চিঠি প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। ব্লগ সঞ্চালকের চিঠি প্রতিযোগিতা আয়োজনের প্রথম পোস্টে আমরা জেনেছি যে সেরা তিন চিঠি লেখকদের অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে বই পুরস্কার দেয়া হবে। পরবর্তীতে এই সংখ্যা পাঁচ জনে উন্নিত করা হয়।
বই অবশ্যই পুরস্কার হিসেবে মহা মূল্যবান। এর সাথে অন্য কোন পুরস্কারের তুলনা চলে না। তারপরেও কিছু কথা আমার মনে ভিড় করেছে। বই ক্রয় করবেন সোনেলা ব্লগ কর্তৃপক্ষ। এটি তাঁদের পছন্দ মতই হবে। কারণ পুরস্কার প্রাপ্তদের কেহই জিজ্ঞেস করেন না, আপনি কোন ধরনের বই নিতে আগ্রহী? দেখা গেল যে পুরস্কৃত যিনি হচ্ছেন তিনি যে বই উপহার পেলেন সে বই তার পছন্দ নয় বা সে বই তার আছে। সেক্ষেত্রে পুরস্কারটি অর্থবহ হবে না। ব্লগার সজীব তো বলেই ফেলেছেন তিনি নাকি বই বিক্রী করে কটকটি খাবেন -:-
আমার বিকল্প প্রস্তাব হচ্ছে, যেহেতু এই পুরস্কারটি একটি অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হচ্ছে এবং সোনেলা এমন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রথম বারের মত। সেহেতু সোনেলা নামাঙ্কিত ক্রেস্ট দেয়া হোক সবাইকে। প্রথম থেকে পঞ্চম সেরা চিঠি লেখকদের স্থান অনুযায়ী-ই ক্রেস্ট। বিশেষ পুরস্কার প্রাপ্তরা পাবেন এক ধরনের ক্রেস্ট। অংশ গ্রহণকারী অন্য সবাই পাবেন এক ধরনের ক্রেস্ট।
ক্রেস্ট যেভাবে নামাঙ্কিত হতে পারেঃ
সোনেলা ব্লগ আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা ২০১৭ এর প্রথম সেরা পুরস্কার।
এই পুরস্কার অবশ্যই একটি সম্মানের বিষয়। যে ক্রেস্টটি আমরা আমাদের ড্রইং রুমে সাজিয়ে রাখতে পারবো।একটি বা দুটি বই কিন্তু আমরা আলাদা ভাবে সাজিয়ে রাখতে পারবো না।
এই সোনেলা আমাদের সকলের। আমাদের মতামত অবশ্যই সোনেলা ব্লগ টিম গুরুত্বের সাথে গ্রহন করবেন এমন আশাই আমরা করি।
আসুন আমরা সবাই মতামত দেই। পুরস্কার হিসেবে কি চাই আমরা? বই নাকি ক্রেস্ট?
৪৮টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি প্রথমের শুভ নববর্ষের শুভেচ্ছা। বহুদিন পর আপনার পোষ্ট পড়ে ভালো লাগলো।
এবারে আসি আপনার পোষ্ট প্রসঙ্গে। আপনি ক্রেষ্টের কথা বলেছেন। ক্রেষ্ট তো লিভিং রুমের শোভাবর্ধন করবে। যারা আসবে তারা দেখবে, আর বাহবা দেবে। কিন্তু বইগুলো শুধু নিজের। আমি বইয়ের পক্ষে। 🙂
ধন্যবাদ জানাচ্ছি এমন একটি পোষ্টের জন্য। ভালো থাকুন।
লীলাবতী
মন্তব্যের জন্য ধন্যবাদ নীলাদি -{@
নীলাঞ্জনা নীলা
কিন্তু আপনি থাকেন কোথায়?
কেমন আছেন লীলাবতীদি?
মিষ্টি জিন
অনেকদিন পর মডু আপাকে দেখলাম। ভালো আছেন আপু?
