জীবনের কিছু কঠিন সত্যি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। যা কিছুটা বিপরীত মুখি। আমাদের সবার চোখের সামনেই দেখি আমরা, কিন্তু চোখ এড়িয়ে যায় আবার।
বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে, আর সমস্ত মানুষ সামনে থাকে। শব-যাত্রায় মৃতদেহ সবার আগে থাকে,আর মানুষজন পিছনে। সমস্ত পৃথিবী সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্মরণ করা হয়। জন্মদিন পালন করা হয় জ্বালানো মোম নিভিয়ে।
সারাটা জীবন বোঝা বইল দেয়ালের পেরেক, আর মানুষ সুনাম করল পেরেকে টাঙ্গানো ছবিটার।
জুতার দাম ১ হোক বা ১০ হাজার হোক তার স্থান পায়েই হয় , টিপের দাম ১ টাকা হলেও সে কিন্তু কপালেই রয়।
যে লবনের মতো তেতো জ্ঞান দেয়, সেই আসল বন্ধু হয়। মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয়। ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি ! আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ,পিঁপড়েরাও ছাড়েনা।
সঠিক পথে মানুষ চলতেই চায়না, আর বাঁকা পথে সবাই যেতে চায়। এই কারণেই মদ বিক্রেতা কে কোথাও যেতে হয়না, মদারুরা মদের দোকান থেকে মদ নিয়ে যায় বা বার এ বসে পান করে। দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায়, লোকের দরজায় দরজায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে পানি মেলাননিত? আর মদে নিজে হাতে জল মিশিয়ে নেশাগ্রস্ত হই।
একই গ্রন্থাগারে গীতা আর কোরআন একসাথে থাকে, নিজেদের মধ্যে কখনোই লড়াই করেনা। যারা এদের নিয়ে লড়াই করে, তারা গীতা আর কোরআন কোনদিন ও সঠিকভাবে পড়েনা।
মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায় , কিন্তু সিংহ বা বাঘ বললে খুশি হয়। যেন সিংহ আর বাঘ জানোয়ার না।
মুসা বিন শমসের এক সেকেন্ডের জন্যও লক্ষ্মী পূজা না করে ধনবান, আর আমাদের লক্ষ্মীকান্ত কাকা আজীবন লক্ষ্মী পূজো করেও খালি গায়ে চা বিক্রী করেন, একটি ভাল জামা কিনতেও পারেন না। কাকীমার চিকিৎসা করাতে পারেননা।
কেমন আছেন সবাই? কেমন ছিলেন এতদিন? সোনেলাকে নিয়ে খুসী তো আপনারা? সবাইকে আন্তরিক শুভেচ্ছা -{@
লেখাটি ফেইসবুক থেকে সংগৃহীত, ভাষার কিছুটা পাল্টিয়েছি। একটি নিজের উপলব্ধি।
ভাল আছি ভাইয়া। অখুশির কিছু নেই, একটি ব্লগে একটিভ ব্লগার খুব বেশি থাকেনা। আর কিছুটা থমকে যাওয়া সময় সব কিছুতেই আছে। আপনি যেমন লিখলেন একটি গল্পে। ভালবাসি সোনেলাকে, ভালবাসা ভিতর থেকে আসে, যাদের ভিতরে ভালবাসা নেই তারা এমনই করবেন। জিসান ভাইয়া রিতু আপু অসুস্থ, শুন্য আপু ব্যাস্ত, সবাই আসলে সব ঠিক হয়ে যাবে।
এটাই বলতে চেয়েছিলাম, প্রথমে আপনি কিছুটা ব্যাস্ত হয়ে গেলেন, তারপর জিসান ভাই অসুস্থ, এবং পরে শুণ্য আপুর ব্যস্ততা ব্লগে একটু প্রভাব পড়েছিল। আমি নিজেও মাঝের কিছু সময় থাকতে পারিনি।
তবে এটা ঠিক যারা সোনেলাকে ভালোবাসে তারা ঠিকই আসবে দিনে কম করে হলেও একবার।
আশা করি সবার অসুস্থতা এবং ব্যস্ততার নিরসন ঘটবে খুব তাড়াতাড়ি। আল্লাহ সবার সহায় হোক।
এমন কথা কয়জনই বা ভাবে যা আমার প্রিয় বোনটা ভাবতে পারে?
