ভাবার আছে অনেক কিছু

সোনেলা রোদ্দুর ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার, ১০:৫৭:১৪অপরাহ্ন অন্যান্য, একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

bundesstrase_69_number-svg

জীবনের কিছু কঠিন সত্যি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। যা কিছুটা বিপরীত মুখি। আমাদের সবার চোখের সামনেই দেখি আমরা, কিন্তু চোখ এড়িয়ে যায় আবার।

  • বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে, আর সমস্ত মানুষ সামনে থাকে। শব-যাত্রায় মৃতদেহ সবার আগে থাকে,আর মানুষজন পিছনে। সমস্ত পৃথিবী সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে।
  • মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্মরণ করা হয়। জন্মদিন পালন করা হয় জ্বালানো মোম নিভিয়ে।
  • সারাটা জীবন বোঝা বইল দেয়ালের পেরেক, আর মানুষ সুনাম করল পেরেকে টাঙ্গানো ছবিটার।
  • জুতার দাম ১ হোক বা ১০ হাজার হোক তার স্থান পায়েই হয় , টিপের দাম ১ টাকা হলেও সে কিন্তু কপালেই রয়।
  • যে লবনের মতো তেতো জ্ঞান দেয়, সেই আসল বন্ধু হয়। মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয়। ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি ! আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ,পিঁপড়েরাও ছাড়েনা।
  • সঠিক পথে মানুষ চলতেই চায়না, আর বাঁকা পথে সবাই যেতে চায়। এই কারণেই মদ বিক্রেতা কে কোথাও যেতে হয়না, মদারুরা মদের দোকান থেকে মদ নিয়ে যায় বা বার এ বসে পান করে। দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায়, লোকের দরজায় দরজায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে পানি  মেলাননিত? আর মদে নিজে হাতে জল মিশিয়ে নেশাগ্রস্ত হই।
  • একই গ্রন্থাগারে গীতা আর কোরআন একসাথে থাকে, নিজেদের মধ্যে কখনোই লড়াই করেনা। যারা এদের নিয়ে লড়াই করে, তারা গীতা আর কোরআন কোনদিন ও সঠিকভাবে পড়েনা।
  • মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায় , কিন্তু সিংহ বা বাঘ বললে খুশি হয়। যেন সিংহ আর বাঘ জানোয়ার না।
  • মুসা বিন শমসের এক সেকেন্ডের জন্যও লক্ষ্মী পূজা না করে ধনবান, আর আমাদের লক্ষ্মীকান্ত কাকা আজীবন লক্ষ্মী পূজো করেও খালি গায়ে চা বিক্রী করেন, একটি ভাল জামা কিনতেও পারেন না। কাকীমার চিকিৎসা করাতে পারেননা।

কেমন আছেন সবাই? কেমন ছিলেন এতদিন? সোনেলাকে নিয়ে খুসী তো আপনারা? সবাইকে আন্তরিক শুভেচ্ছা -{@
লেখাটি ফেইসবুক থেকে সংগৃহীত, ভাষার কিছুটা পাল্টিয়েছি। একটি নিজের উপলব্ধি।

১১১০জন ১১০৯জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