বই না ক্রেষ্ট ? কনফিউজড করে দিলেন।
আমি বইয়ের পাগল । কিন্তু বই আমার অনেক আঁছে এবং কিনতেও পারবো। কিন্তু সোনেলার লোগো সম্বলিত ক্রেষ্ট আমি কিনতে পারবো না কোন কিছুর বিনিময়ে। সারা জীবন এটা আমার কাছে থাকবে। আমার সন্তান , নাতীরা ওদের বন্ধুকদের দেখিয়ে বলবে আমার মা / নানু সোনেলার চিঠি লেখার প্রতিযোগিতার এই ক্রেষ্ট পেয়েছে।
অতএব আমি ক্রেষ্টের পক্ষে।
শুন্য শুন্যালয়
সুন্দর বলেছো। আমি ক্রেস্টের পক্ষে।
মিষ্টি জিন
\|/ \|/
লীলাবতী
🙂
লীলাবতী
আপু আমি মডু না তো 😮 তবে সোনেলা ব্লগের ফেইসবুক গ্রুপের একজন এডমিন 🙂 ভাল যুক্তি দিয়েছেন 🙂 ধন্যবাদ আপনাকে।
চাটিগাঁ থেকে বাহার
সনদও দেয়া যায়।
ক্রেষ্টে খরচ বেশী পড়তে পারে বইয়ের চাইতে। বাজেটেরও একটা ব্যাপার আছে নিশ্চয়।
সনদও নিজে নিজে বাঁধাই করে লটকিয়ে রাখা যাবে। তবে ব্লগার পরিচয়ের ভয়ে অনেকে লটকিয়ে রাখবেন কিনা সেটাও সন্দেহ!
তবে পুরস্কার তো পুরস্কারই।
-{@ -{@ -{@
লীলাবতী
মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।
আগুন রঙের শিমুল
ভত্তাবতীর লগে আমি একমত \|/
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া 🙂
ছাইরাছ হেলাল
ক্রেস্ট-ই উত্তম,
টাক মাথা চুল্কানোতে কাজে লাগবে বা মেজাজ খারাপ হলে নিজের মাথায় বাইড়া-বাইড়ি করার কাজেও
লাগানো যেতে পারে। তবে নিজের সান্তনা পুরস্কার আমি গলায় লটকিয়ে রাখতে চাই,
ভাল চিডি লেইখ্যা বড়-সড় পুরস্কার একদিন ঠিক-ই ছিনিয়ে নেব।
ভত্তা বানানি কেমুন চলতেছে!!
মিষ্টি জিন
টাকা মাথা টাকাইতে আমার ট্রেনিং নেয়া আছে। যখনই দরকার হবে নক করতে একদমই লজ্জা করবেন না।
পিলিজ লাগে।
:D) :D)
ছাইরাছ হেলাল
উহ্, মনে ছিল না, আপনিও টাকুনি!!
মিষ্টি জিন
আমি টাকুনি না, টাকানি ,কুবিরাজ :D)
ছাইরাছ হেলাল
মুখের কথাই সব না, আর জাতি হিসাবে আপনারা মুখরা
তা সবাই মানি,
লীলাবতী
মডু গন সবার মন্তব্য টুকে রাখছেন। ক্রেস্ট মনে হয় জিতে যাবে। ভত্তা বানান চলছে ভালই ভাইয়া 🙂
শুন্য শুন্যালয়
আমি ক্রেস্টের পক্ষে। পুরষ্কারের ধরন বুঝে ডিফারেন্ট ক্রেস্ট এই আইডিয়াও মনে ধরেছে।
স্বান্তনা পুরষ্কারের ক্রেস্ট সবচেয়ে সুন্দর করা হোক, ইয়ে আমি অইটাই যে পাবো 🙁
মিষ্টি জিন
নো নেভার.. ইস্পিশাল পুরস্কারের ক্রিসটা বেশী সুন্দর করা হইবেক.. নইলে….. :@
মেহেরী তাজ
জীন ভুত এক সাথে……. 🙂
মিষ্টি জিন
ঠিক ভূত
লীলাবতী
আচ্ছা আচ্ছা সান্ত্বনা পুরস্কারের ক্রেষ্ট সুন্দর হতে হবে! আমি যে কোনো পুরস্কারই পাবো না 🙁
বাবু
