পিচ্চি ভয়ংকর …

শুন্য শুন্যালয় ৮ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০২:০৬:৫০অপরাহ্ন ছবিব্লগ, বিবিধ ১৩ মন্তব্য

জ্ঞানী পিচ্চি  ঃ-

৪ বছরের অংকুর মা-কে বলছে আম্মু খিদে লেগেছে।

আম্মু বললো… ঠিক আছে বাবা আমি তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি খিদে চলে যাবে।

অংকুর এর পরের প্রশ্ন…খিদে কোথায় চলে যাবে ??

আম্মু নিরুত্তর…

 

রাজনৈতিক সচেতন পিচ্চি  ঃ-

সি এন জি তে শব্দ হয় বলে ৪ বছরের অরন্য সি এন জি চড়তে চায়না।

শিশু মেলার কাছে আসতেই রাস্তার ভয়ানক দশায় প্রচন্ড শব্দ …

কানে হাত চেপে অরন্যর প্রতিবাদ ,বলেছিনা সি এন জি ভালো না …

আম্মু বললো আব্বু রাস্তা টা ভাঙ্গা তাই শব্দ হচ্ছে…

অরন্যের পরের ঝাঁঝালো প্রশ্ন, রাস্তা ভাঙ্গা কেনো ?

 

আদুরে পিচ্চি  ঃ-

আম্মুর আনা নতুন জুতোটা কথার খুবই পছন্দ হয়েছে…

কিন্তু পড়াতে গিয়ে দেখা গেলো ওটা বড় হয়েছে…

আম্মু বললো জুতা খুলে যাচ্ছে কাল ওটা পরিবর্তন করে আনবো কিন্তু কথা কিছুতেই রাজী না …

চিৎকার করে কান্নাকাটি জুড়ে দিলো ” আমি বলছি জুতা খোলেনা , আমার পা খুলে যায়, আমার পা খুলে যায়” 🙁

তাইতো… জুতার কি দোষ ? জুতাতো খোলে না , ওর পা খুলে যায় …

 

পোংটা পিচ্চি ঃ-

আমার এক বন্ধু গেছে বিয়ের দাওয়াত খেতে… বিয়ে বাড়ি কয়েক বন্ধু মিলে বিড়ি ফুঁকবে বলে এক রুমে ঢুকেছে, এক ৫ বছরের পিচ্চি এসে হাজির… বুঝিয়ে যখন কাজ হয়নি  ধমকে ধামকে ওটাকে বের করলো বন্ধু…

কি সৌভাগ্য বন্ধুর পরদিন গেলো অই পিচ্চির বাড়িতেই …

বাড়ি শুদ্ধ লোকের সামনে অই পিচ্চি তেড়ে এলো … তুই আইছোস আবার আমার বাড়িত, তোরে আমি চিনছি, তুই কাইলকা আমারে ঘর থাইকা বাইর কইরা দিছোস… এখন বাইর হ, বাইর হ আমার বাড়ীত থাইকা …

বেচারা বন্ধু…

১০৯৮জন ১০৯৮জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