আপু আপনি কয় থাকেন খুঁজেই পাইনা, প্রিয় ভাইকে তো বন্ধু লিষ্ট থেকে বাদ দিয়ে বড়ই ভালো আছেন শুধু ভালো নেই এই ভাইটি। ;(
আম্মুকে বিশ্রাম দিচ্ছি ভাইয়্য, যে কারনে বাসায় সময় দিতে হচ্ছে। আমি তো ফেইসবুকেই যাই না, বাদ দিলাম কবে আবার? ফেইসবুকে নিজের আইডিতে যাওয়া হয়না, ভাল লাগেনা ফেইসবুক।
ভাল থাকুন ভাইয়া -{@
69 মানেই উল্টা পাল্টা । কিন্তু পোষ্টের কোন কথাই উল্টা পাল্টা না। প্রতেকটা কথা সত্য কিন্তু আমরা এভাবে কখনও ভেবে দেখিনি ।
আমি সবসময় ভাল থাকি আপু । আপনি কেমন আছেন? মার শরীর কেমন আপু ?
অনেক ভালবাসা (3
ভাল পোষ্ট , আসলেই কিছু ভাবার আছে।
১) আজ কাল তো বরকেও সামনে দেখা যায়।
২)টিপ ঐচ্ছিক বিলাসিতা, জুতা বাস্তবতা। তাই টিপের চেয়ে জুতার গুরুত্ব বেশি। পা বা কপাল গুরুত্বপূর্ণ নয়।
৩) মানুষ ভাবে তার বুদ্ধি বা সৃজনশীলতা আছে যা জানোয়ারের নেই তাই তাকে কেউ জানোয়ার আখ্যা দিলে সে ভাবে এর মধ্য দিয়ে তার বুদ্ধিহীনতাকেই বোঝানো হচ্ছে, তাই অনেক সময় রেগে যায়। আবার অনেক জানোয়ারের শারিরীক সক্ষমতা মানুষের চেয়ে বেশি তাই এই এদের সাথে তুলনা করলে নিজের শারিরীক সক্ষমতার কথা ভেবে খুশি হয়।
৪) তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থের পাহাড় গড়তে লক্ষীপুজার দরকার পড়ে না, রাষ্ট্র যন্ত্রের দুর্নীতি আর কুশাসন কে ঠিকমত কাজে লাগালেই যথেষ্ট। মুসা বিন শমসের নামের এই সার্কাসের জোকারটাও তাই করেছে।
সাধে কি আর বলি লীলাবতীদি’র পোষ্ট মানেই বিশাল কিছু?