প্রথমেই জানাই নববর্ষের শুভেচ্ছা। এবার চিঠি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রসঙ্গে আমার মতামত। সম্মাননার সম্মান শুধু ক্রেস্টই হয়। আমি মনে করি বই হতে পারে দ্বিতীয়, তৃতীয় এবং শান্তনা পুরস্কার হিসেবে।
এখন সবার মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পাড়ে, যেহেতু মতামত জানানোর জন্য এখানে এই পোস্টটি দিয়েছেন।
ধন্যবাদ ।
লীলাবতী
পুরস্কারের ধরন নিয়ে আমি দুটো অপশন দিয়েছিলাম। বই অথবা ক্রেষ্ট। দুটো মিলিয়ে দিলে কিভাবে হিসেব করবো? যে কোনো একটি দিন, নতুবা তো আপনার প্রস্তাব গ্রহন করা আমার পক্ষে সম্ভব না। আমি এরপরে আর একটি পোষ্ট দেব সবার মতামতের ভিত্তিতে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
মেহেরী তাজ
হ্যাঁ ভোট জয়যুক্ত হোক। 🙂
আপনি প্রস্তাব রাখবেন, আমি ভোট দেবো না তা কেমনে হয়?
লীলাবতী
হ্যা ভোট কোনটা আবার? আমার মাথার চুল ছিড়ে যাবে হ্যা ভোট খুঁজতে খুঁজতে ^:^
মেহেরী তাজ
ইশ আপু সামান্য একটু ভুল করেছি। এই যে আপনার কানে ধরছি। :p
ক্রেস্ট এর পক্ষের ভোট বলতে চেয়েছি। ভূতেরা কি কি জানি করে দিছে আমার মন্তব্যের সাথে।
নীহারিকা
আমার মতামত হলো, ১ম থেকে ৫ম স্থান অধিকারী এবং বিশেষ পুরস্কারপ্রাপ্তদের সবাইকে ক্রেস্টের সাথে সাথে কিছু বইও দেয়া যেতে পারে। আর সান্তনা পুরস্কার হিসেবে অন্যদের জন্য শুধুই ক্রেস্ট, কোনো বই না। অবশ্যই প্রথম ৫ জনের ক্রেস্ট, বিশেষ পুরস্কারের ক্রেস্ট ও সান্তনা পুরস্কারের ক্রেস্টের আকার এবং মানে পার্থক্য থাকতে পারে।
ধন্যবাদ।
লীলাবতী
আপু পোস্টে প্রশ্ন ছিল কোনটা ভাল হয়? ‘ পুরস্কার হিসেবে কি চাই আমরা? বই নাকি ক্রেস্ট?’ দুটো মিলানোর তো কোন অপশন আমি রাখিনি। আপনি যে কোনো একটি বলুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
ইঞ্জা
প্রিয় আপু কেমন আছেন, মা কেমন আছেন?
পুরস্কার হতে হবে দেখার মতো, দেখানোর মতো আর তাই আমি ক্রেস্টের পক্ষে মতামত দিচ্ছি।
লীলাবতী
ভাইয়া ভাল আছি আমি এবং আমার মা ও ভাল আছেন। আপনি কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
খুব খুশি হলাম মা আর আপনি ভালো আছেন শুনে, আমিও ভালো আছি আপু। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এইতো দিদির মতো কথা এত দরকারী বুদ্ধিটা কি করে এলো!।স্মৃতি স্বরূপ হিসাবে এর বিকল্প নেই।সহমত।এবার কর্তৃপক্ষ ভেবে দেখলেই হলো। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বইগুলো যদি সোনেলা সংশ্লিষ্ট কোন লেখকদের হয় তবে ভাল হয়। -{@
লীলাবতী
বিপাকে পরে গেলাম মনির ভাইয়া। আপনি একটু পরিস্কার করে বলুন। বই ভাল না ক্রেষ্ট ভাল?
