ইচ্ছেটা শুরু হয়েছিল ২০১৮ থেকে। তখন থেকেই শুনছিলাম সোনেলায় কোনো মডু নেই। ব্লগ ভুতে চালায়। এত্তো সুন্দর সোনালী উঠোন ভুতে চালাবে! আমিতো ভুত না, আমিই চালাবো ঠিক করলাম। শুরু হলো মডু হওয়ার চেষ্টা। বিশেষ বিশেষ ব্লগারদের কাছে ধর্না দেওয়া শুরু করলাম। তারা আমাকে এটা–সেটা কতো কিছু করতে বললো। গ্রুপের এডমিন বানালো, পেইজের এডমিন বানালো এমনকি আমার একটা অ–লেখাকে স্টিকি পোস্টের মর্যাদাও দিলো….কিন্তু মডু আর বানালো না।
রেগে–মেগে জানতে চাইলাম, মডু বানান না কেন? কি কি যোগ্যতা লাগবে? বিকট এক হাসি দেখিয়ে বলে দিলো – ল্যাপটপ আছে? ওজন কতো? মডু হতে হলে দুই মন ওজন দরকার, আরও বেশি মন হলেও চলবে। আছে???
ল্যাপটপ নাই, দুইমন ওজন ইহ জনমে হওয়ার সম্ভাবনা নেই। এদিকে মডু না হতে পারার কষ্টে আমার দেড়মন শরীর কমতে কমতে কই হারিয়ে যায় কে জানে !!
সহপাঠী ভাই–আপু– বান্ধবরা প্লিজ হেল্প মি, এইভাবে চলতে থাকলে মডু হতে পারি আর না পারি মটু সাবিনা শিগগিরই সুতলি সাবিনায় পরিণত হবে…. 😞😞
১১০টি মন্তব্য
প্রহেলিকা
এতক্ষণে পোস্ট! ঝালমুড়ির সব মুড়ি ফোতা হই গেছে। ফোতা মানে বুঝছেনতো? অই যে মুড়ি অনেকখন বাহিরে থাকলে কেমন মচমচে ভাব চলে যাওয়ার পর যে ভাব হয় সেই ভাবকে আমরা ফোতা বলি।
সাবিনা ইয়াসমিন
মুড়ি বাদ। কোকাকোলা নিয়ে বসেন। রাতে মুড়ি খেলে দাঁতের মাড়ি ছুলে যায় 😜
প্রহেলিকা
পোস্টেতো অনেক লেখা দেখা যাচ্ছে। সারমর্মটা একটু নিচে দিয়ে লিখে দেন না।
সাবিনা ইয়াসমিন
মতলব টা কি? মডু হতে চাই শুনেই কি আপনার চোখ ঝাপসা হয়ে গেলো নাকি!!
প্রহেলিকা
আরে না না, পোস্টে এত লেখা পড়তে আলসামি লাগে তো তাই সারমর্ম জানতে চাইলাম। আমি তো আপনার পক্ষে। মডু বানাইয়াই ছাড়ব।
আগে কনতো কার কাছে রেগে মেগে বডু বানায় না কেন জানতে চাইছেন?
উনারে আগে ধরুম। খালি নামডা কন
সাবিনা ইয়াসমিন
বলতে তো চাই, কিন্তু তারা হলো ভুতের শাগরেদ। আমি তাদের খুব ভয় পাই, যদি আমার দেড়মন শরীরের আধামন তারা নিয়ে নেয়,,, 😰😰
প্রহেলিকা
ডরাই না ডরাই না খালি নামডা কন। আধামন কমলে কমবে, হাড্ডি থাকলে একদিন মাংস হবে। ক্ষমতায় যাওয়ার পরে সব ঠিক হই যাবে।
জিসান শা ইকরাম
মডুদের ইয়া বড় বড় মোচ থাকে,
মোচ দুই পাশে শিং এর মত পেচিয়ে রাখতে হয়,
আপনার মোচ আছে?
