আমি সুন্দরী নই, খুব একটা বিরল প্রজাতিরও না…
আমি সাধারণ, অতি সাধারণ…
এতোটাই সাধারণ যে চাইলেই প্রতি ঘরে ঘরে খুঁজে পাওয়া যায়…
এতোটাই সাধারণ যে চাইলেই আর দশটা মেয়ের মাঝে নিমেষেই হারিয়ে যাওয়া যায়…
তারুণ্য আর মধ্যবয়সের মাঝামাঝি থাকা ব্যাল্কনিতে, মাকড়াশার জালে আটকে পড়া পোকার মতো আটকা পড়ে ছটফট করি…
আমি মরতে ভয় পাই, আবার বাঁচতেও…
ভিক্ষুকের মতো মায়ের কাছে হাত পেতে টাকা নিই, আমার দরিদ্র সার্টিফিকেট আমাকে দিতে পারেনা কিছুই…
আমি জেগে জেগে স্বপ্ন দ্যাখা এক নির্বোধ…
দেখতে দেখতে স্বপ্ন গুলো দুঃস্বপ্ন হয়ে যায়, তবু স্বপ্নের পিছু ছাড়তে পারি না…
কোথায় যেন লুকিয়ে থাকে সুখ, আমি কেবলি খুঁজতে থাকি…
আমি নির্দয়ের বুকে ভালোবাসার বীজ বুনতে থাকি,
বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ,
কিন্তু সে গাছ আর বৃক্ষ হয় না,
সাইক্লোন কিংবা টর্নেডো এসে উপড়ে দিয়ে যায়…
কিংবা সে নিজেই…
আমি সুখ খুঁজি, স্বপ্ন খুঁজি, ভালোবাসা খুঁজি…
খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলি নিজেকে, তারপর খুঁজতে থাকি নিজেকেই…
পুরনো ডায়েরি, কবিতার খাতা, গানের খাতার পাতায় পাতায় খুঁজতে থাকি,
জীবনানন্দ, সুনীল বাবু, সঞ্চিতা আর সঞ্চয়িতায় খুঁজতে থাকি…
খুব সহসা খুঁজে পাই এক “সাধারণ মেয়ে”
হৃদয় থেকে একটি আর্তনাদ সহসাই বেরোতে বেরোতে চীৎকার হয়ে যায়…
রবি বাবু, দেখে যাও,
আমি এ যুগের মালতী…
সঞ্চয়িতার পাতা থেকে নেমে আসা কোন চরিত্র নই,
সঞ্চয়িতা হাতে নিয়ে বসে থাকা আরেকটি সাধারন মেয়ে..!!
কি অদ্ভুত, অসম্ভব মিল আমাদের!!!
আমাদের দুজনকেই দূর থেকে পাল্লা দিতে হয় “লিজি”র মতো অসামান্যাদের সাথে…।
আমরা কেউই জানিনা, কি করে প্রমাণ করতে হয়, আমাদের এই সাধারন স্বভাবের গভীরে তলিয়ে থাকা যা কিছু অসাধারণ!
তুমি জানলেনা রবি বাবু, তোমার মালতীর মতো আমাকেও একটা কথা ভীষণ ভাবায়,
“হীরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়?”
১০টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
কথাগুলো মনের মধ্যে গেঁথে গেলো
সবার জীবনই এরকম
দিলরুবা মুন
🙁 🙁 ;(
শুন্য শুন্যালয়
সঞ্চয়িতার পাতা থেকে নেমে আসা কোন চরিত্র নই,
সঞ্চয়িতা হাতে নিয়ে বসে থাকা আরেকটি সাধারন মেয়ে..!!
কি অদ্ভুত, অসম্ভব মিল আমাদের!!!… চমৎকার আপু ।। অনেক ভালো লাগা… -{@
দিলরুবা মুন
-{@
খসড়া
না এখনকার মেয়েরা অনেকেই জানে কি করে প্রতিষ্ঠিত হতে হয়। তারা হার মানে না কিছুতেই রবীবাবুর বাঁশীওয়ালা ঠিক টের পেয়েছে।
দিলরুবা মুন
🙂 (y)
মা মাটি দেশ
জীবনের প্রতিচছবি।এবং খুব কৌশলে নিজ প্রতিভাকে জানিয়ে দিলেন।
দিলরুবা মুন
ধন্যবাদ 🙂
লীলাবতী
লেখাটি পড়ে কেন জানি বুকের মাঝে হাহাকার টের পেলাম (-3 -{@
দিলরুবা মুন
(-3 🙁