কম কম পোষ্ট দিয়ে একেবারে চমকে দেয়।
এতো কিছু ভাবেন কি করে আমি সত্যিই বুঝিনা।
প্রতিটি পয়েন্ট কিন্তু সত্যি।
তবে দিদি ছয় নম্বর বিন্দুতে ওই যে লিখেছেন মদ কিনতে দোকানে যেতে হয় আর দুধওয়ালা ফেরি করে ঘরে ঘরে। এখানে তা নয়। কি যে কষ্ট দুধ কিনতে ওই দোকানেই যেতে হয়। শুধু তাই নয় বয়ে আনতে গেলে হাত ব্যথা হয়ে যায়, এত্তো ওজন! 🙁 ;(
মাঝে-মধ্যে LCBO তেও যেতে হয়। আমার সুপারভাইজার এলে তার জন্য ওয়াইন কিনতে হয়। নাহ সে এলকোহলিক না, তবে ওরা ডিনারে পছন্দ করে। কেন বললাম এ কথা ভাবছেন তো? বোতলের ওজন কম আর দুধের প্যাকেটের ওজন ভারী। আবার দুধের দাম ৫ ডলার, ওয়াইনের দাম ছোট বোতল ১০ ডলার।
আর সেদিন আমি আর কুমকুম আপা অনেক আড্ডা দিলাম। আমাকে বলে আমি নাকি মরবো না সহজে। আর মরার পর ভগবানকে নাকি এতো বেশী জ্বালাবো। আমি কুমকুম আপাকেও বললাম তুমিও কি কম জ্বালাবে আল্লাহকে? দেখা যাবে আল্লাহ আর ভগবান মিটিং করবে এই দুই শয়তান্নীদের কিভাবে শায়েস্তা করা যায়! 😀 তো শাস্তিস্বরূপ ট্রান্সফার করা হবে আমাকে পাঠানো হবে আল্লাহর কাছে, আর কুমকুম আপাকে ভগবানের কাছে। তাতেও কাজ হবেনা। অবশেষে ব্যাক টু দা প্যাভিলিয়ন। 😀 আসল কথা হলো সৃষ্টিকর্তা একজন। এতো এতো মতের মানুষ তাহলে তো আলাদা আলাদা পৃথিবী থাকতো। তা যখন নয়, তখন কিভাবে সৃষ্টিকর্তা অনেক অনেক হয়?
ভালো তো আপনি লেখেনই। তবে এতো কম পোষ্ট দেয়া ঠিক না। মারাত্মক গুসসা করবো কিন্তু। :@
প্রথমেই জানি আপনার আম্মু কেমন আছেন? আল্লাহ তাকে সুস্থ অ স্বাভাবিক চলার তোইফিক দিন।
বলা বলায়! কিন্তু কে কি ভাব্ল আজকাল তা নিয়ে কার মাথাব্যাথা নায় সবাই সবার মত চলে
জা কিছু আছে স্বল্পের মাঝেই দেখি সেটা ধরম, দেশপ্রেম, সমাজ, উপলধ্বী করার সময় কয়জনের আছে আপু।
আপনি বাহির করে দিলেন মন্দ নয় কিন্তু কয়জন আত্ত্বা থেকে গ্রহন করে বাস্তবে চলব সেটায় আসল কথা।
আপনার ল্লেখাপড়ে জানতে পারি পালন করতে চেস্টা করি।
সত ভাল থাকুন।
চমৎকার সব পয়েন্ট। সব নেগেটিভের মধ্যে একটিই আলো জ্বালালো, মৃত মানুষ কে স্মরণ করি আমরা আলো জ্বালিয়ে। যেন ঘুমন্তকে জাগিয়ে তোলা।
কুকুরের মতো নিরিহ আর উপকারী প্রানী কে গালি হিসাবে ব্যবহার করি আমরা।
ভাবার তো অনেককিছুই আছে কিন্তু ভাবি কোথায়? এমন অসাধারন পোস্ট, লীলাবতী এই কারনেই বুঝি দেরি করে করে পোস্ট দেয়? ভাবার আছে 🙂
খুব চমৎকার করে লিখেছেন | সত্যিই তো এভাবে ভেবে দেখিনি কখনো | ভাল লাগল লেখাটি | নতুন করে অনেক কিছুই ভাবনায় এলো | আমিতো আল্লাহ্র রহমতে ভাল আছি, আপনিও ভাল থাকবেন সবসময় এই কামনা করছি |
৩৫টি মন্তব্য
আবু খায়ের আনিছ
এভাবে ভেবে দেখা হয়নি আবার হয়েছে। বিষয় ভিন্নতা রয়েছে। সে এক সময় শেয়ার করা যাবে।
আপনি কেমন আছেন?