প্রহেলিকা
যদি না থাকে তাতেই কি, এডিট করে নিবে। তাই বলে মডু হতে পারবে না? আপনি কি পক্ষের না বিপক্ষের সেটা আগে কন।
সাবিনা ইয়াসমিন
ইয়েস ইয়েস!!! সাব্বাস প্রহেলিকা, কোকাকোলার শক্তিতে এগিয়ে যান। আমি পিছনেই আছি 😁😁
জিসান শা ইকরাম
আমি তো সোনেলায় জব পাবার জন্য সাবিনা ম্যাডামের সুপারিশ চাই,
ওনার উপরের মহলের সাথে হাত আছে,
ফেবুতেই প্রমান আছে। @প্রহেলিকা
প্রহেলিকা
আপনার আন্দোলন পরে হবে জিসান ভাই, আগে উনারে মডু বানাই দেন সবাই মিইল্যা, নাইলে ধধর্মঘট ডাকা হবে ঈদের পরে।
জিসান শা ইকরাম
আপনার ফেবুতে দেখলাম, সোনেলায় জবে জয়েন করার পাঁচ মিনিটের মধ্যে আপনি ডাবল প্রমোশন পেলেন!!
কেমনে কি?!!
আমার তো সন্দেহ হইতাছে আপনিই মডু,
এই পোস্ট দিয়ে বিভ্রান্ত করছেন সবাইকে।
সাবিনা ইয়াসমিন
আপনি ঐ পোস্ট দেখেছেন!! এইবার বোঝেন, ব্লগ ওয়ালারা আমাকে চাকরি দেয়, আবার পাঁচ মিনিটের মাথায় প্রমোশনও দেয়। তবুও মডু বানায় না 😑
জিসান শা ইকরাম
মডু যে আপনি নন, তার প্রমান কি?
আপনি শিউর মডু,
আমারে একটা চাকুরীর ব্যাবস্থা করেন আফা,
আমার খুব সখ, সোনেলায় চাকুরী করার।
সাবিনা ইয়াসমিন
আফা!!! ছিঃ আপনি দেখি ঠিকমতো সম্বোধনই করতে পারেন না। এই আন স্মার্ট লোকজন কে নিয়ে সুপারিশ করলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে।
সাবিনা ইয়াসমিন
@ জিসান সাহেব, আমি যে মডু নই তার বড়ো প্রমানতো আপনি। আমি মডু হলে আপনি এতক্ষন পর্যন্ত বিরোধী কমেন্ট দিতে পারতেন? 😜
জিসান শা ইকরাম
উক্কে আপনারে মডু হিসেবে দেখতে চাই,
নইলে ঈদের পরেই আন্দোলন।
আচ্ছা মডু বানায় কে? আমিও দরখাস্ত দিবার চাই।
প্রহেলিকা
বুজছি আপ্নারা দুইজনেই আজকা ব্লক খাইবেন। মডু হইবেন তাই না। মডুবাহিনী সব দেখতাছে। কোন সময় যে ব্লক মারে আপ্নাগো তারাই জানে।
সাবিনা ইয়াসমিন
@ প্রহেলিকা গিটার বাজানো ছেড়ে এখন তানপুরা বাজাচ্ছেন কেন? মডুদের সাথে কোনো গোপন চুক্তি স্বাক্ষর করেছেন নাকি?
প্রহেলিকা
এটাই দুনিয়ার নিয়ম, আগে যেতে হলে হয় নিজেকে অন্যকে পেছনে ফেলতে হবেই হবে। সবার শখ মডু হইবার আমারো কি নাই নাকি।
সাবিনা ইয়াসমিন
@ প্রহেলিকা, দুনিয়াদারীতে আপনিও জড়িয়ে গেলেন!! আপনি তো মুড়িখোর, মুড়ি খেয়ে দুইমন ওজন কেমন করে বাড়াবেন !!
প্রহেলিকা
কেন জানি মনে হচ্ছে জিসান ভাই বিরোধীদলীয়!
