বছরের শেষ প্রহরটা কাটলো চারপাশে সাংবাদিক প্রোটেকশানের সাথে নিষিদ্ধ রাস্তাগুলোতে স্বাধীন চলায়... আড্ডায়... বছরটা শেষ হল পুরনো বান্ধবীর সাথে মিষ্টিমুখ করে, বছরটা শুরু হল একজন খুব কাঙ্খিত মানুষ থেকে পাওয়া অনাকাঙ্খিত শুভেচ্ছায়... হাহাহা, অনাকাঙ্খিত'র মানে কেন সবসময় অনাহুত ভাবো??? এ অনাকাঙ্খিত মানে হঠাৎ বিস্ময়...!! প্রথম দিনের নতুন সূর্যটার সোনারোদ গায়ে মেখেছি প্রিয় ইডেনে কুয়াশার ধোঁয়া [ বিস্তারিত ]