সোনেলার মডু হতে চাই

সাবিনা ইয়াসমিন ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:১৩:০৬পূর্বাহ্ন অন্যান্য ১১০ মন্তব্য

ইচ্ছেটা শুরু হয়েছিল ২০১৮ থেকে। তখন থেকেই শুনছিলাম সোনেলায় কোনো মডু নেই। ব্লগ ভুতে চালায়। এত্তো সুন্দর সোনালী উঠোন ভুতে চালাবে! আমিতো ভুত না, আমিই চালাবো ঠিক করলাম। শুরু হলো মডু হওয়ার চেষ্টা। বিশেষ বিশেষ ব্লগারদের কাছে ধর্না দেওয়া শুরু করলাম। তারা আমাকে এটা–সেটা কতো কিছু করতে বললো। গ্রুপের এডমিন বানালো, পেইজের এডমিন বানালো এমনকি আমার একটা অ–লেখাকে স্টিকি পোস্টের মর্যাদাও দিলো….কিন্তু মডু আর বানালো না।

রেগে–মেগে জানতে চাইলাম, মডু বানান না কেন?  কি কি যোগ্যতা লাগবে? বিকট এক হাসি দেখিয়ে বলে দিলো – ল্যাপটপ আছে? ওজন কতো? মডু হতে হলে দুই মন ওজন দরকার, আরও বেশি মন হলেও চলবে। আছে???

ল্যাপটপ নাই, দুইমন ওজন ইহ জনমে হওয়ার সম্ভাবনা নেই। এদিকে মডু না হতে পারার কষ্টে আমার দেড়মন শরীর কমতে কমতে কই হারিয়ে যায় কে জানে !!

সহপাঠী ভাই–আপু–  বান্ধবরা প্লিজ হেল্প মি, এইভাবে চলতে থাকলে মডু হতে পারি  আর না পারি মটু  সাবিনা শিগগিরই সুতলি সাবিনায় পরিণত হবে…. 😞😞

১জন ১জন
0 Shares

১১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