সাবিনা ইয়াসমিন
কানে কানে বলি ( আমারও সন্দেহ হচ্ছে, লোকটার কথা বার্তা সুবিধার না)
প্রহেলিকা
একখান প্রশ্ন, আপনি যদি মডু হইতেই পারেন তাইলে হবার পরে আমারে কোনোদিকে ছোটখাট একটা জব ম্যানেজ কইরা দিবেন না কি আগে কন
সাবিনা ইয়াসমিন
@ প্রহেলিকা, মাত্র একটা চাকরি!! আমি একবার খালি মডু হয়ে নেই, আমার সব কাজ আপনাকে দিয়েই করাবো। প্রমিজ 😎
প্রহেলিকা
তাইলে আর কোনো কথা নাই, কোনো ধরনের আঘাত আসার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়েই যাবো। মডু আপনাকে বানাতেই হবে। কিন্তু আফসোস মডু হলে আর আপনার দেখা পাওয়া যাবে না।
সাবিনা ইয়াসমিন
হু, আন্দোলন চালিয়ে যান। রোজার পুরোমাস জুড়ে এই আন্দোলন চলবে। সেহেরি খেয়ে আন্দোলন শুরু ইফতার খেয়ে বিরতি। দাবী না মানলে ঈদের পরে আরো কঠিন কর্মসূচি পালন করা হবে।
বলা যায়না, মডু বানানোর পর যদি ভুত হয়ে যাই দেখা দিতে পারবো বলেতো মনে হয় না 😢
প্রহেলিকা
তার আগেই মডুবাহিনী আপ্নাগো ব্লক মারব দেইখেন। আমি নাই আমি নাই
সাবিনা ইয়াসমিন
@ ভয় পাইনা..
সোনেলা ভৌতিক মডু বাহিনী নিপাত যাক
গন–ব্লগাররা মুক্তি পাক।
মডু তো আমি হবোই। মটু দলের খাতায় নাম লিখে ফেলেছি 😜
প্রহেলিকা
আপনার ব্লক আর কেউ আটকাতে পারবে না। নির্ঘাত ব্লক দিব, ব্যানও করতে পারে। মটু হবার সখ ভেস্তে যাবে। তেল থেরাপি ট্রাই করেন।
শুন্য শুন্যালয়
আন্দোলন কি শেষ! আমি আরো আদা চা খেয়ে গলায় জোর বানিয়ে আসলাম। কে কোথায় সব?
প্রহেলিকা
সব বাদ, আজকা থাইকা আপ্নিই মডু, আপনাকে মডু হিসেবেই আমরা মানব। আমরা ব্লগাররা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা আপনার হাতে দিয়া দিলাম। এবার আপনার অনুভুতি কেমন তা বলেন।
সাবিনা ইয়াসমিন
খুশির ঠ্যালায় জাতীয় সঙ্গীত গাইতে মন চাইতেছে। আমার নিজের ভাষায় 😁😁
আমার সোনার সোনেলা
আমি তোমায় ভালোবাসি..
চিরদিন তোমার উঠোন তোমার ব্লগার
আমার প্রানে…. আমার প্রানে বাঁজাক বাঁশি,
প্রিয় সোনেলা, আমি তোমায় ভালোবাসিইইইইই..❤❤❤❤
প্রহেলিকা
চোখবুজিয়ালম্ফদিলেপাভাঙ্গিয়াযায়।
শুন্য শুন্যালয়
আপু প্লিজ আমার জন্যেও একটু সুপারিশ করে দ্যান না! আমাকে অর্ধেক স্যালারি দিলেও হবে। ঘন্টায় $২০ এর বেশী নেবোনা। প্লিজ লাগে!
প্রহেলিকা
ফ্রিতেই নিতো না আবার ডলার দিয়া! 🔨🔨
শুন্য শুন্যালয়
আপনি হাতুরির বাড়ির ভয় দেখাচ্ছেন কেন?
