেওনা, আমি এখনো পারি
সরু সূচে গেঁথে নিতে একটা একটা স্মৃতিমালা।
তোমার সাথে আজীবনের দ্বন্দ্বের আজ ইতি,
ভেবে নাও যা খুশি,
এ তোমার জন্য আমার ভালোবাসা, নাকি
নতুন শত্রুতা ?
৩০টি মন্তব্য
মশাই
Bapre!!!! etai sudhu bole gelam bakita rate.
শুন্য শুন্যালয়
বাপরে, কেনো যে কারো দিনে অন্য কারো রাত্রি হয় !!!
ছাইরাছ হেলাল
এ দেখছি দারুণ দ্বন্দ্ব শত্রু শত্রু বন্ধু বন্ধু ভালোবাসার ।
সূচাগ্রে গাঁথা মালা চুপিসারে আঁচলে লুকিয়ে হলেও আমাদেরও দেখার সাধ হয় ।
শুন্য শুন্যালয়
দ্বন্দ্বের বানান নিয়ে দ্বন্দ্বে ছিলাম, আপনার জন্য তা কেটে গেলো।। অনেক অনেক স্মৃতি জমাতে হবে যে, মেমোরি আজ বড়ই দুর্বল কিংবা তেমন স্মৃতির আর সাজসয্যা নেই তেমন …
ছাইরাছ হেলাল
স্মৃতির সাজসজ্জা যেটুকু আছে অবশেষ তাতেই কেটে যাবে অনেকটা সময় ;
দেখাতে দেখাতে , দেখতে দেখতে ও ।
লিখে লিখে জমিয়ে রাখেন বুঝি ?
দেখবেন দণ্ডকারণ্যে আটকে পড়তে না হয় ।
শুন্য শুন্যালয়
জমিয়ে রেখে ভার বাড়িয়ে লাভ কি বলুন? টেনেটুনে আলোর মুখ দেখাতে পারিনা তারে, আর আপনি বলছেন আটকে রেখেছি?
ছাইরাছ হেলাল
পড়লে মনে হয় আপনার ভাঁড়ারে জমা আছে আরও অনেক ,
অনেক কিছুই ।
শুন্য শুন্যালয়
কিচ্ছু নেই, যা আছে তার সবটুকু হাজির হুজুর…
মুভির নাম দিন, আজ half full হয়ে যাবে।।
ছাইরাছ হেলাল
The lunchbox দেখে ফেলুন।
সামান্য পাঠকদের ঠকানো ঠিক নয় ।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ ভাইয়া, মুভিটা দেখা হয়নি, এবার দেখে ফেলবো ।
না চাইলেও দিয়ে দিতে ইচ্ছে করে, সত্যি আমি ঠকাতে জানিনা।
রহস্যে কি কিছু বাকি রইলো?
পুষ্পবতী
ভালবাসা নাকি শত্রুতা ?দারুন হয়েছে আপু। -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ পুষ্পবতী, হয়তো দুটোই …
মা মাটি দেশ
চমৎকার ছবি সহ চমৎকার পংতিমালা।ধারুন হয়েছে এমন করে ছবি তুলেন কি করে। -{@ (y)
শুন্য শুন্যালয়
অনেকটা সময় ছিলাম, আমি লাকি অনেকগুলো মুহূর্ত ধরতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া…
ছাইরাছ হেলাল
ছবির মেটাডেটা একটু দিয়েন ।
শুন্য শুন্যালয়
কোনটার ভাইয়া, the lunchbox?
ছাইরাছ হেলাল
এই পেলিকেনের ছবির প্রপাটিজ দেখতে চাই ।
শুন্য শুন্যালয়
স্যরি প্রথমে বুঝতে পারিনি, f/16, shutter-1/125, ISO-100, Focal-200 mm
শুন্য শুন্যালয়
সেই যে গেলো, তো গেলোই …
ছাইরাছ হেলাল
যাব কেন ? যাব না ।
শুন্য শুন্যালয়
যেতে তো বলিনি 🙂 নিশানা খুঁজে পাওয়া গেলো ?
ছাইরাছ হেলাল
থাকি আশে পাশেই ।
ছবি দেখা হলে আলোচনা চাই ।
স্বপ্ন নীলা
চমৎকার, চমৎকার এবং চমৎকার। আমি মুগ্ধ
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপু, আমিও মুগ্ধ আপনার মন্তব্যে।
জিসান শা ইকরাম
দ্বন্দ্ব কেনো? নিজের সাথে নাকি স্মৃতির সাথে?
শুন্য শুন্যালয়
বয়স হলে নাকি সবাই পুরনো স্মৃতি মনে করে, আমিও সেরকম, কিন্তু খুঁজতে গিয়ে দেখি আমার তেমন মনে করার মতো কোন সুন্দর স্মৃতিই নেই, নিজেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বললাম আমি এখনো পারি সুন্দর কোন স্মৃতি তৈরি করতে, হাবিজাবি সব কথা বার্তা ।। ফাক ফোঁকরে আমাদের কথা মনে করছেন দেখে ভালো লাগলো।।
মশাই
এতো সুন্দর লেখা পড়েতো মন্তব্য করতে আসতেই ভয় লাগছে। ^:^
সে তার খুশি মতই ভেবে নিবে তবে আপনার তরফ থেকে কিন্তু সঠিকটাই প্রদান করতে হবে। কারো সাথে শত্রুতা করে লাভ কি বলুন তার চেয়ে বরং তাকে ভালবাসাই দিন। সে যদি ভালোবাসাকে শত্রুতা মনে করে তাহলে হয়তো সেটা আপনার দেখার বিষয় না’ও হতে পারে। গায়ে পরে শত্রুতা করতে যাবেন না। আবার অনেকে কিন্তু শত্রুতার জন্য প্রার্থনা করে থাকে যেমন:
হে ঈশ্বর, আমার কোন শত্রু নেই!
কিন্তু আমার একজন শত্রু থাকা দরকার,
যার শক্তি হবে আমারই সমান,
সত্যই যেন হয় একমাত্র বিজয়ী।
এমন শত্রু হলে কিন্তু আবার খারাপ না। আর ছবির কথা আমি কি বলবো? ছবির সম্পর্কে কি আমি কিছু বুঝি?
শুন্য শুন্যালয়
ধুর মশাই, আপনার লেখার কাছে কিচ্ছুই না। নিজেই নিজের শত্রু হলে আর কিছু লাগে?
আপনি আবার শত্রু খুঁজতে যেয়েন না কিন্তু ।। ছবি আমিও কিছু বুঝিনা, দেখতে ভালো লাগলেই সেটা আমার কাছে ছবি।। এতো নিয়ম কানুন মানতে আর ভালো লাগেনা, বয়স হইছে না 🙂
সাদিক মোহাম্মদ
সরু সূচে গেঁথে নিতে একটা একটা স্মৃতিমালা……… সুন্দর পঙক্তি
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ সাদিক ভাইয়া ।