দিলরুবা মুন ৯ অক্টোবর ২০১৩, বুধবার, ০৮:৩২:২০অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

দীর্ঘ একমাস পর,
হুম দীর্ঘ, তোমার কাছে না হোক আমার কাছে,
তবু চোখ তুলে চাওয়া গেলনা আমার দিকে,
না, এতোটা বিচ্ছিরি নই যে আমাকে এক নজর দেখতে ইচ্ছে হলনা,
আসলে ভালবাসায় কমতি ছিল…

যতটুকু ভালোবাসা হলে হাতটা বাড়িয়ে নিয়ে ধরে রাখা যায়,
অনেক যত্নে কেনা গিফটটা খুলে দ্যাখা যায়,
কিংবা একটু কাছাকাছি থাকা যায়,
অতটা ভালোবাসা নেই তোমার কাছে আমার জন্য…

যদি থাকতো, তাহলে ঠিক দেখতে_
কতটা বদলে গেছি আমি,
অথবা, ফিরে এসে দেখতে, আমি কীভাবে কাঁদতে কাঁদতে চলে গেছি…

আমরা মানুষগুলো খুব বোকা,
বেছে বেছে তাদেরকেই ভালোবাসি যারা কখনই সেটা বুঝবেনা,
কিংবা প্রয়োজন নেই বোঝার………

১২১৯জন ১২১৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