ফ্রি বললে পাত্তা দেবেনা, বুঝেছেন? যেমন ডাক্তারগো ফ্রি প্রেসক্রিপশন রোগী লাইক করেনা।
প্রহেলিকা
এই হলো গোপন রহস্য তাইতো বলি আপনাকে মডু মডু লাগে ক্যান বা হইলেন কিভাবে! আসলেই ঠিক বলেছেন, ফ্রিতে পাত্তা দিত না।
@সাবিনা আপা মানুষ চিনতে ভুল কইরেন না। জায়গামতো জাল ফেলেন ঠিক ঠিক কাজে আসবে। ধরেন ধরেন।
শুন্য শুন্যালয়
আপনার তো কতোকিছুই লাগে লাগে। চোখ, নাক, কান, সবই দুই জোড়া। মডু মাছ নাকি? তাইলে আমি এদ্দিনে ধরতে পারলাম না ক্যান? বড়শী দিয়া তো কত্তোই ধরছি। খালি রুই আর পুঁটি ওঠে, মডু ওঠেনা।
প্রহেলিকা
আসলে আমরা মডুদের খুজে পাই না তার কারণ হলো মডুরা ছদ্মবেশে এখানে এসে নানান মন্তব্যে এটা আমাদেরকে বিশ্বাস করাতে চায় যে “মডুদের খুজে পাওয়া সম্ভব না”। উনারা মন্তব্যেও পোস্টদাতাকে নিরুৎসাহিত করবে যাতে সামনে আর না এগুতে পারে। এই সোনেলার মডুরা খুব চালাক প্রজাতির মডু।
সাবিনা ইয়াসমিন
@ প্রহেলিকা, আমার কাছে হাতুড়ি নেই, এটা আছে 🔫🔫 চলবে?
প্রহেলিকা
আরে হাতুড়ি দুইটা দিসিতো একটা আপনার জন্য একটা আমার জন্য। টিফিনের ভাহ নেই আর আপনার জন্য হাতুরি নিব না তা কি হয়!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, হাতুড়ি একটা আমি নিলাম, আর পিস্তল একটা আপনি রাখেন। সহিংস আন্দোলন ভেবে ভৌতিক মডু বাহিনী কখন হামলা করে বলা যায় না।
ইয়ে,,,, ধরপাকর শুরু হলে কই থাকবেন? জায়গা ঠিক করেছেন?
মায়াবতী
আপা মনি রা… প্রহেলিকা আসলে মডু মাছি হয়তো ***
প্রহেলিকা
ভয় নেই, ধরপাকড় শুরু হলে যেখানে পারবেন আশ্রয় নিবেন। তখন সহপাঠী এসব মনেও থাকবে না। আর মডুদের ভয় পাওয়ার কিছু নেই। তারা নিজেরাই আছে চাকরি হারানোর ভয়ে।
শুন্য শুন্যালয়
কী ভয়ংকর কথাবার্তা। আমি শুধু আদা চা খেয়ে আসছিলাম। প্রহেলিকা আমারে কিছু পয়সা দিয়ে এই আন্দোলনে শরীক হইতে কইছিলো, আমি জানিই না আন্দোলন কী নিয়া। এখন দেখি হাতুড়ি, বন্দুক সব নিয়া নামছে এরা। আমি নাই। চান্সে ফুটবে, হাতে কড়া পড়বে গরীবের।
প্রহেলিকা
ফুঁ ফুঁ! বড়রা যদি এভাবে মিথ্যা কথা বলে তাইলে আমরা ছোটরা কি শিখব? এই ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই বর্তমান সময়কে।
এই মিথ্যা অপবাদের জন্য তীব্র প্রতিবাদ!
https://youtu.be/xmox8Cz8zxs
শুন্য শুন্যালয়
😀 দুটো কি আসলে পিচ্চি নাকি ক্যামেরার জন্য পিচ্চি লাগছে? কী সাহস মেয়েটার দেখছেন? হাহাহা
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা,, দোস্তি হামেশা সালামত রাহে, লেকিন –খত্রা আপনা আপনা 😂😂
সাবিনা ইয়াসমিন
শূন্য কি আসলেই পালিয়ে গেলো ? আমিতো ভেবেছিলাম আরেকবার আদা চা খেতে গেছে।
@ শূন্য আপনার চা খাওয়া শেষ হবে কখন ?
