বিবিসি তে খবর পেলাম এইমাত্র, আজ আমাদের এক আপুর জন্মদিন…
মিউজিক নেই, বেলুন নেই, পার্টিও নেই 🙁
কি আর করা ? নিজের হাতে ডাউনলোড করা একটা কেক নিয়ে এলাম আপু আপনার জন্য…
শুভ জন্মদিন রিমি রুম্মান আপু… -{@
অনেক অনেক গিফট এ ঘর ভরে উঠুক আজ…
নতুন করে প্রথম জন্মদিনের মতো আনন্দময় হোক আপনার জীবন…
আবারও শুভ জন্মদিন প্রিয় রিমি রুম্মান আপু…
বাই দ্যা ওয়ে, আপু পার্টিটা কখন?
২৬টি মন্তব্য
আদিব আদ্নান
জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।
তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ।
শুন্য শুন্যালয়
শুভেচ্ছা পৌঁছে দিলাম 🙂
জিসান শা ইকরাম
শুভ হোক জন্মদিন ।
প্রতিটি দিন হোক জন্মদিনের মত আনন্দে মাতোয়ারা ।
আপনাকে ধন্যবাদ শুন্য , এমন পোষ্ট ব্লগারদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ঘটায় ।
শুন্য শুন্যালয়
সবচেয়ে আনন্দের একটি দিনে অংশগ্রহণ করতে পারাও বড় ব্যাপার…
আপনাকেও ধন্যবাদ ভাইয়া…
মোঃ মজিবর রহমান
রিমি রুম্মান আপু আপনার প্রতিটি মুহূর্তে ভরে উঠুক
মাস্তিতে মাতয়ারা হন ভালো থাকুন।
শুভেচ্ছা অবিরত।
\|/
মা মাটি দেশ
-{@ -{@ শুভ জম্ম দিন -{@ -{@
আমাদের সবাইকে স্বরণ করে দেবার জন্য শূণ্য আপুকে বিশেষ ধন্যবাদ।
রিমি রুম্মান
মনে রাখার জন্য স্পেশাল কৃতজ্ঞতা … শুন্য শুন্যালয়কে…… (3
নীলকন্ঠ জয়
আমি কেক খেতে চাই ;( অন্য কথা শুনবো না -:-
আমি নাচতে চাই \|/ কেউকি আছেন সাথে নাচর জন্য? ;?
আমি একটা ফুল দিতে চাই -{@ সবার আগে দিতে চাই :v
আসেন সবাই গান ধরি… আর হাতে তালি দেই… :c
Happy Birthday to you Dear রিমি আপু (3
শুন্য শুন্যালয়
ফুল দেবার পার্ট আমি আগেই শেষ করে ফেলেছি, আপনি নাচে মনোনিবেশ করুন 🙂
নীলকন্ঠ জয়
আপনার ফুল বাসি ফুল ছিলো। ওটা গণনার বাইরে :p
রিমি রুম্মান
আহা…! সোনেলা পরিবারের জন্যে পার্টির আয়োজন করতে গিয়ে বড্ড দেরী হয়ে গেলো আমার…
শুন্য শুন্যালয়
আপনার দেরীতে আমরা সবাই কেক আগেই শেষ করে ফেলেছি আপু … 🙂
বনলতা সেন
হাসি আনন্দে কাটুক জন্মদিন ।
এদিনে অনেক অনেক শুভেচ্ছা তাকে ।
লীলাবতী
শুভ জন্মদিন আপুনি । পার্টি চাই পার্টি -{@
শুন্য শুন্যালয়
এই ভয়েই সে পলাতক 🙂
রিমি রুম্মান
পলাতক নই… আসামী হাজির… সবার জন্য বুক ভরা ভালবাসা…
ছাইরাছ হেলাল
অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা ।
কিন্তু যার জন্মদিন সে তা জানে কীনা বুঝছি না তো ।
যাক লিখলেন ,আবার ।
শুন্য শুন্যালয়
ভাইয়া আমি খবর পেয়েছি, সে এবার প্রচুর গিফট পেয়েছে, হিসেব কষায় ব্যস্ত সে…
আসলে ধরা হবে তাকে… 🙂
রিমি রুম্মান
গিফটগুলো সোনেলা পরিবারের সবার মাঝে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছি… -{@
লীলাবতী
গিফট সমান ভাগ হবে। শুন্যকে যেনো বেশী দেয়া না হয়। -{@
শুন্য শুন্যালয়
আমাকে একটু বেশিই দেবে, তবে হিংসুটে লীলাবতী দি র আড়ালে 🙂
খসড়া
শুভ জন্মদিন। অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।
আমীন পরবাসী
শুভ জন্মদিন রিমি রুম্মান
শুন্য শুন্যালয়
যারা রিমি আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের হয়ে শুভেচ্ছা পৌঁছে দিলাম… সবাইকে অনেক ধন্যবাদ…
রিমি রুম্মান
আমি অবিভুত… সোনেলা পরিবারের সবার এতো ভালোবাসা দেখে… ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না… এক আকাশ কৃতজ্ঞতা … ব্যস্ততার কারনে দেরীতে আসার জন্য খুব খুব দুক্ষিত… -{@
নীহারিকা
শুভ জন্মদিন -{@