মৌনতা রিতু
আমি ক্রেস্টের পক্ষে। তবে বইও থাকবে সাথে।
আর দু’একজন যাদের আপত্তি দেখলাম এই পজিশন নিয়ে, আমার চতুর্থ হওয়া নিয়ে যার আপত্তি পুরষ্কারটা তাকে দেওয়া হোক।
লীলা ওরফে কাঁকন কইন্না, মুই কিন্তু রাইগা কইছি :@
এটা আমার ভালবাসার ব্লগ। অনেক প্রিয়। কৃতজ্ঞতা অনেক এর কাছে। নতুবা আমি যেরকম মানুষ, এসব কাৎস্য কথাতে হয়ত আর লিখতাম না।
এর আগেও একজন তার মন্তব্যে বলেছিলেন, আমি জিসান ভাইয়ার হাত ধরে এই ব্লগে এসেছি বলে একটু আলাদা সুবিধা পাই।
যাইহোক, আমি হাসিখুশি মানুষ হলেও রাগটাও বেশি। এসব কথা পাত্তা দিতে মোটেও রাজি নই। কারণ, সবাই সবার অবস্থানে বড়। মুই কি হনুরে ভাবের মুখে তাকাতেও রাজি নই।
প্রথমে আমরা খুবই মজা করেছি এই প্রতিযোগীতায়, কারণ এটা বাড়ির উঠোন। এখানে কেন গুরু গম্ভীর চিন্তা আসবে? কেউ কাউকে খোঁচা কেন দিবে? সমালোচনা হবে লেখার। আর তা হবে তার লেখাকে উন্নতি করার জন্য।
অনেক কথা বললাম, তাই না 🙂
মিষ্টি জিন
ঐ রিলাক্স। চল কোরমা রান্না করি। :D)
নীহারিকা
তামার কিন্ত শুধু কোরমায় চলবে না। সাথে পোলাও আর গ্রীল চিকেন চাই 🙂
লীলাবতী
আপু অপশন একটা দিন। বই অথবা ক্রেষ্ট? পোস্টে আমার প্রশ্ন ‘ পুরস্কার হিসেবে কি চাই আমরা? বই নাকি ক্রেস্ট?’ দুটো দিলে মডুরা কিন্তু হিসেবেই নিবে না 🙁
আর একটা কথা আপু। কে কি বললো না বললো তাতে ব্লগ ছেরে যাবার চিন্তা আসবে কেন?ফেইসবুকে কত কথা শুনি আমরা, ইনবক্সে আজে বাজে মেসেজ পাই। তাই বলে কি আমরা ফেইসবুক হতে চলে যাই?
মৌনতা রিতু
ফেসবুক থেকে সেগুলোকে উষ্টা মারতে পারি।
যাইহোক, এ ব্লগ আমার লেখার গুরু। তাই কে কি বলল, কে কোন বিতর্কের ঝড় তুলল, দেখব না আর। ক্রেস্টই হোক। 🙂
ব্লগার সজীব
ক্রেস্ট দিলেই ভাল হয়। সাথে সনদপত্র। আমার মতামতের ব্যাখ্যা মিষ্টি আপু দিয়েছেন।
লীলাবতী
ধন্যবাদ সজু মন্তব্যের জন্য।
সঞ্জয় কুমার
ক্রেস্টের পক্ষে ভোট দিলাম
লীলাবতী
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
ক্রেস্ট দেওয়া চাই।
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।
আবু খায়ের আনিছ
বইয়ের চেয়ে উত্তম উপহার হতে পারে না, কিন্ত স্বৃতি ধরে রাখতে স্বারক এর বিকল্পও হতে পারে না। উত্তম প্রস্তাব সহমত আপনার সাথে।
একটা অনুষ্ঠান করা কিন্তু সহজ কথা নয়, অনেক পরিশ্রম আর নিরলস চেষ্টার ফলেই একটা অনুষ্ঠান সফল হয়। আশা করি তাও সফল ভাবে সম্পন্ন হবে।