সাবিনা ইয়াসমিন
এবার আমিও বুঝতে পারছি। মডু হতে হলে আমাকে মহাশূন্যে পৌঁছাতে হবে। ঐখান থেকে জাল ছুড়ে শূন্যমতন কিছু ধরতে পারলেই শিরোপা আমার হাতে চলে আসবে 😜
প্রহেলিকা
শূন্য না শূন্য না শুন্য হবে! আশা করি বুঝেছেন কি বুঝাতে চেয়েছি।
সাবিনা ইয়াসমিন
আমি অবুঝ হয়ে গেছি। শূন্য শুন্য সব 0 গোল দেখতে পাচ্ছি। আমার মডু হওয়ার চাঞ্চ 00
প্রহেলিকা
সমস্যা নেই, আমি মনে করিয়ে দিব, কখন কার দিকে নজর দিবেন। উনারা কিন্তু অতি চালাক। আপনাকে শুধু গলায় দড়িটা পরাতে হবে তাইলেই মডু হওয়া পাক্কা।
শুন্য শুন্যালয়
সাবিনা আপু আপনি এতোক্ষনেও যদি না বোঝেন সোনেলার আসল মডু কে। ভালো কইরা সহপাঠির দিকে নজর দ্যান। কোথায় দড়ি দিতে হবে, কখন দিতে হবে, অস্ত্র সাপ্লাই এসব কে করছে একটু নজর দিলেই বুঝবেন। যদিও ঘরের মডু চেনা শক্ত।
শামীম চৌধুরী
বলেন কি? মডু ও চিকনের খপ্পরে পড়লেন কেন? আপনি যেমন আছেন তেমনই থাকুন। সুন্দর করে গুছিয়ে বলেছেন তার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
এভাবে নিরুৎসাহিত করতে হয় না শামীম সাহেব। মটু হওয়ার কতোওওওও সাধ আমার যদি বুঝতেন, তাহলে আমার দুঃখে চিক্কুর দিয়ে কেঁদে কেঁদে আপনি চিক্কন এখনই হয়ে যেতেন 😒
নীলাঞ্জনা নীলা
ও মডু সাবিনা আপা আমারে একটা পোস্টো দিবেন সোনেলায়? কতোগুলান বৎসর লেইখ্যা গেলাম, পাত্তাই পাইলাম না। আপ্নারে মডু হিসেবে দেখবার চাই। ভোটখানা দিয়া গেলাম। খালি আমারে একটা উচ্চপদে পোস্টো দিবেন, বেতন বেশি লাগবো না।
সাবিনা ইয়াসমিন
নীলা আপু আর কোনো চিন্তা নেই। একবার খালি মডু হয়ে নেই,,,, আমার সব কাজ আপনাদের দিয়ে দিবো। নিজে কোনো কাজই করবো না। যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদেরকে আমি অবশ্যই চাকরি দিবো। আমার মডু আমলে একজন ব্লগার বেকার থাকতে পারবে না ❤❤❤
নীলাঞ্জনা নীলা
তাহলে থাক লাগবে না। কাজ করতে পারবো না বাপু। পালাই! 🏃
ইঞ্জা
এখন অট্টহাসির ইমো চাই।
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
সাবিনা ইয়াসমিন
এত্তো হাসি দিয়েও ইমো চান!! 😂😂
ইঞ্জা
কান পড়া পেয়েছি মডু নাকি হওয়া বাকি নাই? 😆
সাবিনা ইয়াসমিন
কানে পানি পড়া ঢালুন ভাইজান, মডু হতে চাই শুনে ভৌতিক বাহিনী আজ আমাকে সারাদিন ব্লগে ঢুকতে দেয়নি। ☹
মোঃ মজিবর রহমান
গুলি চালান, নাইলে পাথর নিক্ষেপ করেন।
ভয়ে মডুরা সরে যাবে আপনি চুপ করে বসে যাবেন।
ছাইরাছ হেলাল
