মোদের ও ছিল কেউ একজন
অতি আপন , কোন এক কালে
স্বজনের বেশে হৃদয়ের গাঁ-ঘেঁষে
পীরদের দেশে ,
নক্ষত্র সাজ নিয়ে আমাদের পাশে ।
মাথায় পালক গুজে
দুরন্ত অশ্বারোহীর বেশে ;
হারিয়েছি সহসা
অগণন তারার মাঝে ,
তারে খুঁজি আজও হাপুস নয়নে ।
উৎসর্গঃ সম্প্রতি বিপিএম পুরস্কার প্রাপ্ত একজন কে ।
৩৭টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ (y) কবিতাটি ভাল হল -{@ (y)
বনলতা সেন
উহা কবিতা নয় ,
একান্ত অনুভূতি প্রকাশের ব্যর্থ চেষ্টা মাত্র ।
ছাইরাছ হেলাল
পুরস্কার পেতে পেতেই হারানোর স্মৃতি !
সহজ স্বচ্ছ সাবলীল সুন্দর বহিঃপ্রকাশ সব সময়ের মতই ।
বনলতা সেন
আসলে আমরা ক্রমাগত হারাতে থাকি ।
এই সম্পর্কটিও হারাবে কালের গভীরে ।
ভবিষ্যতে দাঁড়িয়ে বর্তমানকে নিয়ে ভাবনার প্রকাশ ।
জিসান শা ইকরাম
এমন মানুষকে হারানোর হাহাকার থাকবে সব সময় ।
‘ আমি তোমাদেরই লোক ‘ এমন আপন ভাবতে পারা মানুষের সংখ্যা যে কমে যাচ্ছে দিন দিন। -{@
সুন্দর উপস্থাপনা (y)
বনলতা সেন
আমরা এখন হারাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি ।
তবুও কাছের মানুষ হিসাবেই ভাবতে থাকব ।
পড়ার জন্য ধন্যবাদ ।
লেখাটি আদৌ ‘ঝোলানর’ পর্যায় পড়ে না ।
তবুও অনেক অনেক ধন্যবাদ ।
খসড়া
ভাল লাগলো। শুভেচ্ছা নাম না জানা তাকে।
বনলতা সেন
ধন্যবাদ , যাকে নিয়ে লিখলাম সে হয়ত জানবেই না ।
তবুও লিখতে তো হয় ই ।
নিয়মিতই পড়ছেন দেখে ভাল লাগে ।
অনেক অনেক দিন কিন্তু লিখছেন না ।
নীহারিকা
সুন্দর উপস্থাপন। ভালো লেগেছে।
বনলতা সেন
অবশ্যই আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ।
সাতকাহন
অনেকদিন পর আসলাম সোনেলাতে, এসেই দেখি আপনার কবিতাটি স্টিকি করা হয়েছে, ভালো লাগলো দেখে, এখনো আমার সেই চেনা মানুষগুলি লিখে যাচ্ছে।
বনলতা সেন
যদিও স্টিকিতে আমার আপত্তি । শুধু আপনাকে মিস করি ।
তাও এতদিন পর আপনার দেখা পেয়ে অবশ্যই আনন্দিত ।
ভাল থাকবেন ।
সাতকাহন
😀
বনলতা সেন
দাঁত মাজুন ।
পোকা লেগেছে যে ।
আমার মন
অভিনন্দন পুরুষ্কার পাওয়া তাকে। 🙂
বনলতা সেন
অবশ্যই অভিনন্দন, যদিও তাঁকে পৌছে দেয়া হবে না ।
আদিব আদ্নান
শুভেচ্ছা আপনার সেই আপনজন কে ।
অল্পে লেখার চমৎকার হাত আপনার ।
বনলতা সেন
আপনাকেও শুভেচ্ছা ,
বেশি যেহেতু লিখতে পারি না তাই অল্পেতেই থাকি ।
মোঃ মজিবর রহমান
ভালো স্বরনের বালুকা বেলায়
বনলতা সেন
সুন্দর মন্তব্য ,
বালুকা বেলা বলাই যায় ।
শুন্য শুন্যালয়
এভাবেই চলে যায় কেউ কেউ… সুন্দর কবিতা বরাবরের মতোই…
বনলতা সেন
আমাদেরও মেনে নিতে হয় অনিচ্ছায় ।
শুভেচ্ছা আপনাকে ।
লীলাবতী
শ্রদ্ধা তাঁর প্রতি । কিন্তু নামটা লিখে দিলে ভালো হতো মনে হয় ।
বনলতা সেন
অবশ্যই শ্রদ্ধা তাঁর প্রতি ।
আসলে নামটি উহ্য রাখতেই চাই ।
শুভেচ্ছা ।
আমীন পরবাসী
হারিয়েছি সহসা
অগণন তারার মাঝে ,
তারে খুঁজি আজও হাপুস নয়নে
এমনটিই যেন সবার জীবনে হয়।
হারানোর পরও যেন কেউ খুঁজে। হারানোর মাঝে যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আর সার্থকতা কোথায়?
বনলতা সেন
আপনার লেখার মত আপনার মন্তব্য ও অর্থবহ ভাবে সুন্দর ।
ধন্যবাদ দিচ্ছি ।
প্রিন্স মাহমুদ
অনেকদিন পর আসলাম সোনেলাতে, এসেই দেখি আপনার কবিতাটি স্টিকি করা হয়েছে, ভালো লাগলো দেখে । দারুন লেখা
বনলতা সেন
অনেকদিন পর এসেছেন দেখে ভাল লাগল ,
ভুলে স্টিকি করেছে , মানুষ হয় মরণশীল ।
খসড়া
শ্যামল কোমল গাঙেও ব দ্বীপে
তোমার বজ্র কন্ঠে যখন ধ্বনিত হলো অমোখ বাণী
অকস্মাৎ ঘটে গেল মহা প্রলয়।
বনলতা সেন
পড়তে হবে অবশ্যই ।
রাসেল হাসান
ভালো লাগলো। সুন্দর কথামালা!
বনলতা সেন
খুঁজে পড়ার জন্য ধন্যবাদ ।
হতভাগ্য কবি
ভাল লাগসে সহজ সুন্দর, শুভকামনা আপু
বনলতা সেন
যাক , এসে খোঁজ নিয়েছেন ।
ভুলে গেলেই ভাল হত ।
হতভাগ্য কবি
আমি তো আসি আপু , আপনাকে পাই না, একটা কষ্টের কবিতা লিখে দেন, খুব দরকার
বনলতা সেন
ধন্যবাদ আপনাকে ।
আমি একটু অনিয়মিত নিয়মিত ।
তাছাড়া আমি কোন লেখক-ফেকক নই ।
উগরে দেই যখন যা আসে মনে ।
জাত লেখক হলে যখন -তখন লিখে দিতে পারতাম , অতএব বুঝে নিন নিজ গুনে ।
সুন্দর করে আরও লেখা চালু করুন , মাঝে মাঝে এসে যেন পড়তে পারি ।
হতভাগ্য কবি
🙂 🙂 আশা করছি নিয়মিত ভাবে নিয়মিত হবেন, 😀 😀 কবিতার আশায় রইলাম আপু