তোমাতেই সবকিছু

মোকসেদুল ইসলাম ১৫ ডিসেম্বর ২০১৩, রবিবার, ০১:১৫:০৪অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

(১)
তুমি ভালোবাসলেই বেঁচে থাকতে ইচ্ছে হয়
নব উল্লাসে লড়াই করার শক্তি পাই
স্বপ্নগুলো দীর্ঘ হয়, বৃহৎ আকার ধারন করে
আমার মনের উঠোন জুড়ে।

(২)
তুমি কাছে না থাকলেই আমি হয়ে যাই স্বস্তিহীন
পুরো শহর হয়ে যায় ঘুমহীন
আকাশ হয়ে যায় মেঘহীন
বাতাস হয় গতিহীন
আমার জীবন হয়ে যায় ছন্দহীন।

৫৩৬জন ৫৩৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