পাথর নিক্ষেপটি পছন্দ হয়েছে।
সাবিনা ইয়াসমিন
পাথর আনতে ভুলে গেছি। সমস্যা নেই, আমার কাছে হাতুড়ি আছে। ( প্রহেলিকা কাল গিফট দিয়েছে) । ওটা কাজে লাগাবো ভাইজান। ভোট কিন্তু আমাকেই দিবেন। মটু সাবিনাকে মডুর আসনে দেখতে চাইলে তাড়াতাড়ি ভোট দিয়ে যান। 😊😊
মোঃ মজিবর রহমান
তাইলে প্রথমেই দিলাম আমি ভোট। পরে দেইখেন আমারে বরখাস্ত কইরেন না।
সাবিনা ইয়াসমিন
আপনার মূল্যবান ভোট পেয়ে আমার জয়ের পথ উন্মুক্ত হয়ে গেলো ভাইজান। একবার শুধু মডু হয়ে নেই, আগের সবাইকে বাতিল করে নতুন নতুন আসন বানাবো। তারপর আমরাই আমরা 😁😁
মোঃ মজিবর রহমান
হোক আন্দলন চলুক জনহীন পদচলা।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, জনহীন রাজত্বে রাজ করবো 😁😁
ছাইরাছ হেলাল
আগে বুঝতে হবে, ঘটানাটি কী ছিল!!
সাবিনা ইয়াসমিন
সাত খন্ড রামায়ণ দেখলেন, এখন জিজ্ঞাসা করছেন সীতা কার বাপ !!?
ছাইরাছ হেলাল
আচ্ছা, মডু কী!! উহা কাহারা!! তাদের কাজ কী!!
আধারে থেকে ভাবতে হচ্ছে!!
১…তাদের কী তৃতীয় চৌখ থাকে?
২… তাদের কী চোখা শিঙ থাকে? যখন তখন তেড়ে/মেড়ে আসে?
৩… তাদের হাতে মোটা সূচের ইংতি থাকে, ইচ্ছে হলেই চিৎ-উপুৎ করে যেখানে সেখানে ফুড়ে চিকিৎসা দিয়ে দেন?
৪… তাদের কী বড় চোখা দাঁত থাকে, ঘ্যাচ করে মাথার চাঁদিতে বসিয়ে ঘিলু খেয়ে নেয়?
৫…… তাদের পকেটে কী একগাদা পঁচা যা খুশি তাই লেখা একটি বস্তা থাকে? ইচ্ছে হলেই একটি ছুঁড়ে মারে?
৬……তাদের কি শকুন বা প্যাঁচা চোখা হতেই হয়?
৭…… তারা কী খুব ডাকা-বুকো বা ডাট দেখিয়ে বেড়ায়?
৮……… ব্লগ থেকে কী ভাত/টাত খেতে দেয়? না কী ক্ষুধা মনে/পেটে তিড়িংবিড়িং করে বেড়ায়?
বুঝিয়ে বললে দুর্বার আন্দুলুনের ডাক/বাক দেয়া যেতেই পারে।
সাবিনা ইয়াসমিন
মডু ইতো এখনো হতে পারলাম না। এসব প্রশ্নের উত্তর কিভাবে দিবো 😞😞
সুবিধাবাদী দের মতো আচরণ করলেন মহারাজ। প্রকৃতি শুভাকাঙ্ক্ষীরা এমনি এমনি দৌড়ে আসে, তাদের কিছু বোঝাতে হয়না। 😏😏
ছাইরাছ হেলাল
মডু জিনিসটি কী?? খায় না মাথায় দেয় সেটাইতো জানা হলো না।
কিসের লোভে মটু হইতে চান, সেটি আগে বুঝিয়ে বলুন।
সাবিনা ইয়াসমিন
মডু হলে নিজেকে একটু বেশি মটু মটু লাগবে। আর সবাই জানে মটুদের কথার ওজন বেশি। খেয়ে-দেয়েতো আর ওজন একঝটকায় বাড়বে না….. তাই মনে শর্টকাটে মডু হওয়ার শখ জেগেছে।
মহারাজ, আপনার ভোট-ব্যানার কিছুই দেখছি না। আমাকে ভোট দেয়ার ইচ্ছে নেই নাকি !!
