স্মৃতি…

শুন্য শুন্যালয় ৮ জুন ২০১৪, রবিবার, ০৯:৫৪:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

স্মৃতিগুনে কৌটোখালি,
দেউলে হয়েছে সময়,
ঝাপসা হয়নি চোখের আলো, আনন্দের ঝিকিমিকিতে
কাঁদেনি শব্দমালা তার আশপাশের চোরা সরুগলিতে।
আজ আর কোন অভিযোগ নেই,
ভুলে যেওনা, আমি এখনো পারি
সরু সূচে গেঁথে নিতে একটা একটা স্মৃতিমালা।
তোমার সাথে আজীবনের দ্বন্দ্বের আজ ইতি,
ভেবে নাও যা খুশি,
এ তোমার জন্য আমার ভালোবাসা, নাকি
নতুন শত্রুতা ?

৫৩৮জন ৫৩৮জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