আমি কিছুটা অ-খুশি। সবাই কেমন যেন গা-ছাড়া ভাব নিয়ে ব্লগে আসে আর যায় দুয়েকজন বাদে। কেমন যেন মনমরা মনমরা ভাব বিরাজ করছে ব্লগে। এটা অবশ্য আমার ব্যাক্তিগত মতামত।
লীলাবতী
ভাল আছি ভাইয়া। অখুশির কিছু নেই, একটি ব্লগে একটিভ ব্লগার খুব বেশি থাকেনা। আর কিছুটা থমকে যাওয়া সময় সব কিছুতেই আছে। আপনি যেমন লিখলেন একটি গল্পে। ভালবাসি সোনেলাকে, ভালবাসা ভিতর থেকে আসে, যাদের ভিতরে ভালবাসা নেই তারা এমনই করবেন। জিসান ভাইয়া রিতু আপু অসুস্থ, শুন্য আপু ব্যাস্ত, সবাই আসলে সব ঠিক হয়ে যাবে।
আবু খায়ের আনিছ
এটাই বলতে চেয়েছিলাম, প্রথমে আপনি কিছুটা ব্যাস্ত হয়ে গেলেন, তারপর জিসান ভাই অসুস্থ, এবং পরে শুণ্য আপুর ব্যস্ততা ব্লগে একটু প্রভাব পড়েছিল। আমি নিজেও মাঝের কিছু সময় থাকতে পারিনি।
তবে এটা ঠিক যারা সোনেলাকে ভালোবাসে তারা ঠিকই আসবে দিনে কম করে হলেও একবার।
আশা করি সবার অসুস্থতা এবং ব্যস্ততার নিরসন ঘটবে খুব তাড়াতাড়ি। আল্লাহ সবার সহায় হোক।
মুহাম্মদ আরিফ হোসেইন
জটিল জিনিস সহজভাবে লিখতে পারে কয়জনে!
অসাধারণ উপলবদ্ধি।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
এমন কথা কয়জনই বা ভাবে যা আমার প্রিয় বোনটা ভাবতে পারে?
আপু আপনি কয় থাকেন খুঁজেই পাইনা, প্রিয় ভাইকে তো বন্ধু লিষ্ট থেকে বাদ দিয়ে বড়ই ভালো আছেন শুধু ভালো নেই এই ভাইটি। ;(
লীলাবতী
আম্মুকে বিশ্রাম দিচ্ছি ভাইয়্য, যে কারনে বাসায় সময় দিতে হচ্ছে। আমি তো ফেইসবুকেই যাই না, বাদ দিলাম কবে আবার? ফেইসবুকে নিজের আইডিতে যাওয়া হয়না, ভাল লাগেনা ফেইসবুক।
ভাল থাকুন ভাইয়া -{@
ইঞ্জা
মাকে আমার সালাম দিবেন, ভালো থাকুন প্রিয় আপু।
মিষ্টি জিন
69 মানেই উল্টা পাল্টা । কিন্তু পোষ্টের কোন কথাই উল্টা পাল্টা না। প্রতেকটা কথা সত্য কিন্তু আমরা এভাবে কখনও ভেবে দেখিনি ।
আমি সবসময় ভাল থাকি আপু । আপনি কেমন আছেন? মার শরীর কেমন আপু ?