মায়াবতী
বাবু রাম সাপুড়ে….
ছাইরাছ হেলাল
না না, আপনাকে রেখে/ফেলে কোথাও যাচ্ছি না।
বন্যা লিপি
পোস্ট এবং আড্ডা দেখে পড়ে হাসতে হাসতে শেষ। সাবিনা মডু হইলে আমারো সুবিধা ডাবল হইয়া যাবে।ভোটখান দিয়া গেলাম।
সাবিনা ইয়াসমিন
থ্যাংকু বন্যা। তুমি আমার প্রিয়জন। শুধু ভোট দিলেই হবেনা, আন্দোলনেও তোমার সরব উপস্থিতি চাই। যা কিছু আছে সব নিয়ে রেডি থেকো। যেকোনো সময়ে মিছিলে আসতে হবে। 😂😂
তৌহিদ
উপর থেকে কমেন্ট পড়তে পড়তে নীচে নামছি আর ভাবছি, সব মডুদের ভীরে থ্যাথলা হইয়া গেলাম। 👏
বাই দ্যা ওয়ে, আপনি আন্দোলনে নামেন। আছি পাশে। 🙌
আপনারডা ফুল ফিল হইলে আমার জন্যেও সুপারিশ কইরেন কেমন? ☺
সাবিনা ইয়াসমিন
আমার প্রতিবাদী কর্মী লাগবে। থ্যাতলানো কর্মীতো রাজপথে নামার আগেই হাসপাতালের কেবিন ভাড়া চাইবে মডু হওয়ার আগেই এতো খরচ !!
তৌহিদ ভাই নিরপেক্ষ ভোট নিবো না। ঠিক করে বলুন সাবিনাকে মডুর আসনে দেখতে চাইলে কি কি করবেন ? ইট পাথর তাবিজ সব সাপ্লাই দিতে হবে। দিতে পারবেন ?
তৌহিদ
দিমু দিমু, টেনশন নট আফা।☺
বন্য
আপডেট কি? মডু কি হতে পেরেছিলেন অবশেষে?
সাবিনা ইয়াসমিন
এখনো হতে পারিনি ☹
ইয়ে, আপনিতো সোনেলার সিনিয়র নাগরিক। আপনার ভোট কি ইতিমধ্যে কাউকে দিয়েছেন ? যদি আপনার মূল্যবান ভোটখানা আমায় দিতেন ,তাহলে আমার মডু হওয়ার সম্ভাবনা আরেকটু বেড়ে যেতো। ☺
ছাইরাছ হেলাল
মুনে লয় মডু হই গেছেন!!
আগের লেখা সহ এ লেখায় যে মন্তব্যের উত্তর দিচ্ছেন না!!
সাবিনা ইয়াসমিন
মডু এখনো হয়নি। মডু হওয়ার চিন্তায় নাওয়া-খাওয়া সব ভুলে গিয়েছিলাম। এখন সব ওকে।
ভৌতিক বাহিনীর কোনো সাড়া শব্দ নেই।আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই মনে হচ্ছে। 🤔
মনির হোসেন মমি
সমস্যা আমরা আছি।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, মমি ভাই আপনি থেকে আমার শক্তি বাড়িয়ে দিলেন। থাকবেন আশেপাশেই, যখন তখন ডাক দিবো 😁😁
মনির হোসেন মমি
অবশ্যই,
বোনের পাশে এ ভাইটি থাকবে সব সময়।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, মমি ভাই আপনি থেকে আমার শক্তি বাড়িয়ে দিলেন। থাকবেন আশেপাশেই, যখন তখন ডাক দিবো 😁😁
লীলাবতী
আজ হতে আপনি আমাদের মডু 😉
সাবিনা ইয়াসমিন
ইয়েস!!!!! এইবার আমার মডু হওয়া কেউ ঠেকাতে পারবে না। 💃💃💃💃
@ প্রহেলিকা দেখে যান, আমি নিরংকুশ ভোটে পাশ করেছি। এখন শুধু আমাকে লিখিত সার্টিফিকেট নিতে হবে। আশা করি ভৌতিক বাহিনী আমাকে জয়মালা সহ বরণ করতে তৈরি হচ্ছেন। 😇😇
আসিফ ইকবাল
আপনি আমাদের মনের মডু 🙂
সাবিনা ইয়াসমিন
মনের মডু না। সোনেলার মডু হবো। আপনি ভোট দিয়েছেন তো? নাকি সান্ত্বনা দিলেন?
