(১)
তুমি ভালোবাসলেই বেঁচে থাকতে ইচ্ছে হয়
নব উল্লাসে লড়াই করার শক্তি পাই
স্বপ্নগুলো দীর্ঘ হয়, বৃহৎ আকার ধারন করে
আমার মনের উঠোন জুড়ে।
(২)
তুমি কাছে না থাকলেই আমি হয়ে যাই স্বস্তিহীন
পুরো শহর হয়ে যায় ঘুমহীন
আকাশ হয়ে যায় মেঘহীন
বাতাস হয় গতিহীন
আমার জীবন হয়ে যায় ছন্দহীন।
১২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এই তুমি র অনেক ক্ষমতা ..:)
ভালো হয়েছে ছোট্ট কবিতা.
বৈশাখী ঝড়
ধন্যবাদ ভাল লেগেছে জেনে খুশি হলাম
এই মেঘ এই রোদ্দুর
আহারে । তবে সুন্দর হইছে
বৈশাখী ঝড়
ধন্যবাদ আপু
জিসান শা ইকরাম
সব দেখি ‘ তুমি ‘র উপর নিরভরশীল হয়ে গেছে ।
ভালো লেগেছে ।
বৈশাখী ঝড়
এই ‘তুমি’ ছাড়া তো সব মিছে। ধন্যবাদ
বন্দনা কবীর
ওরে প্রেম 🙂
বৈশাখী ঝড়
তাই!!
নীলকন্ঠ জয়
তুমিটা আবার কে? এমন একটা নির্ভরশীল তুমি আমার চাই। :p
বিজয়ের শুভেচ্ছা। 🙂
বৈশাখী ঝড়
এই তুমি আমার সব। ধন্যবাদ
লীলাবতী
-{@ (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