অনেক ভালবাসা (3
লীলাবতী
ধন্যবাদ আপু। মা সুস্থ্য হননি। দোয়া করবেন মিষ্টি আপু।
অপার্থিব
ভাল পোষ্ট , আসলেই কিছু ভাবার আছে।
১) আজ কাল তো বরকেও সামনে দেখা যায়।
২)টিপ ঐচ্ছিক বিলাসিতা, জুতা বাস্তবতা। তাই টিপের চেয়ে জুতার গুরুত্ব বেশি। পা বা কপাল গুরুত্বপূর্ণ নয়।
৩) মানুষ ভাবে তার বুদ্ধি বা সৃজনশীলতা আছে যা জানোয়ারের নেই তাই তাকে কেউ জানোয়ার আখ্যা দিলে সে ভাবে এর মধ্য দিয়ে তার বুদ্ধিহীনতাকেই বোঝানো হচ্ছে, তাই অনেক সময় রেগে যায়। আবার অনেক জানোয়ারের শারিরীক সক্ষমতা মানুষের চেয়ে বেশি তাই এই এদের সাথে তুলনা করলে নিজের শারিরীক সক্ষমতার কথা ভেবে খুশি হয়।
৪) তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থের পাহাড় গড়তে লক্ষীপুজার দরকার পড়ে না, রাষ্ট্র যন্ত্রের দুর্নীতি আর কুশাসন কে ঠিকমত কাজে লাগালেই যথেষ্ট। মুসা বিন শমসের নামের এই সার্কাসের জোকারটাও তাই করেছে।
লীলাবতী
আপনার মন্তব্যে যুক্তি আছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
সাধে কি আর বলি লীলাবতীদি’র পোষ্ট মানেই বিশাল কিছু?
কম কম পোষ্ট দিয়ে একেবারে চমকে দেয়।
এতো কিছু ভাবেন কি করে আমি সত্যিই বুঝিনা।
প্রতিটি পয়েন্ট কিন্তু সত্যি।
তবে দিদি ছয় নম্বর বিন্দুতে ওই যে লিখেছেন মদ কিনতে দোকানে যেতে হয় আর দুধওয়ালা ফেরি করে ঘরে ঘরে। এখানে তা নয়। কি যে কষ্ট দুধ কিনতে ওই দোকানেই যেতে হয়। শুধু তাই নয় বয়ে আনতে গেলে হাত ব্যথা হয়ে যায়, এত্তো ওজন! 🙁 ;(
মাঝে-মধ্যে LCBO তেও যেতে হয়। আমার সুপারভাইজার এলে তার জন্য ওয়াইন কিনতে হয়। নাহ সে এলকোহলিক না, তবে ওরা ডিনারে পছন্দ করে। কেন বললাম এ কথা ভাবছেন তো? বোতলের ওজন কম আর দুধের প্যাকেটের ওজন ভারী। আবার দুধের দাম ৫ ডলার, ওয়াইনের দাম ছোট বোতল ১০ ডলার।
আর সেদিন আমি আর কুমকুম আপা অনেক আড্ডা দিলাম। আমাকে বলে আমি নাকি মরবো না সহজে। আর মরার পর ভগবানকে নাকি এতো বেশী জ্বালাবো। আমি কুমকুম আপাকেও বললাম তুমিও কি কম জ্বালাবে আল্লাহকে? দেখা যাবে আল্লাহ আর ভগবান মিটিং করবে এই দুই শয়তান্নীদের কিভাবে শায়েস্তা করা যায়! 😀 তো শাস্তিস্বরূপ ট্রান্সফার করা হবে আমাকে পাঠানো হবে আল্লাহর কাছে, আর কুমকুম আপাকে ভগবানের কাছে। তাতেও কাজ হবেনা। অবশেষে ব্যাক টু দা প্যাভিলিয়ন। 😀 আসল কথা হলো সৃষ্টিকর্তা একজন। এতো এতো মতের মানুষ তাহলে তো আলাদা আলাদা পৃথিবী থাকতো। তা যখন নয়, তখন কিভাবে সৃষ্টিকর্তা অনেক অনেক হয়?
ভালো তো আপনি লেখেনই। তবে এতো কম পোষ্ট দেয়া ঠিক না। মারাত্মক গুসসা করবো কিন্তু। :@
লীলাবতী
নীলাদি আমি বাংলাদেশের মফস্বলের কথা বলেছি দুধ নিয়ে। ধন্যবাদ দিদি -{@
ছাইরাছ হেলাল
এত দিন পরে এসে নিজের মাত্র একটি উপলব্ধি!