আসিফ ইকবাল
এই সেরেছে! ভোট দেবার পদ্ধতি-ই তো জানিনা। কিভাবে দেবো?
সাবিনা ইয়াসমিন
এটা কোনো ব্যাপার না। হাতে মাইক নিয়ে একদমে বলতে থাকুন, সাবিনা কে মডু দেখতে চাই। বলার সময় চোখ বন্ধ রাখবেন। নয়তো ভৌতিক মডু বাহিনী এসে ভয় দেখাবে। 😂😂
সিকদার সাদ রহমান
হা হা! কিছু একটা তো হচ্ছেন, এটাও তো ভাল কথা!
সাবিনা ইয়াসমিন
কিছু মিছু না, মডুই হবো। মডু না হতে পারলে সোনেলা জীবন লবন–পানি হয়ে যাবে। 😞
মায়াবতী
আপনি যে মডু হওয়ার নেশায় গ্যালাক্সি তে পৌঁছে যাচ্ছে ম্যাডাম সাবিনা…. আচ্ছা মডু রা কি শুধু ভুত নাকি পেত্নি ও আছে??? আপনি কোন পদ টা চাচ্ছেন আসলে মডু ভুত নাকি মডু পেত্নি?
সাবিনা ইয়াসমিন
আগের মডুরা ভুত–পেত্নীর আসন দখল করে রেখেছে। আমি ওসবের মধ্যে নেই। আমি হবো মডার্ন মডু। গ্যালাক্সির কথাটা বলে ভালো করেছেন মায়া আপু। এলিয়েন মডুর পদটা নেয়ার চেষ্টা করে দেখি। আহা! এলিয়েন মডু! ডায়নামিক মডু সাবিনা, ভাবতেই আনন্দ লাগছে। 😎😎
মেহেরী তাজ
আমি যদিও ভূত কিন্তু মডু না । আপনি যখন চেয়েছেন তখন দিয়ে দেওয়াই উচিত। কিন্তু সমস্যা হচ্ছে আপনি কাদের কাছে ধরনা দিয়েছেন? ভূতেদের কাছে দিয়েছিলেন তো?
সাবিনা ইয়াসমিন
আমারতো তাদের মডু মনে হয়েছিলো। ভৌতিক আচরন তখন করেনি। পিচ্চিভুত, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না, তারা এখনো চুপচাপ হয়ে আছে কেন ?
রেজওয়ান
😂সুতলি সাবিনা!😂নামটা অস্থির তো😹মডুর নিক নেম সুতলি সাবিনা চাই✌
সাবিনা ইয়াসমিন
আচ্ছা সুতলি সাবিনাই হবো। তার আগে আমাকে মডু হতে হবে। কবে যে এরা ঘোষণা দিবে 😒😒
অনেক দিন পর দেখলাম আপনাকে। ভালো লাগছে। ম্যাগাজিনের জন্য লেখা রেডি করেছেন?
নীরা সাদীয়া
হাহাঃ মন্তব্য পড়তে আসলাম। এই প্রথম কোন পোস্টে মন্তব্য পড়ে এত মজা পেলাম।
সাবিনা ইয়াসমিন
শুধু মজাই নিলে!! ভোট না দিলে হবে? তাড়াতাড়ি ভোট দাও। মডু হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছি 😇😇
ছাইরাছ হেলাল
এবারে আপনি আমাদের আপডেট-টি জানিয়ে বাধিত করুন।