বাকিগুলোও আমাদের দ্রুত জানিয়ে দিন, ভত্তাবতী!
লীলাবতী
আচ্ছা জানাবো জানাবো, অপেক্ষা করুণ 🙂
নীরা সাদীয়া
অসাধারন সত্যি কথার সমাহার।
লীলাবতী
ধন্যবাদ আপু। -{@
মোঃ মজিবর রহমান
প্রথমেই জানি আপনার আম্মু কেমন আছেন? আল্লাহ তাকে সুস্থ অ স্বাভাবিক চলার তোইফিক দিন।
বলা বলায়! কিন্তু কে কি ভাব্ল আজকাল তা নিয়ে কার মাথাব্যাথা নায় সবাই সবার মত চলে
জা কিছু আছে স্বল্পের মাঝেই দেখি সেটা ধরম, দেশপ্রেম, সমাজ, উপলধ্বী করার সময় কয়জনের আছে আপু।
আপনি বাহির করে দিলেন মন্দ নয় কিন্তু কয়জন আত্ত্বা থেকে গ্রহন করে বাস্তবে চলব সেটায় আসল কথা।
আপনার ল্লেখাপড়ে জানতে পারি পালন করতে চেস্টা করি।
সত ভাল থাকুন।
লীলাবতী
আম্মা পুরো সুস্থ্য হননি ভাইয়া। দোয়া করবেন। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক দিন পর আপনার লেখা আপু।আপনি ভাল আছেনতো।লেখার প্রতিটি যুক্তিই সঠিক যা খন্ডানো যায় না। -{@
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া। ভাল আছি আমি। -{@
শুন্য শুন্যালয়
চমৎকার সব পয়েন্ট। সব নেগেটিভের মধ্যে একটিই আলো জ্বালালো, মৃত মানুষ কে স্মরণ করি আমরা আলো জ্বালিয়ে। যেন ঘুমন্তকে জাগিয়ে তোলা।
কুকুরের মতো নিরিহ আর উপকারী প্রানী কে গালি হিসাবে ব্যবহার করি আমরা।
ভাবার তো অনেককিছুই আছে কিন্তু ভাবি কোথায়? এমন অসাধারন পোস্ট, লীলাবতী এই কারনেই বুঝি দেরি করে করে পোস্ট দেয়? ভাবার আছে 🙂
লীলাবতী
লীলাবতী লিখতে পারেনা,একারনে দেরি করে পোস্ট দেয়। ভাবার কিছু নেই 🙂 (3
মৌনতা রিতু
কিছু বলব না। শুষু স্কিন শট দিয়ে রাখলাম। শেয়ার দিলাম।
মোট কথাএই হলো আমার কাঁকন কন্যা। অসাধারন। (3 -{@
লীলাবতী
ধন্যবাদ আপু 🙂 (3
চাটিগাঁ থেকে বাহার
আপনার লেখাটি ভাল লেগেছে।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।
নাসির সারওয়ার
আমি ভালো আছি এবং ছিলাম। আপনি ভালোতো?
শুভেচ্ছা রইলো অনেকগুলা…।।
লীলাবতী
আমিও ভাল ভাইয়া। ধন্যবাদ -{@
ফারহানা নুসরাত
খুব চমৎকার করে লিখেছেন | সত্যিই তো এভাবে ভেবে দেখিনি কখনো | ভাল লাগল লেখাটি | নতুন করে অনেক কিছুই ভাবনায় এলো | আমিতো আল্লাহ্র রহমতে ভাল আছি, আপনিও ভাল থাকবেন সবসময় এই কামনা করছি |
লীলাবতী
ধন্যবাদ আপু।
নীরা সাদীয়া
নতুন লেখা চাই।
লীলাবতী
আপনার নতুন লেখাও চাই আপু 🙂 -{@
রাফি আরাফাত
সব ভালো লিখা তো দেখি আপুনির ঘরে। আমাকেও ধার দিয়েন আপুনি।